ব্য়ারাকপুর, 17 ফেব্রুয়ারি : "তৃণমূলে আসতে কত রেট বলুক অর্জুন, আমি দলের সঙ্গে কথা বলব", প্রকাশ্যে বললেন তৃণমূলের পার্থ ভৌমিক । আর এই মন্তব্য ঘিরে উত্তপ্ত বিজেপি-তৃণমূল ব্যারাকপুর ৷ তিনি দাবি করেন, বিজেপি বিধায়ক অর্জুন সিং জানেন কার কত রেট ৷ তাই তিনি বলেন, "ও নিজে বলে দিক ওর কত রেট, তাহলে আমি কথা বলছি ।" বুধবার সন্ধেয় ভাটপাড়া প্রেমচন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত তৃণমূলের কর্মীসভায় এই কথা বলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি পার্থ ভৌমিক ৷
সম্প্রতি ব্যারাকপুর সাংসদ অর্জুন সিংয়ে তিন আত্মীয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন । আর তাঁরা নাকি 10 লক্ষ টাকার বিনিময়ে তৃণমূলে এসেছেন, দাবি করেছিলেন অর্জুন সিং । তাঁর দাবির পরিপ্রেক্ষিতে পার্থ ভৌমিক অর্জুন সিংয়ের রেট জানতে চান ৷
আরও পড়ুন : Joining in TMC : জল্পনা সত্যি করে বিজেপি ছেড়ে তৃণমূলে ভিড়লেন সুনীল সিং-সহ অর্জুনের তিন আত্মীয়
এ নিয়ে তৃণমূল এবং পার্থ ভৌমিককে একহাত নিলেন শুভেন্দু অধিকারী ৷ তিনি বলেন, "2019-এ নির্বাচনের পর পার্থ ভৌমিক কোন গর্তে ঢুকে ছিলেন এবং বারবার সাংসদের কাছের লোক পাঠিয়েছেন ৷ এ সব আমি জানি ৷ আমি তখন তৃণমূলে ৷" বিজেপি বিধায়ক অভিযোগ করেন, ভোট পরবর্তী হিংসার মামলায় অভিযুক্তদের তালিকায় পার্থ ভৌমিকের নাম রয়েছে (Suvendu Adhikari hits Partha Bhowmick over Arjun Singh remark in Barrackpore) ৷
আগামী 10 মার্চের পর বিজেপি নেতা আদিত্যনাথ যোগী উত্তর প্রদেশে জিতবেন ৷ আর তারপর পশ্চিমবঙ্গে গণতন্ত্রের বোমা পড়বে, ভবিষ্যদ্বাণী করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি বলেন, "পার্থ ভৌমিক একটা ছোট লাগেজ গুছিয়ে রাখুন । ভিতরে যেতে হবে ৷"