ব্যারাকপুর, 21 সেপ্টেম্বর : গারুলিয়া পৌরসভার উপ পৌরপ্রধান সুব্রত মুখার্জি BJP ছেড়ে ফিরলেন তৃণমূলে ৷ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল পর্যবেক্ষক সুবোধ অধিকারী ও নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিকের উপস্থিতিতে আজ আনুষ্ঠানিকভাবে তিনি ফের তৃণমূলে যোগ দেন ৷ সেইসঙ্গে BJP ছেড়ে তৃণমূলে ফিরলেন বেশ কয়েকজন নেতা কর্মী ৷
লোকসভা ভোটে ব্যারাকপুর কেন্দ্রে অর্জুন সিং জয়ী হওয়ার পর থেকেই কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটি, ভাটপাড়া, পৌরসভার মত গারুলিয়া পৌরসভা থেকেও 19 জন তৃণমূল কাউন্সিলরের মধ্যে 12 জন BJP-তে যোগ দেন ৷ ফলে সংখ্যাগরিষ্ঠতার নিরিখে BJP-র দখলে চলে যায় গারুলিয়া পৌরসভা ৷ তবে কিছুদিন আগে 4 জন কাউন্সিলর BJP ছেড়ে তৃণমূলে ফিরে আসেন ৷ সেইসঙ্গে এক নির্দল প্রার্থী ছিলেন তিনিও তৃণমূলে যোগ দেন ৷ ফলে তৃণমূল কাউন্সিলর সংখ্যা দাঁড়ায় 12 জন ৷ অন্যদিকে BJP কাউন্সিলরের সংখ্যা দাঁড়ায় 8 জন ৷ এবার উপ পৌরপ্রধান সুব্রতবাবু দলে ফেরায় তৃণমূলের হাত অনেকটাই শক্ত হল ৷ ফলে 21 ওয়ার্ড বিশিষ্ট এই পৌরসভায় তৃণমূল কাউন্সিলরের সংখ্যা বেড়ে হল 13 জন ৷ BJP-র হাতে থাকল 7 জন ও ফরওয়ার্ড ব্লকের 1 জন ৷ উল্লেখ্য, চলতি মাসের 16 তারিখ পৌরসভার এগজ়িকিউটিভ অফিসারের কাছে পৌরপ্রধান সুনীল সিং-এর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন পৌরসভার মোট 12 জন কাউন্সিলর ৷
নিজের প্রত্যাবর্তন প্রসঙ্গে সুব্রতবাবু জানান, BJP-র সন্ত্রাসের কাছে মাথা নত করে আতঙ্কে সেই দলে যোগদান করেছিলেন । কিন্তু মনোবল আরও দৃঢ় করে তৃণমূলে প্রত্যাবর্তন করলেন ।