ETV Bharat / state

মাথায় হাত BJP-র, গারুলিয়ার উপ পৌরপ্রধান ফিরলেন তৃণমূলে - গারুলিয়ার উপ পৌরপ্রধান BJP ছেড়ে ফিরলেন তৃণমূলে

গারুলিয়ার উপ পৌরপ্রধান BJP ছেড়ে ফিরলেন তৃণমূলে ৷ ফলে 21 ওয়ার্ডের এই পৌরসভায় তৃণমূল কাউন্সিলরের সংখ্যা বেড়ে হল 13 জন ৷ BJP-র রইল 7 জন ও ফরওয়ার্ড ব্লকের 1 জন ৷

গারুলিয়ার উপ পৌরপ্রধান
author img

By

Published : Sep 21, 2019, 7:38 PM IST

Updated : Sep 21, 2019, 7:43 PM IST

ব্যারাকপুর, 21 সেপ্টেম্বর : গারুলিয়া পৌরসভার উপ পৌরপ্রধান সুব্রত মুখার্জি BJP ছেড়ে ফিরলেন তৃণমূলে ৷ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল পর্যবেক্ষক সুবোধ অধিকারী ও নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিকের উপস্থিতিতে আজ আনুষ্ঠানিকভাবে তিনি ফের তৃণমূলে যোগ দেন ৷ সেইসঙ্গে BJP ছেড়ে তৃণমূলে ফিরলেন বেশ কয়েকজন নেতা কর্মী ৷

লোকসভা ভোটে ব্যারাকপুর কেন্দ্রে অর্জুন সিং জয়ী হওয়ার পর থেকেই কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটি, ভাটপাড়া, পৌরসভার মত গারুলিয়া পৌরসভা থেকেও 19 জন তৃণমূল কাউন্সিলরের মধ্যে 12 জন BJP-তে যোগ দেন ৷ ফলে সংখ্যাগরিষ্ঠতার নিরিখে BJP-র দখলে চলে যায় গারুলিয়া পৌরসভা ৷ তবে কিছুদিন আগে 4 জন কাউন্সিলর BJP ছেড়ে তৃণমূলে ফিরে আসেন ৷ সেইসঙ্গে এক নির্দল প্রার্থী ছিলেন তিনিও তৃণমূলে যোগ দেন ৷ ফলে তৃণমূল কাউন্সিলর সংখ্যা দাঁড়ায় 12 জন ৷ অন্যদিকে BJP কাউন্সিলরের সংখ্যা দাঁড়ায় 8 জন ৷ এবার উপ পৌরপ্রধান সুব্রতবাবু দলে ফেরায় তৃণমূলের হাত অনেকটাই শক্ত হল ৷ ফলে 21 ওয়ার্ড বিশিষ্ট এই পৌরসভায় তৃণমূল কাউন্সিলরের সংখ্যা বেড়ে হল 13 জন ৷ BJP-র হাতে থাকল 7 জন ও ফরওয়ার্ড ব্লকের 1 জন ৷ উল্লেখ্য, চলতি মাসের 16 তারিখ পৌরসভার এগজ়িকিউটিভ অফিসারের কাছে পৌরপ্রধান সুনীল সিং-এর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন পৌরসভার মোট 12 জন কাউন্সিলর ৷

দেখুন ভিডিয়ো...

নিজের প্রত্যাবর্তন প্রসঙ্গে সুব্রতবাবু জানান, BJP-র সন্ত্রাসের কাছে মাথা নত করে আতঙ্কে সেই দলে যোগদান করেছিলেন । কিন্তু মনোবল আরও দৃঢ় করে তৃণমূলে প্রত্যাবর্তন করলেন ।

ব্যারাকপুর, 21 সেপ্টেম্বর : গারুলিয়া পৌরসভার উপ পৌরপ্রধান সুব্রত মুখার্জি BJP ছেড়ে ফিরলেন তৃণমূলে ৷ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল পর্যবেক্ষক সুবোধ অধিকারী ও নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিকের উপস্থিতিতে আজ আনুষ্ঠানিকভাবে তিনি ফের তৃণমূলে যোগ দেন ৷ সেইসঙ্গে BJP ছেড়ে তৃণমূলে ফিরলেন বেশ কয়েকজন নেতা কর্মী ৷

লোকসভা ভোটে ব্যারাকপুর কেন্দ্রে অর্জুন সিং জয়ী হওয়ার পর থেকেই কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটি, ভাটপাড়া, পৌরসভার মত গারুলিয়া পৌরসভা থেকেও 19 জন তৃণমূল কাউন্সিলরের মধ্যে 12 জন BJP-তে যোগ দেন ৷ ফলে সংখ্যাগরিষ্ঠতার নিরিখে BJP-র দখলে চলে যায় গারুলিয়া পৌরসভা ৷ তবে কিছুদিন আগে 4 জন কাউন্সিলর BJP ছেড়ে তৃণমূলে ফিরে আসেন ৷ সেইসঙ্গে এক নির্দল প্রার্থী ছিলেন তিনিও তৃণমূলে যোগ দেন ৷ ফলে তৃণমূল কাউন্সিলর সংখ্যা দাঁড়ায় 12 জন ৷ অন্যদিকে BJP কাউন্সিলরের সংখ্যা দাঁড়ায় 8 জন ৷ এবার উপ পৌরপ্রধান সুব্রতবাবু দলে ফেরায় তৃণমূলের হাত অনেকটাই শক্ত হল ৷ ফলে 21 ওয়ার্ড বিশিষ্ট এই পৌরসভায় তৃণমূল কাউন্সিলরের সংখ্যা বেড়ে হল 13 জন ৷ BJP-র হাতে থাকল 7 জন ও ফরওয়ার্ড ব্লকের 1 জন ৷ উল্লেখ্য, চলতি মাসের 16 তারিখ পৌরসভার এগজ়িকিউটিভ অফিসারের কাছে পৌরপ্রধান সুনীল সিং-এর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন পৌরসভার মোট 12 জন কাউন্সিলর ৷

দেখুন ভিডিয়ো...

নিজের প্রত্যাবর্তন প্রসঙ্গে সুব্রতবাবু জানান, BJP-র সন্ত্রাসের কাছে মাথা নত করে আতঙ্কে সেই দলে যোগদান করেছিলেন । কিন্তু মনোবল আরও দৃঢ় করে তৃণমূলে প্রত্যাবর্তন করলেন ।

Intro:Body:ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত গারুলিয়ায় বিজেপিতে ফের বড়োসড়ো ধস বিজেপির। বিজেপি ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তন করলেন গারুলিয়া পৌরসভার উপ পৌরপ্রধান সুব্রত মুখার্জি। আজ হালিশহরের একটি অনুষ্ঠান বাড়িতে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের পর্যবেক্ষক সুবোধ অধিকারী অধিকারী, নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক এর উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে ফিরলেন তিনি। তার সঙ্গে বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন বেশ কয়েকজন বিজেপি নেতা কর্মী।
প্রায় জন্মলগ্ন থেকেই তৃণমূলের সাথে ছিলেন সুব্রতবাবু। এরপর ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপির হয়ে সাংসদ হিসেবে জয়লাভ করেন অর্জুন সিং। তারপর থেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে ঢোকার একটি প্লাবন সৃষ্টি হয় এই লোকসভা কেন্দ্রে।ওই সময় বহু নেতাকর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয়। এরমধ্যে কাঁচরাপাড়া পৌরসভা, হালিশহর পৌরসভা, নৈহাটি পৌরসভা, ভাটপাড়া পৌরসভা, গারুলিয়া পৌরসভা, এই সমস্ত পৌরসভা থেকে কাউন্সিলর থেকে শুরু করে নেতাকর্মীরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয়। সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করার পর সমস্ত পৌরসভা গুলি বিজেপির দখলে চলে যায়। কিন্তু বিজেপির স্থায়িত্ব খুব বেশি দিন টেকেনি। বিজেপিতে মোহভঙ্গ হয়ে প্রায় সকলেই বিজেপি ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তন করেছে। ফলে এই পৌরসভার ফের দখল নেয় তৃণমূল। বর্তমানে ভাটপাড়া পৌরসভা ছাড়া সবকটি পৌরসভাই বিজেপির থেকে ছিনিয়ে নিয়ে ছিনিয়ে তৃণমূলের বোর্ড তৈরি হয়েছে। শুধুমাত্র নৈহাটি পৌরসভায় তৃণমূলের সংখ্যাগরিষ্ঠতা হলেও সেখানে প্রশাসক বসানো রয়েছে। অন্যদিকে গারুলিয়া পৌরসভাতেও বহু কাউন্সিলর বিজেপি ছেড়ে তৃনমূলে প্রত্যাবর্তন করে তৃণমূলের সংখ্যাগরিষ্ঠতা ইতিমধ্যে হয়ে গিয়েছে। এই পৌরসভার পৌরপ্রধানের বিরুদ্ধে সংখ্যাগরিষ্ঠ তৃণমূল কাউন্সিলররা অনাস্থা প্রস্তাব এনেছে। ফলে আগামী দিনে এই গারুলিয়া পৌরসভাও তৃণমূল দখল নিতে চলেছে বলাই যায়। এবার গারুলিয়া পৌরসভার উপপৌরপ্রধান সুব্রত মুখার্জী বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে আসায় তৃণমূলের হাত অনেকটাই শক্ত হলো।

21 ওয়ার্ড বিশিষ্ট গারুলিয়া পৌরসভার একটি ফরওয়ার্ড ব্লক, একটি নির্দল, 19 জন তৃণমূল কাউন্সিলর ছিল। এরপর সেখান থেকে 12 জন তৃণমূল কাউন্সিলর বিজেপিতে যোগদান করেন।পরবর্তীকালে তিনজন বিজেপি কাউন্সিলর তৃনমূলে প্রত্যাবর্তন করে ও এক জন নির্দল কাউন্সিলর তৃণমূলে যোগদান করেন। সেই ধারা অব্যাহত রেখে আজ এই পৌরসভার উপ পৌরপ্রধান সুব্রত মুখার্জি বিজেপি ছেড়ে তৃনমূলে যোগদান করায় বর্তমানে তৃণমূলের কাউন্সিলর সংখ্যা 13 জন। বিজেপি 7,ফরওয়ার্ড ব্লক 1।

বিজেপিতে যাওয়ার পর কি অনুভূতি হয়েছিল তার এবং কেনইবা বিজেপি ছাড়লেন? শুধুই কি মমতা ব্যানার্জির আদর্শ, নাকি অন্যকিছু? সুব্রত বাবু বলেন বিজেপি সন্ত্রাসের কাছে মাথা নত করে আতঙ্কে তারা বিজেপিতে যোগদান করেছিলেন কিন্তু মনোবল আরো দৃঢ় করে তৃণমূলে প্রত্যাবর্তন করলেন।Conclusion:
Last Updated : Sep 21, 2019, 7:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.