ETV Bharat / state

কাঁকিনাড়া স্টেশনে বোমাবাজির ঘটনায় গ্রেপ্তার 2, হেপাজতে 1 - Youth murder case in Kankinara Station

দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে গতকাল কাঁকিনাড়া স্টেশনে মৃত্যু হয়েছিল বিশ্বজিৎ বিশ্বাস নামে এক যুবকের । ঘটনার পর তদন্তে নেমে কাঁকিনাড়া কাঁটাপুকুর 5 নম্বর সাইডিং এলাকা থেকে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে নৈহাটি রেলপুলিশ ।

ধৃত 2
author img

By

Published : Sep 15, 2019, 7:26 PM IST

কাঁকিনাড়া, 15 সেপ্টেম্বর : দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে গতকাল কাঁকিনাড়া স্টেশনে মৃত্যু হয়েছিল বিশ্বজিৎ বিশ্বাস নামে এক যুবকের । দুষ্কৃতীরা সংখ্যায় তিনজন ছিল । আজ সেই ঘটনায় মহম্মদ আলি ও মহম্মদ ছোটু নামে দু'জনকে গ্রেপ্তার করে পুলিশ । আর এক অভিযুক্ত মহম্মদ ইমরান বোমা ছোড়ার সময় জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন । পুলিশ তাকে হেপাজতে নিলেও এখনও গ্রেপ্তার করেনি । কাঁকিনাড়া কাটাপুকুর পাঁচ নম্বর সাইডিং এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ছোটু ও আলিকে । আজ শিয়ালদা আদালতে তোলা হয় তাদের ।

কৃষ্ণনগরের ভীমপুরের বাসিন্দা ছিলেন বিশ্বজিৎ বিশ্বাস (37) । গত এক বছর ধরে বিহারে এক চিকিৎসকের কমপাউন্ডার হিসেবে কাজ করতেন তিনি । গত বৃহস্পতিবার দাদা সত্যজিৎ বিশ্বাসের মৃত্যু সংবাদ পান । তাই তড়িঘড়ি কেশব কুমার নামে এক বন্ধুকে সঙ্গে নিয়ে শুক্রবার রাত দুটো নাগাদ ডাউন মজফ্ফরপুর প্যাসেঞ্জারে কাঁকিনাড়ায় আসেন । স্টেশনে নেমে তিনি অপেক্ষা করছিলেন কৃষ্ণনগর যাওয়ার ট্রেন ধরার জন্য । অভিযোগ, সেই সময় বিশ্বজিৎ ও কেশবের সামনে এসে দাঁড়ায় ছোটু, আলি ও ইমরান । দু'পক্ষের মধ্যে শুরু হয় বচসা ও ধস্তাধস্তি । এরপরই বিশ্বজিৎকে লক্ষ্য করে বোমা ছোড়ে ওই দুষ্কৃতীরা । ঘটনাস্থানেই মৃত্যু হয় বিশ্বজিতের । মৃতদেহটিকে উদ্ধার করে রেল পুলিশ । পুলিশের প্রাথমিক অনুমান, ছিনতাইয়ের উদ্দেশ্যেই দুষ্কৃতীরা বোমাবাজি করেছিল ।

ঘটনার পর তদন্তে নেমে ছোটু ও আলিকে গ্রেপ্তার করে নৈহাটি রেলপুলিশ । তাদের জেরা করে পুলিশ জানতে পারে গতকাল ধস্তাধস্তির সময় ইমরানের হাতে থাকা বোমা ফেটে যায় । তাতেই মৃত্যু হয় বিশ্বজিতের । গুরুতর জখম হয় ইমরান নিজেও । সে নৈহাটি স্টেট জেনেরাল হাসপাতালে চিকিৎসাধীন । সেখান থেকে ইমরানকে নিজেদের হেপাজতে নিয়ে কলকাতার NRS হাসপাতালে নিয়ে যায় নৈহাটি রেলপুলিশ । বর্তমানে সে সেখানেই চিকিৎসাধীন ।

গতকালের ঘটনায় বিশ্বজিতের সঙ্গে থাকা কেশবের কোনওরকম আঘাত না লাগায় সন্দেহ হয়েছিল পুলিশের । আটক করেছিল কেশবকে । কিন্তু আজ মূল অভিযুক্তদের ধরার পর ছেড়ে দেওয়া হয় তাঁকে ।

কাঁকিনাড়া, 15 সেপ্টেম্বর : দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে গতকাল কাঁকিনাড়া স্টেশনে মৃত্যু হয়েছিল বিশ্বজিৎ বিশ্বাস নামে এক যুবকের । দুষ্কৃতীরা সংখ্যায় তিনজন ছিল । আজ সেই ঘটনায় মহম্মদ আলি ও মহম্মদ ছোটু নামে দু'জনকে গ্রেপ্তার করে পুলিশ । আর এক অভিযুক্ত মহম্মদ ইমরান বোমা ছোড়ার সময় জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন । পুলিশ তাকে হেপাজতে নিলেও এখনও গ্রেপ্তার করেনি । কাঁকিনাড়া কাটাপুকুর পাঁচ নম্বর সাইডিং এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ছোটু ও আলিকে । আজ শিয়ালদা আদালতে তোলা হয় তাদের ।

কৃষ্ণনগরের ভীমপুরের বাসিন্দা ছিলেন বিশ্বজিৎ বিশ্বাস (37) । গত এক বছর ধরে বিহারে এক চিকিৎসকের কমপাউন্ডার হিসেবে কাজ করতেন তিনি । গত বৃহস্পতিবার দাদা সত্যজিৎ বিশ্বাসের মৃত্যু সংবাদ পান । তাই তড়িঘড়ি কেশব কুমার নামে এক বন্ধুকে সঙ্গে নিয়ে শুক্রবার রাত দুটো নাগাদ ডাউন মজফ্ফরপুর প্যাসেঞ্জারে কাঁকিনাড়ায় আসেন । স্টেশনে নেমে তিনি অপেক্ষা করছিলেন কৃষ্ণনগর যাওয়ার ট্রেন ধরার জন্য । অভিযোগ, সেই সময় বিশ্বজিৎ ও কেশবের সামনে এসে দাঁড়ায় ছোটু, আলি ও ইমরান । দু'পক্ষের মধ্যে শুরু হয় বচসা ও ধস্তাধস্তি । এরপরই বিশ্বজিৎকে লক্ষ্য করে বোমা ছোড়ে ওই দুষ্কৃতীরা । ঘটনাস্থানেই মৃত্যু হয় বিশ্বজিতের । মৃতদেহটিকে উদ্ধার করে রেল পুলিশ । পুলিশের প্রাথমিক অনুমান, ছিনতাইয়ের উদ্দেশ্যেই দুষ্কৃতীরা বোমাবাজি করেছিল ।

ঘটনার পর তদন্তে নেমে ছোটু ও আলিকে গ্রেপ্তার করে নৈহাটি রেলপুলিশ । তাদের জেরা করে পুলিশ জানতে পারে গতকাল ধস্তাধস্তির সময় ইমরানের হাতে থাকা বোমা ফেটে যায় । তাতেই মৃত্যু হয় বিশ্বজিতের । গুরুতর জখম হয় ইমরান নিজেও । সে নৈহাটি স্টেট জেনেরাল হাসপাতালে চিকিৎসাধীন । সেখান থেকে ইমরানকে নিজেদের হেপাজতে নিয়ে কলকাতার NRS হাসপাতালে নিয়ে যায় নৈহাটি রেলপুলিশ । বর্তমানে সে সেখানেই চিকিৎসাধীন ।

গতকালের ঘটনায় বিশ্বজিতের সঙ্গে থাকা কেশবের কোনওরকম আঘাত না লাগায় সন্দেহ হয়েছিল পুলিশের । আটক করেছিল কেশবকে । কিন্তু আজ মূল অভিযুক্তদের ধরার পর ছেড়ে দেওয়া হয় তাঁকে ।

Intro:গতকাল কাকিনাড়া স্টেশনে বিশ্বজিৎ বিশ্বাস নামে এক যাত্রীকে বোমা মেরে খুন করে দুষ্কৃতীরা। দুষ্কৃতীরা সংখ্যায় তিনজন ছিল। ছিনতাই করার উদ্দেশ্যেই এই ঘটনা বলে নিশ্চিত পুলিশ। নৈহাটি জি আর পি গোটা ঘটনার তদন্তে নেমে 24 ঘন্টার মধ্যেই কাঁকিনাড়া কাটাপুকুর পাঁচ নম্বর সাইডিং এলাকা থেকে মহঃ আলি ও মহঃ ছোটু নামে দুই দুষ্কৃতী কে গ্রেপ্তার করেছে।
Body:প্রসঙ্গত উল্লেখ্য বিশ্বজিৎ এর বাড়ি কৃষ্ণনগর এর ভীমপুরে। গত এক বছর ধরে বিহারে এক চিকিৎসক এর সহযোগী হিসেবে কর্মরত ছিলেন বিশ্বজিৎ বিশ্বাস। গত বৃহস্পতিবার বিশ্বজিৎ এর দাদা সত্যজিৎ বিশ্বাস এর হঠাৎ মৃত্যু সংবাদ পেয়ে তড়িঘড়ি বিহার থেকে কেশব কুমার নামে এক বন্ধুকে সাথে নিয়ে মুজফ্ফরপুর ফাস্ট প্যাসেঞ্জার ধরে রওনা দেয়।তাদের নৈহাটি স্টেশনে নামার কথা ছিলো। সেখান থেকে আপ ট্রেন ধরে কৃষ্ণনগর এর উদ্দেশ্যে যাওয়ার কথা। কিন্তু 2.15 নাগাদ ঐ ট্রেন নৈহাটি এসে পৌঁছয়। কিন্তু দুজনেই ঘুমিয়ে পড়ায় নৈহাটিতে না নামতে পেরে পরের স্টেশন কাঁকিনাড়া স্টেশনে নামে তারা।সেই গভীর রাতে কাকিনাড়া প্লাটফর্মে তারা ছাড়া আর কেউ ছিল না।তারা কৃষ্ণনগর যাওয়ার জন্য সকালের আপ ট্রেন ধরার অপেক্ষা করছিল প্লাটফর্মেই।হঠাৎই তিন দুষ্কৃতী রেল লাইন ধরে তাদের কাছে আসে। তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এরপরই আচমকাই প্লাটফর্মেই বোমা বিস্ফোরণে গুরুতর জখম হন বিশ্বজিৎ ও দুষ্কৃতীদের মধ্যে একজন। বোমার শব্দ পেয়ে আশপাশ থেকে মানুষ ছুটে এসে আহত দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় বিশ্বজিৎ এর। অপর একজনকে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে কোলকাতার নিলরতন সরকার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।আহত ঐ দুষ্কৃতীর নাম মহঃ ইমরান। এরপর নৈহাটি জিআরপি পুলিশ তদন্তে নেমে কাঁকিনাড়া কাঁটাপুকুর 5 নম্বর সাইডিং এলাকা থেকে মোহাম্মদ ছোটু ও মোহাম্মদ আলী নামে দুজনকে গ্রেফতার করে। এই দুই দুষ্কৃতী কে জেরা করে জানতে পারে আহত মোহাম্মদ ইমরানের হাতে বোমা থাকায় দুই তরফে ধস্তাধস্তি হওয়ার সময় সেই বোমা ফেটে এই দুজনের লাগে। তবে এরা ছিনতাই করার উদ্দেশ্যেই এই কাণ্ড ঘটিয়েছে বলে পুলিশ নিশ্চিত। গ্রেপ্তার হওয়া এই দুজনকে আজ শিয়ালদহ আদালতে পাঠিয়েছে নৈহাটি জিআরপি পুলিশ।Conclusion: তবে এই ঘটনার পর রাতের স্টেশনে যাত্রী নিরাপত্তা নিয়ে যথেষ্ট প্রশ্ন থেকেই যাচ্ছে এবং পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। কারন কাঁকিনাড়া দুই নম্বর প্লাটফর্মে যে জায়গায় ঘটনাটি ঘটেছে তার উল্টো দিকেই এক নম্বর প্লাটফর্মে কাঁকিনাড়া জিআরপি থানা ।তাহলে ঘটনার সময় কাঁকিনাড়া জিআরপি পুলিশ সেই সময় কি করছিল, কোথায় ছিল পুলিশ তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.