বসিরহাট, 21 অগাস্ট : গুজরাতের আহমেদাবাদ বিস্ফোরণকাণ্ডে জড়িত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ । ধৃতের নাম আবদুর রাজ্জাক গাজি । ধৃত ওই ব্যক্তি বসিরহাট থানার শাঁকচুড়া বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বাগুন্ডিপাড়ার বাসিন্দা ।
বুধবার গুজরাত পুলিশের পাঁচ জনের এক তদন্তকারী দল বসিরহাটে আসে । বসিরহাট জেলা পুলিশের সাহায্য নিয়ে ওইদিন দুপুর 12 টা নাগাদ রাজ্জাককে দণ্ডিরহাট বাজার থেকে গ্রেপ্তার করে গুজরাত পুলিশ । গতকাল তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় । সেখান থেকে তাকে ট্রানজ়িট রিমান্ডে নিয়ে রাতেই গুজরাতের উদ্দেশে রওনা দেয় পুলিশের দলটি ।
2006 সালে গুজরাতের আহমেদাবাদ স্টেশনে একটি বিস্ফোরণ হয় । পুলিশ সূত্রে খবর, আহমেদাবাদ বিস্ফোরণ-কাণ্ডে মূল অভিযুক্তকে বাংলাদেশ পালিয়ে যেতে লিঙ্কম্যান হিসাবে কাজ করেছিল রাজ্জাক । বিস্ফোরণের তদন্তে নেমে রাজ্জাক গাজির নাম জানতে পারেন গুজরাত পুলিশের আধিকারিকরা । পুলিশ সূত্রে খবর, ফোনের সূত্র ধরে রাজ্জাকের নাম উঠে আসে ৷ তারপর থেকেই রাজ্জাকের খোঁজ চলছিল ৷
আরও পড়ুন : ডানকুনি থেকে গ্রেপ্তার জামাত-উল-মুজাহিদিনের শীর্ষ জঙ্গি
সম্প্রতি গুজরাত পুলিশের বিশেষ তদন্তকারী দল জানতে পারে রাজ্জাকের বাড়ি বসিরহাটে । তারপরই তাকে ধরতে জাল বিছায় গুজরাত পুলিশ । সেই মতো বুধবার তাঁরা রাজ্জাককে গ্রেপ্তার করে ।
আরও পড়ুন : মুর্শিদাবাদে গ্রেপ্তার জামাত-উল মুজা়হিদিন ইন্ডিয়ার জঙ্গি নেতা
আগেও বসিরহাট থেকে জঙ্গি কাজকর্মের সঙ্গে যুক্তদের হদিস মিলেছিল। তারপর এই ঘটনা নতুন করে বসিরহাটকে আবার তদন্তকারীদের নজরে নিয়ে এল । তবে রাজ্জাকের পরিবারের দাবি, "ওকে ফাঁসানো হচ্ছে । রাজ্জাক বাড়িতেই থাকে । বাইরে বিশেষ কোথাও যায় না।" প্রতিবেশীরাও তাকে ভালো ছেলে হিসেবেই জানেন । ধান, পাট ও বালির ব্যবসা করে । মাঝেমধ্যে মাঠে মজুরের কাজও করে ।