ETV Bharat / state

ব্যারাকপুরে গঙ্গায় তলিয়ে গেল 3 যুবক, ধৃত 3 বন্ধু - Barrackpore

ব্যারাকপুরে গঙ্গায় তলিয়ে নিখোঁজ তিন বন্ধু ।

ব্যারাকপুরে গঙ্গায় তলিয়ে গেল তিন বন্ধু
author img

By

Published : Aug 4, 2019, 3:50 PM IST

Updated : Aug 4, 2019, 7:02 PM IST

ব্যারাকপুর, 4 অগাস্ট : গঙ্গায় তলিয়ে নিখোঁজ হয় তিন বন্ধু । ব্যারাকপুর মঙ্গল পান্ডে ঘাটের ঘটনা । নিখোঁজ যুবকদের নাম অমিত বাল্মীকি, বিপিন পাসোয়ান, কমল ঘোষ । তার মধ্যে বিপিন পাসোয়ানের মৃতদেহ উদ্ধার হয়েছে । জানা গেছে, মদ্যপ অবস্থায় 6 বন্ধু গঙ্গায় নৌকায় চড়তে যাওয়ায় এই বিপত্তি । মাঝ গঙ্গায় নৌকা উলটে গেলে তিনজন পাড়ে আসলেও, তলিয়ে যায় বাকি তিনজন ।

জানা গেছে, ছয় বন্ধু গঙ্গার পাড়ে বসে মদ্যপান করছিল । পরে একটি নৌকা দেখতে পেয়ে তাতে চেপে মাঝ গঙ্গায় চলে যায় তারা । নৌকা উলটে গেলে তিন জন সাঁতার কেটে পাড়ে পৌঁছায় । মহম্মদ জ্যাকি (শাহবাজ) , রাজু দাস (কাল্লু) ও বিশ্বজিৎ ভৌমিক নামে তিন যুবক সাঁতার কেটে টিটাগড় ওয়াগন জাহাজ কারখানার ঘাটে ওঠে । সেখানে তাদের চোর সন্দেহে পুলিশের হাতে তুলে দেওয়া হয় । তখনই পুলিশের জিজ্ঞাসাবাদে উঠে আসে আসল ঘটনা ।

গঙ্গায় তলিয়ে যাওয়া তিন যুবকের পরিবারের বক্তব্য, শুক্রবার কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় অমিত, বিপিন ও কমল । গতকাল পর্যন্ত বহু খোঁজাখুঁজি করার পরেও কোন খোঁজ মেলেনি । গঙ্গায় তিন যুবকের নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়তেই নিখোঁজদের পরিবারের সদস্যরা ছবি নিয়ে টিটাগড় থানায় আসে । তখন বিষয়টি তারা জানতে পারে ।

পুলিশের কাছে ওই তিন পরিবার অভিযোগ করে, জ্যাকি, রাজু, বিশ্বজিৎদের তারা চেনে না । এরপরই এই তিনজনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ দায়ের করা হয় পুলিশের কাছে । এই ঘটনার পিছনে এই তিনজনের হাত রয়েছে ৷ অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।

ব্যারাকপুর, 4 অগাস্ট : গঙ্গায় তলিয়ে নিখোঁজ হয় তিন বন্ধু । ব্যারাকপুর মঙ্গল পান্ডে ঘাটের ঘটনা । নিখোঁজ যুবকদের নাম অমিত বাল্মীকি, বিপিন পাসোয়ান, কমল ঘোষ । তার মধ্যে বিপিন পাসোয়ানের মৃতদেহ উদ্ধার হয়েছে । জানা গেছে, মদ্যপ অবস্থায় 6 বন্ধু গঙ্গায় নৌকায় চড়তে যাওয়ায় এই বিপত্তি । মাঝ গঙ্গায় নৌকা উলটে গেলে তিনজন পাড়ে আসলেও, তলিয়ে যায় বাকি তিনজন ।

জানা গেছে, ছয় বন্ধু গঙ্গার পাড়ে বসে মদ্যপান করছিল । পরে একটি নৌকা দেখতে পেয়ে তাতে চেপে মাঝ গঙ্গায় চলে যায় তারা । নৌকা উলটে গেলে তিন জন সাঁতার কেটে পাড়ে পৌঁছায় । মহম্মদ জ্যাকি (শাহবাজ) , রাজু দাস (কাল্লু) ও বিশ্বজিৎ ভৌমিক নামে তিন যুবক সাঁতার কেটে টিটাগড় ওয়াগন জাহাজ কারখানার ঘাটে ওঠে । সেখানে তাদের চোর সন্দেহে পুলিশের হাতে তুলে দেওয়া হয় । তখনই পুলিশের জিজ্ঞাসাবাদে উঠে আসে আসল ঘটনা ।

গঙ্গায় তলিয়ে যাওয়া তিন যুবকের পরিবারের বক্তব্য, শুক্রবার কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় অমিত, বিপিন ও কমল । গতকাল পর্যন্ত বহু খোঁজাখুঁজি করার পরেও কোন খোঁজ মেলেনি । গঙ্গায় তিন যুবকের নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়তেই নিখোঁজদের পরিবারের সদস্যরা ছবি নিয়ে টিটাগড় থানায় আসে । তখন বিষয়টি তারা জানতে পারে ।

পুলিশের কাছে ওই তিন পরিবার অভিযোগ করে, জ্যাকি, রাজু, বিশ্বজিৎদের তারা চেনে না । এরপরই এই তিনজনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ দায়ের করা হয় পুলিশের কাছে । এই ঘটনার পিছনে এই তিনজনের হাত রয়েছে ৷ অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।

Intro:গঙ্গায় তলিয়ে নিখোঁজ তিন বন্ধু। ব্যারাকপুর মঙ্গল পান্ডে ঘাটের ঘটনাBody:ব্যারাকপুর সদরবাজার এলাকার ছয় বন্ধু মদ্যপান করতে গিয়েছিল ব্যারাকপুর মঙ্গল পান্ডে ঘাটে। সেখানে একটি নৌকা দেখতে পেয়ে তাতেই তারা চড়ে বসে তারা। এরপর নৌকা নিয়ে চলে যায় মাঝ গঙ্গায়। সেখানে বসেই তারা মদ্যপান করে। এরপর কোনোক্রমে তাদের নৌকাটি উল্টে গঙ্গায় তলিয়ে যায়। এরপর তিনজন সাঁতার কেটে টিটাগড় ওয়াগন জাহাজ কারখানার ঘাটে উঠে আসে। সেখানে তাদেরকে চোর সন্দেহে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এরপর উঠে আসে আসল ঘটনার কথা। তবে এরা সাঁতার কেটে পাড়ে আসতে পারলেও বাকি তিনজন এখনো পর্যন্ত নিখোঁজ।নিখোঁজদের নাম অমিত বাল্মিকী, বিপিন পাসোয়ান, কমল ঘোষ।
মহঃ জ্যাকি(শাহবাজ) , রাজু দাস (কাল্লু) ও বিশ্বজিৎ ভৌমিক এই তিনজন কোনোক্রমে গঙ্গা সাঁতরে বেঁচে যায়। কিন্তু নিখোঁজদের পরিবারের সদস্যদের অভিযোগ এই তিনজন তার বন্ধু হলেও তাদেরকে কোন দিন তারা দেখেননি চেনেন না। তাই এই তিনজনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলা হয়েছে পুলিশের কাছে। এই তিনজনের বিরুদ্ধে ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ এদের কে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে।তবে আজ দুপুরে বিপিন পাসোয়ান এর মৃতদেহ উদ্ধার করা হয়েছে টিটাগড় রাসমনি ঘাট থেকে। গত পরশুদিন বাড়ির কাউকে না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে ছিল সকলেই। গতকাল পর্যন্ত বহু খোঁজাখুঁজি করার পরেও কোন খোঁজ না মেলায় শেষ পর্যন্ত পুলিশ অভিযোগ দায়ের করা হলে আসল ঘটনা সামনে আসে।Conclusion:গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ব্যারাকপুর ও টিটাগর থানার পুলিশ
Last Updated : Aug 4, 2019, 7:02 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.