ETV Bharat / state

নামী কম্পানির বস্তায় ভেজাল সিমেন্ট বিক্রি, গ্রেপ্তার 3 - cement

মিনাখাঁ থানার রাজেন্দ্রপুর এলাকায় দীর্ঘদিন ধরে ভেজাল সিমেন্ট তৈরির কারবার চলছিল । সেই সিমেন্ট বাজারের একটি নামী কম্পানির ছাপ মারা বস্তায় ভরে বিক্রি করা হত । যে কম্পানির ছাপ মারা বস্তায় ওই ভেজাল সিমেন্ট বিক্রি হচ্ছিল তারা বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেয় ।

arrested persons
author img

By

Published : Oct 14, 2019, 2:07 AM IST

Updated : Oct 14, 2019, 8:08 AM IST

মিনাখাঁ, 14 অক্টোবর : নামী কম্পানির ছাপ মারা বস্তায় ভরে ভেজাল সিমেন্ট বিক্রির রমরমা কারবার চলছিল কিছুদিন ধরে । গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ কারখানায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে । শুক্রবার বসিরহাটের মিনাখাঁর ঘটনা। ধৃতদের শনিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাদের ১৪ দিন জেল হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, মিনাখাঁ থানার রাজেন্দ্রপুর এলাকায় দীর্ঘদিন ধরে ভেজাল সিমেন্ট তৈরির কারবার চলছিল । সেই সিমেন্ট বাজারের একটি নামী কম্পানির ছাপ মারা বস্তায় ভরে বিক্রি করা হত । যে কম্পানির ছাপ মারা বস্তায় ওই ভেজাল সিমেন্ট বিক্রি হচ্ছিল তারা বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেয় ।

দেখুন ভিডিয়ো

খবর পেয়ে শুক্রবার পুলিশ রাজেন্দ্রপুরে সিমেন্ট তৈরির সেই কারখানায় অভিযান চালায়। সেখান থেকে তিনজনকে পুলিশ হাতেনাতে আটক করে। ধৃতদের নাম মণিরুল ইসলাম, ইসমাইল সর্দার ও রাজেশ মোল্লা। তাদের বাড়ি দক্ষিণ 24 পরগনা জেলার কাশীপুর থানার কাঁঠালিয়া গ্রামে। ধৃতদের হেপাজত থেকে 110 বস্তা ভেজাল সিমেন্ট বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেই সঙ্গে আটক করা হয়েছে চারচাকার একটি পণ্যবাহী গাড়ি।

পুলিশ পরে ওই তিনজনকে গ্রেপ্তার করে । গতকাল বসিরহাট মহকুমা আদালতে তাদের তোলা হয় । বিচারক তাদের জেল হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

মিনাখাঁ, 14 অক্টোবর : নামী কম্পানির ছাপ মারা বস্তায় ভরে ভেজাল সিমেন্ট বিক্রির রমরমা কারবার চলছিল কিছুদিন ধরে । গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ কারখানায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে । শুক্রবার বসিরহাটের মিনাখাঁর ঘটনা। ধৃতদের শনিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাদের ১৪ দিন জেল হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, মিনাখাঁ থানার রাজেন্দ্রপুর এলাকায় দীর্ঘদিন ধরে ভেজাল সিমেন্ট তৈরির কারবার চলছিল । সেই সিমেন্ট বাজারের একটি নামী কম্পানির ছাপ মারা বস্তায় ভরে বিক্রি করা হত । যে কম্পানির ছাপ মারা বস্তায় ওই ভেজাল সিমেন্ট বিক্রি হচ্ছিল তারা বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেয় ।

দেখুন ভিডিয়ো

খবর পেয়ে শুক্রবার পুলিশ রাজেন্দ্রপুরে সিমেন্ট তৈরির সেই কারখানায় অভিযান চালায়। সেখান থেকে তিনজনকে পুলিশ হাতেনাতে আটক করে। ধৃতদের নাম মণিরুল ইসলাম, ইসমাইল সর্দার ও রাজেশ মোল্লা। তাদের বাড়ি দক্ষিণ 24 পরগনা জেলার কাশীপুর থানার কাঁঠালিয়া গ্রামে। ধৃতদের হেপাজত থেকে 110 বস্তা ভেজাল সিমেন্ট বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেই সঙ্গে আটক করা হয়েছে চারচাকার একটি পণ্যবাহী গাড়ি।

পুলিশ পরে ওই তিনজনকে গ্রেপ্তার করে । গতকাল বসিরহাট মহকুমা আদালতে তাদের তোলা হয় । বিচারক তাদের জেল হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

Intro:নামী কোম্পানির নকল সিমেন্ট তৈরি, গ্রেপ্তার তিন, আটক গাড়ি।

মিনাখাঁঃ নামী কোম্পানির নকল সিমেন্ট তৈরি করে বেশ চলছিল কারবার। গোপন সূত্রে খবর পেয়ে নকল সিমেন্ট ভর্তি গাড়ি-সহ তিন জনকে পাকড়াও করল পুলিশ। শুক্রবার ঘটনাটি ঘটেছে বসিরহাটের মিনাখাঁয়। ধৃতদের এদিন বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাদের ১৪ দিন জেল হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, মিনাখাঁ থানার রাজেন্দ্রপুর এলাকায় দীর্ঘদিন ধরে একটি নামী কোম্পানির নকল সিমেন্ট তৈরি করে বাজারে বিক্রি করা হচ্ছিল। বিভিন্ন সূত্র থেকে ওই কোম্পানির বিপণন বিভাগে সেই খবর পৌঁছয়। ওই সংস্থা পুলিশকে গোটা ঘটনা জানায়। তারপর শুক্রবার পুলিশ রাজেন্দ্রপুরে নকল সিমেন্ট তৈরির কারখানায় অভিযান চালায়। সেখান থেকে নকল সিমেন্ট তৈরির তিন কারবারিকে পুলিশ হাতেনাতে পাকড়াও করে। ধৃতদের নাম মনিরুল ইসলাম, ইসমাইল সর্দার ও রাজেশ মোল্লা। তাদের বাড়ি দক্ষিণ 24 পরগনা জোলার কাশীপুর থানার কাঁঠালিয়া গ্রামে। ধৃতদের কাছ থেকে 110 বস্তা নকল সিমেন্ট বাজেয়াপ্ত করেছে পুলিশ। সঙ্গে আটক করা হয়েছে চারচাকার একটি পণ্যবাহী গাড়ি। ধৃত তিন জনক বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাদের জেল হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন।Body:নামী কোম্পানির নকল সিমেন্ট তৈরি, গ্রেপ্তার তিন, আটক গাড়ি।

মিনাখাঁঃ নামী কোম্পানির নকল সিমেন্ট তৈরি করে বেশ চলছিল কারবার। গোপন সূত্রে খবর পেয়ে নকল সিমেন্ট ভর্তি গাড়ি-সহ তিন জনকে পাকড়াও করল পুলিশ। শুক্রবার ঘটনাটি ঘটেছে বসিরহাটের মিনাখাঁয়। ধৃতদের এদিন বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাদের ১৪ দিন জেল হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, মিনাখাঁ থানার রাজেন্দ্রপুর এলাকায় দীর্ঘদিন ধরে একটি নামী কোম্পানির নকল সিমেন্ট তৈরি করে বাজারে বিক্রি করা হচ্ছিল। বিভিন্ন সূত্র থেকে ওই কোম্পানির বিপণন বিভাগে সেই খবর পৌঁছয়। ওই সংস্থা পুলিশকে গোটা ঘটনা জানায়। তারপর শুক্রবার পুলিশ রাজেন্দ্রপুরে নকল সিমেন্ট তৈরির কারখানায় অভিযান চালায়। সেখান থেকে নকল সিমেন্ট তৈরির তিন কারবারিকে পুলিশ হাতেনাতে পাকড়াও করে। ধৃতদের নাম মনিরুল ইসলাম, ইসমাইল সর্দার ও রাজেশ মোল্লা। তাদের বাড়ি দক্ষিণ 24 পরগনা জোলার কাশীপুর থানার কাঁঠালিয়া গ্রামে। ধৃতদের কাছ থেকে 110 বস্তা নকল সিমেন্ট বাজেয়াপ্ত করেছে পুলিশ। সঙ্গে আটক করা হয়েছে চারচাকার একটি পণ্যবাহী গাড়ি। ধৃত তিন জনক বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাদের জেল হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন।Conclusion:নামী কোম্পানির নকল সিমেন্ট তৈরি, গ্রেপ্তার তিন, আটক গাড়ি।

মিনাখাঁঃ নামী কোম্পানির নকল সিমেন্ট তৈরি করে বেশ চলছিল কারবার। গোপন সূত্রে খবর পেয়ে নকল সিমেন্ট ভর্তি গাড়ি-সহ তিন জনকে পাকড়াও করল পুলিশ। শুক্রবার ঘটনাটি ঘটেছে বসিরহাটের মিনাখাঁয়। ধৃতদের এদিন বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাদের ১৪ দিন জেল হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, মিনাখাঁ থানার রাজেন্দ্রপুর এলাকায় দীর্ঘদিন ধরে একটি নামী কোম্পানির নকল সিমেন্ট তৈরি করে বাজারে বিক্রি করা হচ্ছিল। বিভিন্ন সূত্র থেকে ওই কোম্পানির বিপণন বিভাগে সেই খবর পৌঁছয়। ওই সংস্থা পুলিশকে গোটা ঘটনা জানায়। তারপর শুক্রবার পুলিশ রাজেন্দ্রপুরে নকল সিমেন্ট তৈরির কারখানায় অভিযান চালায়। সেখান থেকে নকল সিমেন্ট তৈরির তিন কারবারিকে পুলিশ হাতেনাতে পাকড়াও করে। ধৃতদের নাম মনিরুল ইসলাম, ইসমাইল সর্দার ও রাজেশ মোল্লা। তাদের বাড়ি দক্ষিণ 24 পরগনা জোলার কাশীপুর থানার কাঁঠালিয়া গ্রামে। ধৃতদের কাছ থেকে 110 বস্তা নকল সিমেন্ট বাজেয়াপ্ত করেছে পুলিশ। সঙ্গে আটক করা হয়েছে চারচাকার একটি পণ্যবাহী গাড়ি। ধৃত তিন জনক বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাদের জেল হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
Last Updated : Oct 14, 2019, 8:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.