ETV Bharat / state

Tornedo : মিনি টর্নেডোয় লন্ডভন্ড হাড়োয়ার তালবেড়িয়া গ্রাম

মাঝরাতে যখন গ্রামবাসীরা গভীর ঘুমে আচ্ছন্ন তখনই আচমকা প্রবল গতিতে ঝড় বয়ে যায় হাড়োয়ার তালবেড়িয়া গ্রামের উপর দিয়ে । ঝড়ের বীভৎসতায় হকচকিয়ে যান গ্রামবাসীরা । ঝড়ের গতি দেখে অনুমান করা হচ্ছে এটি টর্নেডো । ঝড়ের জেরে বাড়ির ভিতর আটকে পড়ে কয়েকজন বাসিন্দা আহত হয়েছেন বলে জানা গিয়েছে ।

মিনি টর্নেডোয় লন্ডভন্ড হাড়োয়ার তালবেড়িয়া গ্রাম
মিনি টর্নেডোয় লন্ডভন্ড হাড়োয়ার তালবেড়িয়া গ্রাম
author img

By

Published : Sep 14, 2021, 10:55 PM IST

Updated : Sep 14, 2021, 11:09 PM IST

হাড়োয়া, 14 সেপ্টেম্বর : হিঙ্গলগঞ্জের পর এবার হাড়োয়া ৷ মাঝরাতের এক মিনিটের টর্নেডোয় লন্ডভন্ড হাড়োয়ার তালবেড়িয়া গ্রাম । ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন ৷ টর্নেডোর দাপটে বাড়ির টিনের চাল থেকে অ্যাজবেস্টার সব উড়ে গিয়েছে ৷ ক্ষতিগ্রস্ত হয়েছে বহু কাঁচা বাড়ি ৷ পড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটি, উপড়ে পড়েছে ছোট-বড় গাছ ৷ যার জেরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা গ্রামে ৷

ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও টর্নেডোর তাণ্ডবে ঘরছাড়া হয়েছেন বহু মানুষ ৷ খবর পেয়ে মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন হাড়োয়ার বিডিও সমীররঞ্জন মান্না-সহ প্রশাসনের আধিকারিকরা । প্রশাসনের তরফে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে ৷

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় যশ এবং ভরা কোটালের ক্ষত এখনও শুকায়নি‌ সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জ, মিনাখাঁ, সন্দেশখালি এবং হাড়োয়ার বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দাদের । দগদগে ঘা নিয়ে যখন সুন্দরবনের বানভাসিরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছেন, ঠিক তখনই আচমকা প্রবল গতির টর্নেডো ঝড়ে দিশেহারা অবস্থা ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের একাংশের । আবহাওয়া অফিসের পূর্বাভাস মতো নিম্নচাপের জেরে সোমবার থেকেই দফায় দফায় বৃষ্টিপাত শুরু হয় উপকূলবর্তী সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে । অন্যান্য জায়গার মতো বিকেল গড়াতেই তুমুল বৃষ্টিপাত শুরু হয় হাড়োয়া ব্লকের শালিপুর পঞ্চায়েতের তালবেড়িয়া গ্রাম ৷

মিনি টর্নেডোয় লন্ডভন্ড হাড়োয়ার তালবেড়িয়া গ্রাম

আরও পড়ুন : Kanthi Sub-Divisional Hospital : প্রবল বর্ষণে জলমগ্ন কাঁথি মহকুমা হাসপাতাল চত্বর

মাঝরাতে যখন গ্রামবাসীরা গভীর ঘুমে আচ্ছন্ন তখনই আচমকা প্রবল গতিতে ঝড় বয়ে যায় তালবেড়িয়া গ্রামের উপর দিয়ে । ঝড়ের বীভৎসতায় হকচকিয়ে যান গ্রামবাসীরা । ঝড়ের গতি দেখে অনুমান করা হচ্ছে এটি টর্নেডো । প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে রীতিমতো তাণ্ডব চালায় এই ঝড়‌ । ঝড়ের জেরে বাড়ির ভিতর আটকে পড়ে কয়েকজন বাসিন্দা আহত হয়েছেন বলে জানা গিয়েছে ।

যুদ্ধকালীন তৎপরতায় মঙ্গলবার সকাল থেকে কাজ শুরু হলেও অবিরাম বৃষ্টিপাতের ফলে সেই কাজেও ব্যাঘাত ঘটছে । পরিস্থিতি স্বাভাবিক করার আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে প্রশাসনের তরফে ।

এই বিষয়ে স্থানীয় বাসিন্দা গোপাল মণ্ডল বলেন, "হঠাৎই প্রবল গতিতে ঝড় শুরু হওয়ায় কাউকে কোনও সুযোগই দেয়নি । আমরাও কাউকে ডাকতে পারিনি । ঝড়ের দাপটে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে । প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াক, সেটাই আমরা চাই ।"

এর আগে ঠিক একইভাবে টর্নেডো ঝড় বয়ে গিয়েছিল হিঙ্গলগঞ্জের সাহাপুর এলাকায় । কয়েক মিনিটের টর্নেডোয় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল সেখানেও । এবার এক মিনিটের টর্নেডোয় লন্ডভন্ড হাড়োয়ার তালবেড়িয়া গ্রাম ।

আরও পড়ুন : Heavy Rain : দফায় দফায় বৃষ্টি, শহর থেকে জেলায় জল যন্ত্রণার চেনা ছবি

হাড়োয়া, 14 সেপ্টেম্বর : হিঙ্গলগঞ্জের পর এবার হাড়োয়া ৷ মাঝরাতের এক মিনিটের টর্নেডোয় লন্ডভন্ড হাড়োয়ার তালবেড়িয়া গ্রাম । ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন ৷ টর্নেডোর দাপটে বাড়ির টিনের চাল থেকে অ্যাজবেস্টার সব উড়ে গিয়েছে ৷ ক্ষতিগ্রস্ত হয়েছে বহু কাঁচা বাড়ি ৷ পড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটি, উপড়ে পড়েছে ছোট-বড় গাছ ৷ যার জেরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা গ্রামে ৷

ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও টর্নেডোর তাণ্ডবে ঘরছাড়া হয়েছেন বহু মানুষ ৷ খবর পেয়ে মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন হাড়োয়ার বিডিও সমীররঞ্জন মান্না-সহ প্রশাসনের আধিকারিকরা । প্রশাসনের তরফে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে ৷

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় যশ এবং ভরা কোটালের ক্ষত এখনও শুকায়নি‌ সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জ, মিনাখাঁ, সন্দেশখালি এবং হাড়োয়ার বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দাদের । দগদগে ঘা নিয়ে যখন সুন্দরবনের বানভাসিরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছেন, ঠিক তখনই আচমকা প্রবল গতির টর্নেডো ঝড়ে দিশেহারা অবস্থা ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের একাংশের । আবহাওয়া অফিসের পূর্বাভাস মতো নিম্নচাপের জেরে সোমবার থেকেই দফায় দফায় বৃষ্টিপাত শুরু হয় উপকূলবর্তী সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে । অন্যান্য জায়গার মতো বিকেল গড়াতেই তুমুল বৃষ্টিপাত শুরু হয় হাড়োয়া ব্লকের শালিপুর পঞ্চায়েতের তালবেড়িয়া গ্রাম ৷

মিনি টর্নেডোয় লন্ডভন্ড হাড়োয়ার তালবেড়িয়া গ্রাম

আরও পড়ুন : Kanthi Sub-Divisional Hospital : প্রবল বর্ষণে জলমগ্ন কাঁথি মহকুমা হাসপাতাল চত্বর

মাঝরাতে যখন গ্রামবাসীরা গভীর ঘুমে আচ্ছন্ন তখনই আচমকা প্রবল গতিতে ঝড় বয়ে যায় তালবেড়িয়া গ্রামের উপর দিয়ে । ঝড়ের বীভৎসতায় হকচকিয়ে যান গ্রামবাসীরা । ঝড়ের গতি দেখে অনুমান করা হচ্ছে এটি টর্নেডো । প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে রীতিমতো তাণ্ডব চালায় এই ঝড়‌ । ঝড়ের জেরে বাড়ির ভিতর আটকে পড়ে কয়েকজন বাসিন্দা আহত হয়েছেন বলে জানা গিয়েছে ।

যুদ্ধকালীন তৎপরতায় মঙ্গলবার সকাল থেকে কাজ শুরু হলেও অবিরাম বৃষ্টিপাতের ফলে সেই কাজেও ব্যাঘাত ঘটছে । পরিস্থিতি স্বাভাবিক করার আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে প্রশাসনের তরফে ।

এই বিষয়ে স্থানীয় বাসিন্দা গোপাল মণ্ডল বলেন, "হঠাৎই প্রবল গতিতে ঝড় শুরু হওয়ায় কাউকে কোনও সুযোগই দেয়নি । আমরাও কাউকে ডাকতে পারিনি । ঝড়ের দাপটে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে । প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াক, সেটাই আমরা চাই ।"

এর আগে ঠিক একইভাবে টর্নেডো ঝড় বয়ে গিয়েছিল হিঙ্গলগঞ্জের সাহাপুর এলাকায় । কয়েক মিনিটের টর্নেডোয় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল সেখানেও । এবার এক মিনিটের টর্নেডোয় লন্ডভন্ড হাড়োয়ার তালবেড়িয়া গ্রাম ।

আরও পড়ুন : Heavy Rain : দফায় দফায় বৃষ্টি, শহর থেকে জেলায় জল যন্ত্রণার চেনা ছবি

Last Updated : Sep 14, 2021, 11:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.