ডায়মন্ড হারবার, 5 ফেব্রুয়ারি : বেনিয়ম এবং দুর্নীতির অভিযোগ পেয়ে বনগাঁ দমকল আধিকারিক দেবাশিস হালদারের কোয়ার্টারে তল্লাশি অভিযানে এল রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার তদন্তকারী অফিসাররা ।
দেবাশিস হালদার বর্তমানে উত্তর 24 পরগনার বনগাঁ দমকল স্টেশনের ইনচার্জ । 2006 থেকে টানা প্রায় 14 বছরের বেশি সময় ডায়মন্ড হারবার দমকল স্টেশনের ইনচার্জ ছিলেন তিনি । মাঝে আড়াই বছর দমকলের ব্রিগেডের এফপিও দপ্তরে ছিলেন । গত অগাস্ট মাসে বদলি হয়ে বনগাঁতে যান তিনি । কিন্তু স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে ডায়মন্ড হারবার দমকল স্টেশনের দোতালার কোয়ার্টারে থাকেন । বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ সেখানেই হানা দেয় দুর্নীতি দমন শাখার 6 জনের একটি দল । এই দলের নেতৃত্বে ছিলেন ডিএসপি পার্থ সান্যাল ও ইন্সপেক্টর অতনু মুখার্জি । ঘটনার জেরে উদ্বিগ্ন ডায়মন্ড হারবার দমকল স্টেশনের অফিসার ইনচার্জ মিন্টু ঘোষ সহ অন্যান্য দমকলকর্মীরা ।
আরও পডু়ন : করোনা আবহের মধ্যে সাগরদ্বীপে শুরু হল সবলা মেলা
কোয়ার্টারের ভেতরে স্ত্রী ও দুই সন্তানকে জেরা করছেন পুলিশ । তদন্তকারী অফিসার সূত্রে জানা গেছে, 2006 থেকে দেবাশিস হালদার ডায়মন্ড হারবার দমকল স্টেশনে আধিকারিক ছিলেন । দমকলের অনুমতি দেওয়ার জন্য কয়েক লাখ টাকা দুর্নীতি হয়েছে বলে অভিযোগ । এই অভিযোগের ভিত্তিতেই তল্লাশি অভিযান । অভিযানে বেশ কিছু জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে ।