কলকাতা 11 জুলাই : 72 ঘণ্টার মধ্যে বনগাঁ পৌরসভায় অনাস্থা আনার প্রক্রিয়া শুরুর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । এক সপ্তাহের মধ্যে প্রক্রিয়া শেষ করতে হবে । এই প্রক্রিয়ায় প্রশাসনকে সহায়তা করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় ।
বনগাঁ পৌরসভায় কাউন্সিলরের সংখ্যা 22 । এর মধ্যে 12 জন সম্প্রতি BJP-তে যোগ দেন । বাকি 10 জনের মধ্যে 1 জন কংগ্রেস সমর্থিত নির্দল কাউন্সিলর ও 1 জন CPI(M) কাউন্সিলর । তবে নির্দল কাউন্সিলর তৃণমূলে যোগ দেওয়ায় বর্তমানে তাদের কাউন্সিলর সংখ্যা দাঁড়িয়েছে 9 ।
7 জুন দলেরই পৌরপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব আনে তৃণমূলের 11 জন কাউন্সিলর । বনগাঁ পৌরসভায় মোট ওয়ার্ডের সংখ্যা 22 । বনগাঁ পৌরসভার চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বিরুদ্ধে মহকুমাশাসকের দপ্তরে গিয়ে অনাস্থাপত্র জমা দেন কাউন্সিলররা । তাঁদের বক্তব্য, পৌরপ্রধান দুর্নীতি ও নানা অনৈতিক কাজের সঙ্গে জড়িত। এরপরই 12 কাউন্সিলর BJP-তে যোগ দেন।
এরপর রাজ্য সরকার বনগাঁ পৌরসভায় প্রশাসক বসানোর সিদ্ধান্ত নেয় । এই সিদ্ধান্তর বিরুদ্ধেই 4 জুলাই কলকাতা হাইকোর্টে যান BJP-তে যোগদানকারী কাউন্সিলররা । 8 তারিখ হাইকোর্ট কোনওরকম প্রশাসক বসানোর সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ দেয় । এরপর আজ আবার মামলাটির শুনানি হয় । শুনানি শেষে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় নির্দেশ দেন, এক সপ্তাহের মধ্যে অনাস্থা আনার প্রক্রিয়া শেষ করতে হবে ।
বনগাঁ পৌরসভার চেয়ারম্যান শঙ্কর আঢ্য বলেন, "আমাদের কাছে এমন কোনও খবর নেই । তবে মহামান্য হাইকোর্ট যা নির্দেশ দেবে তাই পালন করতে হবে । আইন আইনের পথে চলবে ।"