ETV Bharat / state

Teenager Died By Suicide : চোর সন্দেহে মাথার চুল কেটে মারধর, অপমানে আত্মঘাতী কিশোর - অপমানে আত্মঘাতী কিশোর

দত্তপুকুরে সাইকেল চোর সন্দেহে কিশোরের চুল কেটে নেওয়ার অভিযোগ ৷ অপমানে আত্মঘাতী কিশোর ৷ ঘটনা প্রকাশ্যে আসতেই পলাতক অভিযুক্তরা ৷ ঘটনার তদন্ত শুরু পুলিশের (Teenager Died By Suicide)৷

Teenagers Died By Suicide
চোর সন্দেহে মাথার চুল কেটে নেওয়ার অভিযোগ, আত্মঘাতী কিশোর
author img

By

Published : May 23, 2022, 7:59 AM IST

Updated : May 23, 2022, 9:50 AM IST

দত্তপুকুর, 23 মে: সাইকেল চোর অপবাদে কিশোরকে হেনস্থার অভিযোগ আজিজউদ্দিন ও তার সঙ্গীদের বিরুদ্ধে ৷ সেই দৃশ্য পাশে দাঁড়িয়ে মোবাইলে ক্যামেরাবন্দি করলেন স্থানীয় বাসিন্দারা ৷ সাইকেল চোর সন্দেহে রাকিব আলি নামে এক যুবকের মাথার চুল এবড়ো-খেবডো় ভাবে কেটে নেওয়ার অভিযোগ আফিজউদ্দিন ও তার সঙ্গীদের বিরুদ্ধে ৷ এরপরেই অপমানে আত্মঘাতী হন ওই কিশোর ৷ মৃতের নাম রাকিব আলি (19)৷ উত্তর 24 পরগনার বামনগাছির মণ্ডল পাড়ার ঘটনা (Teenager Died By Suicide)৷

সূত্রের খবর, শনিবার সকালে ওই কিশোর একটি সাইকেল নিয়ে মণ্ডলগাঁথির বাড়ির দিক থেকে ফিরছিল যশোর রোড দিয়ে ৷ সেই সময়েই যশোর রোডের ধারে একটি হোটেলের সামনে কয়েকজন যুবক তাঁর পথ আটকায় ৷ এরপরে কিশোরের সঙ্গে থাকা সাইকেল দেখে চোর অপবাদ দেওয়া হয় ৷ তাঁকে মারধর করে আফিজউদ্দিন ও তার পরিচিতরা ৷ জোর করে অবিন্যস্তভাবে মাথা কামিয়ে দেওয়া হয় কিশোরের ৷ ওই কিশোরের উপর মানসিক ও শারিরীক নির্যাতনও চালানোর অভিযোগও ওঠে ৷ সমস্ত ঘটনা স্থানীয় বাসিন্দারা ক্যামেরাবন্দি করলেও কেউ এগিয়ে আসেনি ওই কিশোরকে বাঁচাতে ৷ কোনওরকমে ওই কিশোর নিজেকে বাঁচিয়ে সেখান থেকে বাড়ি চলে আসে ৷ রাতের বেলায় নিজের বাড়িতে আত্মঘাতী হয় ৷ পরিবারের লোকজন ওই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

চোর সন্দেহে মাথার চুল কেটে নেওয়ার অভিযোগ

আরও পড়ুন : Student died by suicide after parents scolds: মোবাইলের গেমে আসক্তি, বকুনি খেয়ে অভিমানে আত্মঘাতী পড়ুয়া

এদিকে,কিশোরের মৃত্যুর খবর চাউর হতেই বিপদ বুঝে এলাকা ছেড়ে গা ঢাকা দেয় অভিযুক্তরা । পরিবারের পক্ষ থেকে দত্তপুকুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ওই কিশোরের বিরুদ্ধে ৷ অভিযোগ পেয়ে রাতেই মূল অভিযুক্ত আফিজউদ্দিন-সহ বাকিদের বাড়িতে অভিযান চালায় পুলিশ । কিন্তু,কাউকেই ধরা সম্ভব হয়নি। পুলিশ আসার আগেই গা ঢাকা দেয় তারা । এই প্রসঙ্গেই দত্তপুকুর থানার পুলিশ জানিয়েছে,"অভিযুক্তদের ধরতে সবরকমের চেষ্টা চলছে । আশা করা যায় শীঘ্রই তাদের গ্রেফতার করা সম্ভব হবে । কাউকেই রেয়াত করা হবে না"।

দত্তপুকুর, 23 মে: সাইকেল চোর অপবাদে কিশোরকে হেনস্থার অভিযোগ আজিজউদ্দিন ও তার সঙ্গীদের বিরুদ্ধে ৷ সেই দৃশ্য পাশে দাঁড়িয়ে মোবাইলে ক্যামেরাবন্দি করলেন স্থানীয় বাসিন্দারা ৷ সাইকেল চোর সন্দেহে রাকিব আলি নামে এক যুবকের মাথার চুল এবড়ো-খেবডো় ভাবে কেটে নেওয়ার অভিযোগ আফিজউদ্দিন ও তার সঙ্গীদের বিরুদ্ধে ৷ এরপরেই অপমানে আত্মঘাতী হন ওই কিশোর ৷ মৃতের নাম রাকিব আলি (19)৷ উত্তর 24 পরগনার বামনগাছির মণ্ডল পাড়ার ঘটনা (Teenager Died By Suicide)৷

সূত্রের খবর, শনিবার সকালে ওই কিশোর একটি সাইকেল নিয়ে মণ্ডলগাঁথির বাড়ির দিক থেকে ফিরছিল যশোর রোড দিয়ে ৷ সেই সময়েই যশোর রোডের ধারে একটি হোটেলের সামনে কয়েকজন যুবক তাঁর পথ আটকায় ৷ এরপরে কিশোরের সঙ্গে থাকা সাইকেল দেখে চোর অপবাদ দেওয়া হয় ৷ তাঁকে মারধর করে আফিজউদ্দিন ও তার পরিচিতরা ৷ জোর করে অবিন্যস্তভাবে মাথা কামিয়ে দেওয়া হয় কিশোরের ৷ ওই কিশোরের উপর মানসিক ও শারিরীক নির্যাতনও চালানোর অভিযোগও ওঠে ৷ সমস্ত ঘটনা স্থানীয় বাসিন্দারা ক্যামেরাবন্দি করলেও কেউ এগিয়ে আসেনি ওই কিশোরকে বাঁচাতে ৷ কোনওরকমে ওই কিশোর নিজেকে বাঁচিয়ে সেখান থেকে বাড়ি চলে আসে ৷ রাতের বেলায় নিজের বাড়িতে আত্মঘাতী হয় ৷ পরিবারের লোকজন ওই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

চোর সন্দেহে মাথার চুল কেটে নেওয়ার অভিযোগ

আরও পড়ুন : Student died by suicide after parents scolds: মোবাইলের গেমে আসক্তি, বকুনি খেয়ে অভিমানে আত্মঘাতী পড়ুয়া

এদিকে,কিশোরের মৃত্যুর খবর চাউর হতেই বিপদ বুঝে এলাকা ছেড়ে গা ঢাকা দেয় অভিযুক্তরা । পরিবারের পক্ষ থেকে দত্তপুকুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ওই কিশোরের বিরুদ্ধে ৷ অভিযোগ পেয়ে রাতেই মূল অভিযুক্ত আফিজউদ্দিন-সহ বাকিদের বাড়িতে অভিযান চালায় পুলিশ । কিন্তু,কাউকেই ধরা সম্ভব হয়নি। পুলিশ আসার আগেই গা ঢাকা দেয় তারা । এই প্রসঙ্গেই দত্তপুকুর থানার পুলিশ জানিয়েছে,"অভিযুক্তদের ধরতে সবরকমের চেষ্টা চলছে । আশা করা যায় শীঘ্রই তাদের গ্রেফতার করা সম্ভব হবে । কাউকেই রেয়াত করা হবে না"।

Last Updated : May 23, 2022, 9:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.