ETV Bharat / state

এই রাজ্যপাল শুধু দেখেন না, কথাও বলেন : দিলীপ ঘোষ

ব্যারাকপুরে চায় পে চর্চ্চা অনুষ্ঠানে তৃণমূলকে আক্রমণ করলেন দিলীপ ঘোষ ৷ ছাত্র বিক্ষোভের কারণে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনে রাজ্যপালের যোগ দিতে না পারা নিয়ে রাজ্য সরকারকেই আক্রমণ করেন তিনি ৷

dilip
দিলীপ ঘোষ
author img

By

Published : Jan 30, 2020, 2:28 PM IST

Updated : Jan 30, 2020, 3:00 PM IST

ব্যারাকপুর, 30 জানুয়ারি: "এই রাজ্যপাল শুধু দেখেন না । কথাও বলেন । এতদিনে সত্যি কথা বলার লোক এসেছে । সরকারের ভুল ধরাটাই তাঁর দায়িত্ব ।" ব্যারাকপুরে চায়ে পে চর্চায় যোগ দিয়ে মন্তব্য করলেন রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষের ।

সম্প্রতি ছাত্র বিক্ষোভের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিতে পারেননি রাজ্যপাল ৷ বিশ্ববিদ্যালয় গিয়েও ফিরে আসতে হয় তাঁকে ৷ তার আগে যাদবপুরের সমাবর্তনে তাঁর সঙ্গে একই ঘটনা ঘটে ৷ এমনকি সেইবার ছাত্র বিক্ষোভের কারণে ভিতরে পর্যন্ত ঢুকতে পারেননি ৷ গেট থেকেই ফিরে আসতে হয় ৷ বারংবার রাজ্যপালের সঙ্গে এই আচরণের সমালোচনা করেন দিলীপবাবু ৷ এই বিষয়ে সরাসরি তিনি রাজ্য সরকারকে আক্রমণ করেন ৷

বলেন, "যখন কেউ কাউকে ভয় পায় তখন সে তাকে দেখে চিৎকার করতে থাকে ৷ কুকুর থেকে শুরু করে মানুষ সবারই এই অভ্যাস ৷ রাজ্য সরকার এখন নিজেদের বিপদ বুঝে চিৎকার করছে ৷ কারণ সত্যি কথা বলতে পারা রাজ্যপালের মতো একজন মানুষ আছেন ৷ এই রাজ্যপাল শুধু দেখেন না কথাও বলেন ৷ কারণ এটা তাঁর দায়িত্ব ৷ সরকারের যে ভুল-ত্রুটি আছে সেগুলিকে ধরিয়ে দিয়ে সঠিক পথে নিয়ে আসাই তাঁর দায়িত্ব ৷ কিন্তু সরকার সঠিক পথে আসছে না ৷"

রাজ্য সরকার মতুয়া সম্প্রদায়ের মানুষকে সম্মান করেনি বলে অভিযোগ তোলেন তিনি ৷ বলেন, "তৃণমূল কংগ্রেস মতুয়া সম্প্রদায়কে কোনওদিন সম্মান দেয়নি । তাদের কেবলমাত্র ভোটার হিসেবে ব্যবহার করেছে। BJP এই সমাজকে নাগরিকত্ব দেওয়ায় তৃণমূল তা সহ্য করতে পারেনি । সেজন্যই মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুরের মূর্তি ভাঙচুর করা হয়েছে । তৃণমূল কংগ্রেস সম্পর্কে মানুষের সচেতন হওয়া উচিত ৷"

ব্যারাকপুর, 30 জানুয়ারি: "এই রাজ্যপাল শুধু দেখেন না । কথাও বলেন । এতদিনে সত্যি কথা বলার লোক এসেছে । সরকারের ভুল ধরাটাই তাঁর দায়িত্ব ।" ব্যারাকপুরে চায়ে পে চর্চায় যোগ দিয়ে মন্তব্য করলেন রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষের ।

সম্প্রতি ছাত্র বিক্ষোভের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিতে পারেননি রাজ্যপাল ৷ বিশ্ববিদ্যালয় গিয়েও ফিরে আসতে হয় তাঁকে ৷ তার আগে যাদবপুরের সমাবর্তনে তাঁর সঙ্গে একই ঘটনা ঘটে ৷ এমনকি সেইবার ছাত্র বিক্ষোভের কারণে ভিতরে পর্যন্ত ঢুকতে পারেননি ৷ গেট থেকেই ফিরে আসতে হয় ৷ বারংবার রাজ্যপালের সঙ্গে এই আচরণের সমালোচনা করেন দিলীপবাবু ৷ এই বিষয়ে সরাসরি তিনি রাজ্য সরকারকে আক্রমণ করেন ৷

বলেন, "যখন কেউ কাউকে ভয় পায় তখন সে তাকে দেখে চিৎকার করতে থাকে ৷ কুকুর থেকে শুরু করে মানুষ সবারই এই অভ্যাস ৷ রাজ্য সরকার এখন নিজেদের বিপদ বুঝে চিৎকার করছে ৷ কারণ সত্যি কথা বলতে পারা রাজ্যপালের মতো একজন মানুষ আছেন ৷ এই রাজ্যপাল শুধু দেখেন না কথাও বলেন ৷ কারণ এটা তাঁর দায়িত্ব ৷ সরকারের যে ভুল-ত্রুটি আছে সেগুলিকে ধরিয়ে দিয়ে সঠিক পথে নিয়ে আসাই তাঁর দায়িত্ব ৷ কিন্তু সরকার সঠিক পথে আসছে না ৷"

রাজ্য সরকার মতুয়া সম্প্রদায়ের মানুষকে সম্মান করেনি বলে অভিযোগ তোলেন তিনি ৷ বলেন, "তৃণমূল কংগ্রেস মতুয়া সম্প্রদায়কে কোনওদিন সম্মান দেয়নি । তাদের কেবলমাত্র ভোটার হিসেবে ব্যবহার করেছে। BJP এই সমাজকে নাগরিকত্ব দেওয়ায় তৃণমূল তা সহ্য করতে পারেনি । সেজন্যই মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুরের মূর্তি ভাঙচুর করা হয়েছে । তৃণমূল কংগ্রেস সম্পর্কে মানুষের সচেতন হওয়া উচিত ৷"

Intro:ব্যারাকপুরে চায় পে চর্চ্চা অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ Body:এ রাজ্য তৃণমূল কংগ্রেস মানুষকে ভয় দেখিয়ে রাজনীতি করছে। বিরোধীদের অপমান করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। উত্তর 24 পরগনার ব্যারাকপুর মঙ্গল পান্ডে উদ্যানে আজ সকালে "চা চক্র" অনুষ্ঠানে যোগ দিয়ে দিলীপবাবু অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস মতুয়া সম্প্রদায়কে কোনদিন সম্মান দেয়নি। তাদের কেবলমাত্র ভোটার হিসেবে ব্যবহার করেছে। বিজেপি এই সমাজকে নাগরিকত্ব দেওয়ায় ওই দল সহ্য করতে পারেনি। সেজন্যই মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুরের মূর্তি ভাঙচুর করা হয়েছে। তৃণমূল কংগ্রেস দল সম্পর্কে মানুষের সচেতন হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। আজকের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যারাকপুরে সাংসদ অর্জুন সিং ও বিজেপির ব্যারাকপুর মন্ডলের সভাপতি ফাল্গুনী পাত্র।Conclusion:
Last Updated : Jan 30, 2020, 3:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.