ETV Bharat / state

Suvendu Adhikari: আজব পার্টি তৃণমূল, বিধায়ক বিশ্বজিৎ দাস ইস্যুতে কটাক্ষ শুভেন্দুর - সিএএ

মঙ্গলবার উত্তর 24 পরগনায় বিজেপির (BJP) বিজয়া সম্মিলনীতে হাজির হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ সেখানে তিনি স্থানীয় বিধায়ক বিশ্বজিৎ দাসের অবস্থান নিয়ে কটাক্ষ করেন ৷

suvendu-adhikari-slams-trinamool-congress-on-bongaon-mla-biswajit-das-issue
Suvendu Adhikari: আজব পার্টি তৃণমূল, বিধায়ক বিশ্বজিৎ দাস ইস্যুতে কটাক্ষ শুভেন্দুর
author img

By

Published : Oct 18, 2022, 7:50 PM IST

বনগাঁ (উত্তর 24 পরগনা), 18 অক্টোবর: বিধানসভায় বিজেপির (BJP) বিধায়ক, আর তাঁকে বনগাঁ জেলার সভাপতি করেছে তৃণমূল (Trinamool Congress) । এ এক আজব পার্টি । চিড়িয়াখানায়ও এমন সার্কাস দেখা যায় না । উত্তর 24 পরগণার বনগাঁয় দলীয় বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে এসে তৃণমূলকে কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ।

এদিন তিনি আরও বলেন, "উপ নির্বাচন নয়, বাগদায় 2024 সালে এক সঙ্গে ভোট হবে ।" শুভেন্দুর মন্তব্য নিয়ে পাল্টা কটাক্ষ করে বনগাঁর বিশ্বজিৎ দাস বলেন, "এই প্রশ্নটা শুভেন্দুর বাবা শিশির অধিকারীকে (Sisir Adhikari) করলে উত্তরটা পেয়ে যাবে ।" বিশ্বজিতের যুক্তি, ‘‘আমি তৃণমূলের বনগাঁ জেলার সভাপতি । একজন জন প্রতিনিধি সব কিছুর উর্ধ্বে ।’’

Suvendu Adhikari slams Trinamool Congress on Bongaon MLA Biswajit Das Issue
বিজেপির বিজয়া সম্মিলনীতে শুভেন্দু অধিকারী ও অন্য নেতারা

এদিন মতুয়া গড়ে এসে ফের একবার সিএএ (CAA) অস্ত্রে শান দিলেন বিরোধী দলনেতা । সিএএ প্রসঙ্গে তিনি বলেন, "আপনারা জিতে গিয়েছেন সিএএ পাস হয়েছে । দিল্লিতে গিয়ে আমি সিএএ নিয়ে প্রশ্ন করেছিলাম । অচিরেই সিএএ চালু হবে ।"

অনুপ্রবেশের প্রসঙ্গ তুলে তিনি বলেন, "সিএএ-এর পাশাপাশি এনআরসি (NRC)-ও চালু হওয়া দরকার ।’’ যদিও এই মন্তব্য তাঁর ব্যক্তিগত বলে জানান তিনি ।

আজব পার্টি তৃণমূল, বিধায়ক বিশ্বজিৎ দাস ইস্যুতে কটাক্ষ শুভেন্দুর

সিএএ চালু হওয়ার প্রসঙ্গে তৃণমূলের মমতা ঠাকুর বলেন, ’’বিজেপির কেন্দ্র এবং রাজ্য নেতাদের কথায় মিল নেই । এক একজন, এক এক রকমের কথা বলেন ।’’ তিনি আরও বলেন, ‘‘সিএএ চালু হলে সবথেকে বেশি ক্ষতি হবে মতুয়াদের । এমন হলে আমরা আবারও পথে নামবো ।’’

আরও পড়ুন: প্রশাসনিক ব্যর্থতাতেই মালবাজারের দুর্ঘটনা, দাবি শুভেন্দুর

বনগাঁ (উত্তর 24 পরগনা), 18 অক্টোবর: বিধানসভায় বিজেপির (BJP) বিধায়ক, আর তাঁকে বনগাঁ জেলার সভাপতি করেছে তৃণমূল (Trinamool Congress) । এ এক আজব পার্টি । চিড়িয়াখানায়ও এমন সার্কাস দেখা যায় না । উত্তর 24 পরগণার বনগাঁয় দলীয় বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে এসে তৃণমূলকে কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ।

এদিন তিনি আরও বলেন, "উপ নির্বাচন নয়, বাগদায় 2024 সালে এক সঙ্গে ভোট হবে ।" শুভেন্দুর মন্তব্য নিয়ে পাল্টা কটাক্ষ করে বনগাঁর বিশ্বজিৎ দাস বলেন, "এই প্রশ্নটা শুভেন্দুর বাবা শিশির অধিকারীকে (Sisir Adhikari) করলে উত্তরটা পেয়ে যাবে ।" বিশ্বজিতের যুক্তি, ‘‘আমি তৃণমূলের বনগাঁ জেলার সভাপতি । একজন জন প্রতিনিধি সব কিছুর উর্ধ্বে ।’’

Suvendu Adhikari slams Trinamool Congress on Bongaon MLA Biswajit Das Issue
বিজেপির বিজয়া সম্মিলনীতে শুভেন্দু অধিকারী ও অন্য নেতারা

এদিন মতুয়া গড়ে এসে ফের একবার সিএএ (CAA) অস্ত্রে শান দিলেন বিরোধী দলনেতা । সিএএ প্রসঙ্গে তিনি বলেন, "আপনারা জিতে গিয়েছেন সিএএ পাস হয়েছে । দিল্লিতে গিয়ে আমি সিএএ নিয়ে প্রশ্ন করেছিলাম । অচিরেই সিএএ চালু হবে ।"

অনুপ্রবেশের প্রসঙ্গ তুলে তিনি বলেন, "সিএএ-এর পাশাপাশি এনআরসি (NRC)-ও চালু হওয়া দরকার ।’’ যদিও এই মন্তব্য তাঁর ব্যক্তিগত বলে জানান তিনি ।

আজব পার্টি তৃণমূল, বিধায়ক বিশ্বজিৎ দাস ইস্যুতে কটাক্ষ শুভেন্দুর

সিএএ চালু হওয়ার প্রসঙ্গে তৃণমূলের মমতা ঠাকুর বলেন, ’’বিজেপির কেন্দ্র এবং রাজ্য নেতাদের কথায় মিল নেই । এক একজন, এক এক রকমের কথা বলেন ।’’ তিনি আরও বলেন, ‘‘সিএএ চালু হলে সবথেকে বেশি ক্ষতি হবে মতুয়াদের । এমন হলে আমরা আবারও পথে নামবো ।’’

আরও পড়ুন: প্রশাসনিক ব্যর্থতাতেই মালবাজারের দুর্ঘটনা, দাবি শুভেন্দুর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.