ETV Bharat / state

দেখলাম স্বামীর বাঁ চোখে গুলি করল, বললেন মৃত BJP কর্মীর স্ত্রী

আমি দেখেছি ওরা আমার স্বামীর বাঁ চোখে গুলি করেছে । বললেন মৃত BJP কর্মী প্রদীপ মণ্ডলের স্ত্রী পদ্মা মণ্ডল ।

মৃত BJP কর্মী প্রদীপ মণ্ডল
author img

By

Published : Jun 10, 2019, 4:13 AM IST

Updated : Jun 10, 2019, 7:22 AM IST

সন্দেশখালি, 10 জুন : এখনও সবকিছু চোখের সামনে ভাসছে তাঁর । স্বামীকে খুনের দৃশ্য নিজের চোখে দেখেছেন । তা নিয়ে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ছেন । মাঝে মাঝেই জল খাওয়াচ্ছেন আত্মীয়রা । দেওয়া হচ্ছে চোখে মুখে জলও । তারই মাঝে সন্দেশখালির মৃত BJP কর্মী প্রদীপ মণ্ডলের স্ত্রী পদ্মা মণ্ডল কেঁদে কেঁদে বলছেন, " আমি যে দেখেছি ওরা আমার স্বামীর বাঁ চোখে গুলি করেছে ।"

পদ্মা পুরো ঘটনার প্রতক্ষ্যদর্শী । তিনি ঘটনার বর্ণনা দিয়ে বললেন, "তৃণমূলের 400-500 জন লোক আমাদের বাড়ির দিকে ছুটে আসছিল । আমার স্বামী তখন বাইরে থেকে বাড়ি ফিরে বাইক রাখছিল । এতজন লোককে একসাথে বাড়ির দিকে আসতে দেখে আমি আতঙ্কিত হয়ে পড়ি । হঠাৎ গুলির আওয়াজ শুনতে পেয়ে আমি একদিকে ও আমার স্বামী অন্যদিকে ছুটতে শুরু করি । আমি এক প্রতিবেশীর বাড়িতে গিয়ে আশ্রয় নিই । সে বাড়ির ছাদ থেকে দেখলাম, তৃণমূলের দুষ্কৃতীরা ওকে তাড়া করে নিয়ে যাচ্ছিল ।"

কিছুতেই মেনে নিতে পারছেন না স্বামী আর নেই । কী ভাবে মারল ওরা প্রদীপকে ? তিনি বলেন, "90 মিনিট ধরে তাড়া করেছে ওরা । চারিদিক থেকে ওরা গুলি করছিল । বোমা ফেলছিল । তারপর জলে পড়ে গেলে আমার স্বামী আত্মসমর্পণের জন্য হাত তুলে দেয় । ও বলে ওকে যেন প্রাণে না মারা হয় । তখন ওরা সঙ্গে সঙ্গে আমার স্বামীর বাম চোখে গুলি করে ।"

লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে BJP পেয়েছে 42 টির মধ্যে 18 টি আসন । তৃণমূলের থেকে মাত্র চারটি আসন কম রয়েছে BJP-র ঝুলিতে । লোকসভার ফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন জায়গায় দফায় দফায় চলতে থাকে BJP-তৃণমূল সংঘর্ষ । দলীয় পতাকা লাগানো নিয়ে বর্তমানে উত্তপ্ত হয়ে উঠেছে উত্তর 24 পরগনার সন্দেশখালির হাটখালি এলাকা । মৃত্যু হয়েছে এক তৃণমূল কর্মী এবং দু'জন BJP কর্মীর । এখনও নিখোঁজ একজন ।

সন্দেশখালি, 10 জুন : এখনও সবকিছু চোখের সামনে ভাসছে তাঁর । স্বামীকে খুনের দৃশ্য নিজের চোখে দেখেছেন । তা নিয়ে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ছেন । মাঝে মাঝেই জল খাওয়াচ্ছেন আত্মীয়রা । দেওয়া হচ্ছে চোখে মুখে জলও । তারই মাঝে সন্দেশখালির মৃত BJP কর্মী প্রদীপ মণ্ডলের স্ত্রী পদ্মা মণ্ডল কেঁদে কেঁদে বলছেন, " আমি যে দেখেছি ওরা আমার স্বামীর বাঁ চোখে গুলি করেছে ।"

পদ্মা পুরো ঘটনার প্রতক্ষ্যদর্শী । তিনি ঘটনার বর্ণনা দিয়ে বললেন, "তৃণমূলের 400-500 জন লোক আমাদের বাড়ির দিকে ছুটে আসছিল । আমার স্বামী তখন বাইরে থেকে বাড়ি ফিরে বাইক রাখছিল । এতজন লোককে একসাথে বাড়ির দিকে আসতে দেখে আমি আতঙ্কিত হয়ে পড়ি । হঠাৎ গুলির আওয়াজ শুনতে পেয়ে আমি একদিকে ও আমার স্বামী অন্যদিকে ছুটতে শুরু করি । আমি এক প্রতিবেশীর বাড়িতে গিয়ে আশ্রয় নিই । সে বাড়ির ছাদ থেকে দেখলাম, তৃণমূলের দুষ্কৃতীরা ওকে তাড়া করে নিয়ে যাচ্ছিল ।"

কিছুতেই মেনে নিতে পারছেন না স্বামী আর নেই । কী ভাবে মারল ওরা প্রদীপকে ? তিনি বলেন, "90 মিনিট ধরে তাড়া করেছে ওরা । চারিদিক থেকে ওরা গুলি করছিল । বোমা ফেলছিল । তারপর জলে পড়ে গেলে আমার স্বামী আত্মসমর্পণের জন্য হাত তুলে দেয় । ও বলে ওকে যেন প্রাণে না মারা হয় । তখন ওরা সঙ্গে সঙ্গে আমার স্বামীর বাম চোখে গুলি করে ।"

লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে BJP পেয়েছে 42 টির মধ্যে 18 টি আসন । তৃণমূলের থেকে মাত্র চারটি আসন কম রয়েছে BJP-র ঝুলিতে । লোকসভার ফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন জায়গায় দফায় দফায় চলতে থাকে BJP-তৃণমূল সংঘর্ষ । দলীয় পতাকা লাগানো নিয়ে বর্তমানে উত্তপ্ত হয়ে উঠেছে উত্তর 24 পরগনার সন্দেশখালির হাটখালি এলাকা । মৃত্যু হয়েছে এক তৃণমূল কর্মী এবং দু'জন BJP কর্মীর । এখনও নিখোঁজ একজন ।

sample description
Last Updated : Jun 10, 2019, 7:22 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.