ETV Bharat / state

মাকে সুস্থ করে বাড়ি ফেরানোটাই এখন লক্ষ্য : শুভ্রাংশু

মুকুল পুত্র বলেন, স্থানীয় সাংসদও মায়ের খোঁজ নেননি ৷ অর্জুন সিং এর মুকুল রায়ের প্রতি তথ্য পাচারের অভিযোগ নিয়ে মুখ খুলতে চাননি শুভ্রাংশু ।

মাকে সুস্থ করে বাড়ি ফেরানোটাই এখন লক্ষ: শুভ্রাংশু
মাকে সুস্থ করে বাড়ি ফেরানোটাই এখন লক্ষ: শুভ্রাংশু
author img

By

Published : Jun 12, 2021, 1:57 PM IST

বীজপুর, 12 জুন : দীর্ঘ দিন ধরেই অসুস্থ মুকুল রায়ের স্ত্রী ৷ আজ মাকে চেন্নাইতে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর কথা জানালেন মুকুল পুত্র শুভ্রাংশু রায় ৷ তিনি আরও বললেন, এই মুহূর্তে মাকে সুস্থ ভাবে বাড়ি ফিরিয়ে আনাই তাঁর মূল লক্ষ্য ৷

শুক্রবারই বাবার সঙ্গে তৃণমূলে যোগ দিয়েছেন শুভ্রাংশু ৷ আজ তিনি জানিয়েছেন, তাঁর মায়ের অবস্থা আশঙ্কাজনক ৷ চিকিৎসার জন্য মাকে চেন্নাইয়ে নিয়ে যাওয়া পরিকল্পনা আছে ৷ দল বদল প্রসঙ্গে তিনি বলেন, "আমি এই বিষয়ে বেশি কিছু বলতে চাই না ৷ আমার মা যেদিন থেকে অসুস্থ সেদিন থেকে অভিষেক (বন্দ্যোপাধ্যায়) বার বার খোঁজ নিয়েছেন, মাকে দেখে গিয়েছেন ৷ দলের (তৃণমূল) সবাই খোঁজ নিয়েছেন ৷ শুরু এবার নয়, আমার বাবা-মা যখনই অসুস্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় খোঁজ নিয়েছেন ৷"

অর্জুন সিং-এর নাম না করে তিনি বলেন, স্থানীয় সাংসদও মায়ের খোঁজ নেননি ৷ পাশাপাশি, অর্জুন সিং মুকুল রায়ের প্রতি তথ্য পাচারের যে অভিযোগ করেছেন, তা নিয়েও মুখ খুলতে চাননি শুভ্রাংশু ।

সাংবাদিকদের মুখোমুখি শুভ্রাংশু


তবে, রাজনীতি নয়, এখন মাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়াই যে তাঁর একমাত্র কাজ, সে কথা স্পষ্ট করে দেন মুকুল পুত্র ৷

আরও পড়ুন : মুকুলকে ঘরে ফিরিয়ে তৃণমূলের নতুন চাণক্য কি অভিষেক ?

বীজপুর, 12 জুন : দীর্ঘ দিন ধরেই অসুস্থ মুকুল রায়ের স্ত্রী ৷ আজ মাকে চেন্নাইতে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর কথা জানালেন মুকুল পুত্র শুভ্রাংশু রায় ৷ তিনি আরও বললেন, এই মুহূর্তে মাকে সুস্থ ভাবে বাড়ি ফিরিয়ে আনাই তাঁর মূল লক্ষ্য ৷

শুক্রবারই বাবার সঙ্গে তৃণমূলে যোগ দিয়েছেন শুভ্রাংশু ৷ আজ তিনি জানিয়েছেন, তাঁর মায়ের অবস্থা আশঙ্কাজনক ৷ চিকিৎসার জন্য মাকে চেন্নাইয়ে নিয়ে যাওয়া পরিকল্পনা আছে ৷ দল বদল প্রসঙ্গে তিনি বলেন, "আমি এই বিষয়ে বেশি কিছু বলতে চাই না ৷ আমার মা যেদিন থেকে অসুস্থ সেদিন থেকে অভিষেক (বন্দ্যোপাধ্যায়) বার বার খোঁজ নিয়েছেন, মাকে দেখে গিয়েছেন ৷ দলের (তৃণমূল) সবাই খোঁজ নিয়েছেন ৷ শুরু এবার নয়, আমার বাবা-মা যখনই অসুস্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় খোঁজ নিয়েছেন ৷"

অর্জুন সিং-এর নাম না করে তিনি বলেন, স্থানীয় সাংসদও মায়ের খোঁজ নেননি ৷ পাশাপাশি, অর্জুন সিং মুকুল রায়ের প্রতি তথ্য পাচারের যে অভিযোগ করেছেন, তা নিয়েও মুখ খুলতে চাননি শুভ্রাংশু ।

সাংবাদিকদের মুখোমুখি শুভ্রাংশু


তবে, রাজনীতি নয়, এখন মাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়াই যে তাঁর একমাত্র কাজ, সে কথা স্পষ্ট করে দেন মুকুল পুত্র ৷

আরও পড়ুন : মুকুলকে ঘরে ফিরিয়ে তৃণমূলের নতুন চাণক্য কি অভিষেক ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.