বাগদা, 6 জুন : পঞ্চায়েতের একাধিক তালা ভেঙে চুরির চেষ্টা চালাল দুষ্কৃতীরা । লন্ডভন্ড অফিস ঘর । তবে ঠিক কী কী চুরি হয়েছে, তা এখনই ঠিক করে বলতে পারছেন না পঞ্চায়েত প্রধান । রবিবার সকালে বিষয়টি এক পঞ্চায়ের কর্মীর বিষয়টি নজরে আসে । ঘটনাটি উত্তর 24 পরগনার বাগদা কানিয়ারার দু-নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা । তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ ।
পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, আজ সকালে বাগদা কনিয়ারায় ২ নম্বর গ্রাম পঞ্চায়েত কর্মী রঞ্জিত ঘোষ পঞ্চায়েত অফিসে এসে দেখেন প্রধানের ঘর-সহ একাধিক ঘরের তালা ভাঙা । ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জরুরি সরকারি কাগজপত্র । তখনই তিনি খবর দেন প্রধান অনামিকা বিশ্বাসকে । খবর পেয়ে পঞ্চায়েত অফিসে আসেন প্রধান । বাগদা থানায় খবর পাঠালে ঘটনাস্থলে এসে পৌঁছায় বাগদা থানার পুলিশ । পঞ্চায়েতের পক্ষ থেকে বাগদা থানায় চুরির ঘটনায় লিখিত অভিযোগ জানানো হয়েছে।
আরও পড়ুন : বাঁধ তৈরির দাবিতে বিক্ষোভ সুন্দরবনে, ম্যানগ্রোভ বাঁচাতে ভাঙা বাঁধের উপর মানববন্ধন
এ বিষয়ে বিজেপি প্রধান অনামিকা বিশ্বাস বলেন, "পঞ্চায়েতের বিভিন্ন ঘরের মোট সাতটি তালা ভাঙা হয়েছে । প্রধান, এনএস, এমজিএন আর ইজিএ আধিকারিকের ঘরের আলমারি ভেঙেছে । সারা ঘরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাগজপত্র । তবে ঠিক কী কী চুরি গিয়েছে তা এখনই সঠিকভাবে বলা সম্ভব হচ্ছে না । আগামিকাল সরকারি আধিকারিকরা এলে বোঝা যাবে ৷"
বাগদা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তরুণ ঘোষ বলেন, "লকডাউনের ফলে রাতে রাস্তাঘাটে তেমন কেউ থাকে না । সেই সুযোগে কিছু দুষ্কৃতী এই ঘটনা ঘটিয়েছে । আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছে এবং দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তারের আর্জি জানিয়েছি । রাতে পাহারা আরও জোরদার করার জন্য বলেছি।"