ETV Bharat / state

নাবালিকাকে যৌন হেনস্থা, গ্রেপ্তার গৃহশিক্ষক - গোপালনগর

ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ ৷ এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ

নাবালিকাকে যৌন হেনস্থা, গ্রেপ্তার গৃহশিক্ষক
author img

By

Published : Oct 21, 2019, 3:00 AM IST

গোপালনগর, 21 অক্টোবর : এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে গৃহশিক্ষককে গ্রেপ্তার করল পুলিশ । ধৃতের নাম জয়দেব দাস ৷ বয়স 24 ৷ ধৃত জয়দেব গোপালনগর থানার মহৎপুর এলাকার বাসিন্দা । চতুর্থ শ্রেণির ওই ছাত্রী নিয়মিত পড়তে যেত তার কাছে ৷ ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে গোপালনগর থানার পুলিশ গ্রেপ্তার করে ওই গৃহশিক্ষককে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গোপালনগর মহৎপুর এলাকায় গৃহশিক্ষক জয়দেবের বাড়িতে প্রায় এক বছর ধরে পড়তে যেত চতুর্থ শ্রেণির ওই ছাত্রী । অভিযোগ, পড়ার সময় তাকে যৌন হেনস্থা করত জয়দেব । প্রায়ই অন্য পড়ুয়াদের ছুটি দিয়ে ওই বালিকাকে যৌন হেনস্থা করত সে ।

অভিযোগ, অত্যাচারের কথা প্রকাশ্যে আনলে ওই ছাত্রীকে মেরে ফেলা হবে, এমনটা হুমকিও দিয়েছিল সে ৷ ওই নাবালিকা তার কাছে পড়তে যেতে চাইত না । পড়তে যেতে বললে বাড়িতে সে কান্নাকাটি করত । পরিবারের লোকেরা জানতে চাইলে ওই ছাত্রী সব কথা প্রকাশ করে ৷ মেয়ের কথা শুনে শনিবার দুপুরে পরিবারের লোকেরা গোপালনগর থানায় জয়দেবের নামে লিখিত অভিযোগ দায়ের করে । সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ জয়দেবকে গ্রেপ্তার করে । রবিবার ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয় । বিচারক তাকে 14 দিনের জেল হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন ৷

গোপালনগর, 21 অক্টোবর : এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে গৃহশিক্ষককে গ্রেপ্তার করল পুলিশ । ধৃতের নাম জয়দেব দাস ৷ বয়স 24 ৷ ধৃত জয়দেব গোপালনগর থানার মহৎপুর এলাকার বাসিন্দা । চতুর্থ শ্রেণির ওই ছাত্রী নিয়মিত পড়তে যেত তার কাছে ৷ ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে গোপালনগর থানার পুলিশ গ্রেপ্তার করে ওই গৃহশিক্ষককে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গোপালনগর মহৎপুর এলাকায় গৃহশিক্ষক জয়দেবের বাড়িতে প্রায় এক বছর ধরে পড়তে যেত চতুর্থ শ্রেণির ওই ছাত্রী । অভিযোগ, পড়ার সময় তাকে যৌন হেনস্থা করত জয়দেব । প্রায়ই অন্য পড়ুয়াদের ছুটি দিয়ে ওই বালিকাকে যৌন হেনস্থা করত সে ।

অভিযোগ, অত্যাচারের কথা প্রকাশ্যে আনলে ওই ছাত্রীকে মেরে ফেলা হবে, এমনটা হুমকিও দিয়েছিল সে ৷ ওই নাবালিকা তার কাছে পড়তে যেতে চাইত না । পড়তে যেতে বললে বাড়িতে সে কান্নাকাটি করত । পরিবারের লোকেরা জানতে চাইলে ওই ছাত্রী সব কথা প্রকাশ করে ৷ মেয়ের কথা শুনে শনিবার দুপুরে পরিবারের লোকেরা গোপালনগর থানায় জয়দেবের নামে লিখিত অভিযোগ দায়ের করে । সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ জয়দেবকে গ্রেপ্তার করে । রবিবার ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয় । বিচারক তাকে 14 দিনের জেল হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন ৷

Intro:ছাত্রীকে যৌন হেনস্থা, গ্রেফতার গৃহশিক্ষক



গোপালনগরঃ চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গৃহশিক্ষকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম জয়দেব দাস (২৪)। ধৃত জয়দেব গোপালনগর থানার মহৎপুর এলাকার বাসিন্দা। ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে গোপালনগর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপালনগর মহৎপুর এলাকায় গৃহশিক্ষক জয়দেবের বাড়িতে প্রায় এক বছর ধরে পড়তে যেত চতুর্থ শ্রেণির ওই ছাত্রী। অভিযোগ, পড়ার সময় তাকে যৌন হেনস্থা করত জয়দেব। প্রায়ই অন্য পড়ুয়াদের ছুটি দিয়ে ওই বালিকাকে যৌন হেনস্থা করত সে। অভিযোগ, জয়দেব যৌন হেনস্থার কথা কেউকে বললে ওই ছাত্রীকে মারার হুমকিও দিত। সম্প্রতি মেয়েটি তার কাছে পড়তে যেতে চাইত না। পড়তে যেতে বললে বাড়িতে মেয়েটি কান্নাকাটি করত। পরিবারের লোকেরা অভয় দিতে ওই ছাত্রী সব কথা খুলে বলে। মেয়ের কথা শুনে শনিবার দুপুরে পরিবারের লোকেরা গোপালনগর থানায় জয়দেবের নামে লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ জয়দেবকে গ্রেপ্তার করে। রবিবার ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাকে ১৪ দিন জেল হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন।Body:ছাত্রীকে যৌন হেনস্থা, গ্রেফতার গৃহশিক্ষক



গোপালনগরঃ চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গৃহশিক্ষকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম জয়দেব দাস (২৪)। ধৃত জয়দেব গোপালনগর থানার মহৎপুর এলাকার বাসিন্দা। ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে গোপালনগর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপালনগর মহৎপুর এলাকায় গৃহশিক্ষক জয়দেবের বাড়িতে প্রায় এক বছর ধরে পড়তে যেত চতুর্থ শ্রেণির ওই ছাত্রী। অভিযোগ, পড়ার সময় তাকে যৌন হেনস্থা করত জয়দেব। প্রায়ই অন্য পড়ুয়াদের ছুটি দিয়ে ওই বালিকাকে যৌন হেনস্থা করত সে। অভিযোগ, জয়দেব যৌন হেনস্থার কথা কেউকে বললে ওই ছাত্রীকে মারার হুমকিও দিত। সম্প্রতি মেয়েটি তার কাছে পড়তে যেতে চাইত না। পড়তে যেতে বললে বাড়িতে মেয়েটি কান্নাকাটি করত। পরিবারের লোকেরা অভয় দিতে ওই ছাত্রী সব কথা খুলে বলে। মেয়ের কথা শুনে শনিবার দুপুরে পরিবারের লোকেরা গোপালনগর থানায় জয়দেবের নামে লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ জয়দেবকে গ্রেপ্তার করে। রবিবার ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাকে ১৪ দিন জেল হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন।Conclusion:ছাত্রীকে যৌন হেনস্থা, গ্রেফতার গৃহশিক্ষক



গোপালনগরঃ চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গৃহশিক্ষকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম জয়দেব দাস (২৪)। ধৃত জয়দেব গোপালনগর থানার মহৎপুর এলাকার বাসিন্দা। ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে গোপালনগর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপালনগর মহৎপুর এলাকায় গৃহশিক্ষক জয়দেবের বাড়িতে প্রায় এক বছর ধরে পড়তে যেত চতুর্থ শ্রেণির ওই ছাত্রী। অভিযোগ, পড়ার সময় তাকে যৌন হেনস্থা করত জয়দেব। প্রায়ই অন্য পড়ুয়াদের ছুটি দিয়ে ওই বালিকাকে যৌন হেনস্থা করত সে। অভিযোগ, জয়দেব যৌন হেনস্থার কথা কেউকে বললে ওই ছাত্রীকে মারার হুমকিও দিত। সম্প্রতি মেয়েটি তার কাছে পড়তে যেতে চাইত না। পড়তে যেতে বললে বাড়িতে মেয়েটি কান্নাকাটি করত। পরিবারের লোকেরা অভয় দিতে ওই ছাত্রী সব কথা খুলে বলে। মেয়ের কথা শুনে শনিবার দুপুরে পরিবারের লোকেরা গোপালনগর থানায় জয়দেবের নামে লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ জয়দেবকে গ্রেপ্তার করে। রবিবার ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাকে ১৪ দিন জেল হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.