ETV Bharat / state

Hasnabad Gangrape: চুরি করতে ঢুকে কিছু না-পেয়ে মহিলাকে গণধর্ষণ, অভিযুক্তদের গণধোলাই দিলেন এলাকাবাসীরা - হাসনাবাদ গণধর্ষণ

দুই যুবক কোনওভাবে মহিলার বাড়িতে ঢুকেছিলেন চুরি করতে (Hasnabad Gangrape) । কিন্তু, ঘরের ভিতর মূল্যবান কোনও জিনিস না-পেয়ে ঘুমন্ত অবস্থায় মহিলার ওপর ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ (Thieves allegedly Gangraped Woman) ।

Etv Bharat
Gangrape in Hasnabad
author img

By

Published : Sep 16, 2022, 10:09 PM IST

বসিরহাট, 16 সেপ্টেম্বর: চুরি করতে ঢুকে কিছু না-পেয়ে বছর একুশের এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে (Hasnabad Gangrape) । ওই মহিলার চিৎকারে নির্যাতিতার পড়শিরা ছুটে আসেন । তাঁরা ধরে ফেলেন দুই দুষ্কৃতীকে । তারপরেই দুই যুবককে হাতেনাতে ধরে গণধোলাই দিলেন তাঁরা । শুক্রবার ওই ঘটনার জেরে ব‍্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনার হাসনাবাদে (Thieves allegedly Gangraped Woman) ।

পুলিশ সূত্রে খবর, অভিযোগ পেয়ে আমজাদ মোল্লা ও সাজ্জাক মোল্লা নামে ওই দুই যুবককে গ্রেফতার করা হয়েছে । নির্যাতিতা মহিলার মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে । আদালতে তাঁর গোপন জবানবন্দিও নেওয়া হয়েছে ।

জানা গিয়েছে, ওই মহিলা হাসনাবাদের খরমপুর খাড়া পাড়ার বাসিন্দা । স্বামী কর্মসূত্রে কলকাতায় থাকেন । ঘটনার সময় বাড়িতে মহিলা তাঁর শাশুড়িকে নিয়ে শুয়ে ছিলেন । সেই সময় ওই দুই যুবক কোনওভাবে মহিলার বাড়িতে ঢুকেছিলেন চুরি করতে । কিন্তু, ঘরের ভিতর মূল্যবান কোনও জিনিস না-পেয়ে ঘুমন্ত অবস্থায় মহিলার ওপর ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ ।

মহিলার চিৎকারে ঘুম ভেঙে যায় শাশুড়ির । তিনিই চিৎকার করে ডেকে আনেন পাড়ার লোকেদের । অভিযুক্ত দুই যুবককে হাতেনাতে পাকড়াও করা হয় । দেওয়া হয় গনপিটুনি । খবর পেয়ে এদিন ভোরে ঘটনাস্থলে পৌঁছে দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ ।পরে, নির্যাতিতা মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় ওই দুই যুবককে । প্রাথমিকভাবে পুলিশের অনুমান, দুই যুবক ওই পরিবারের পূর্ব পরিচিত । ফলে ঘটনার পিছনে অন্য কোনও কারণ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে ।

আরও পড়ুন: ধর্ষণের অভিযোগ নিতে অস্বীকার করে কাঠগড়ায় বারাসত মহিলা থানা, পুলিশ সুপারের হস্তক্ষেপে ধৃত অভিযুক্ত

ধৃত দুই যুবককে শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ।

বসিরহাট, 16 সেপ্টেম্বর: চুরি করতে ঢুকে কিছু না-পেয়ে বছর একুশের এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে (Hasnabad Gangrape) । ওই মহিলার চিৎকারে নির্যাতিতার পড়শিরা ছুটে আসেন । তাঁরা ধরে ফেলেন দুই দুষ্কৃতীকে । তারপরেই দুই যুবককে হাতেনাতে ধরে গণধোলাই দিলেন তাঁরা । শুক্রবার ওই ঘটনার জেরে ব‍্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনার হাসনাবাদে (Thieves allegedly Gangraped Woman) ।

পুলিশ সূত্রে খবর, অভিযোগ পেয়ে আমজাদ মোল্লা ও সাজ্জাক মোল্লা নামে ওই দুই যুবককে গ্রেফতার করা হয়েছে । নির্যাতিতা মহিলার মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে । আদালতে তাঁর গোপন জবানবন্দিও নেওয়া হয়েছে ।

জানা গিয়েছে, ওই মহিলা হাসনাবাদের খরমপুর খাড়া পাড়ার বাসিন্দা । স্বামী কর্মসূত্রে কলকাতায় থাকেন । ঘটনার সময় বাড়িতে মহিলা তাঁর শাশুড়িকে নিয়ে শুয়ে ছিলেন । সেই সময় ওই দুই যুবক কোনওভাবে মহিলার বাড়িতে ঢুকেছিলেন চুরি করতে । কিন্তু, ঘরের ভিতর মূল্যবান কোনও জিনিস না-পেয়ে ঘুমন্ত অবস্থায় মহিলার ওপর ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ ।

মহিলার চিৎকারে ঘুম ভেঙে যায় শাশুড়ির । তিনিই চিৎকার করে ডেকে আনেন পাড়ার লোকেদের । অভিযুক্ত দুই যুবককে হাতেনাতে পাকড়াও করা হয় । দেওয়া হয় গনপিটুনি । খবর পেয়ে এদিন ভোরে ঘটনাস্থলে পৌঁছে দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ ।পরে, নির্যাতিতা মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় ওই দুই যুবককে । প্রাথমিকভাবে পুলিশের অনুমান, দুই যুবক ওই পরিবারের পূর্ব পরিচিত । ফলে ঘটনার পিছনে অন্য কোনও কারণ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে ।

আরও পড়ুন: ধর্ষণের অভিযোগ নিতে অস্বীকার করে কাঠগড়ায় বারাসত মহিলা থানা, পুলিশ সুপারের হস্তক্ষেপে ধৃত অভিযুক্ত

ধৃত দুই যুবককে শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.