ETV Bharat / state

Suvendu Adhikari: মমতাকে 'প্রাক্তন মুখ্যমন্ত্রী' করে ছাড়বেন, সৌজন্য সাক্ষাতের পরদিনই হুঙ্কার শুভেন্দুর

শনিবার ঠাকুরনগরে বিজেপি'র সিএএ সংক্রান্ত জনসভার মঞ্চ থেকে রাজ্যের বিরোধী দলনেতা জানিয়েছেন, এ রাজ্যে সিএএ লাগু হবেই (Suvendu Adhikari on CAA) ৷

ETV Bharat
suvendu adhikari
author img

By

Published : Nov 26, 2022, 5:38 PM IST

Updated : Nov 26, 2022, 8:53 PM IST

গাইঘাটা, 26 নভেম্বর: শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অতীত ৷ সেই আলাপচারিতা পর্বের 24 ঘণ্টা কাটতে না-কাটতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ মুখ্যমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার হুঁশিয়ারিও দিলেন (Suvendu Adhikari criticises Mamata Banerjee) ৷ শনিবার ঠাকুরনগরে বিজেপি'র সিএএ সংক্রান্ত জনসভার মঞ্চ থেকে রাজ্যের বিরোধী দলনেতা বলেন,"আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারিয়েছি । গণতন্ত্র জানি । গণতান্ত্রিক পদ্ধতি প্রাক্তন মুখ্যমন্ত্রী করে ছাড়ব তাঁকে ।"

পঞ্চায়েত ভোটের মুখে এদিন ঠাকুরনগরের জনসভার মঞ্চ থেকে মতুয়া সম্প্রদায় ও বিজেপি কর্মীদের সিএএ নিয়ে ফের একবার আশ্বস্ত করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari on CAA) ৷ সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের ডাকা বিজেপির এই জনসভায় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কথার প্রসঙ্গ টেনে এ রাজ্যে সিএএ চালু হওয়ার আশ্বাস দেন তিনি । বলেন,"যেমন কথা তেমন কাজ ৷ 2019 সালের সিএএ আইনে পরিণত হয়েছে ৷ আপনারা শান্তনু ঠাকুর ও শুভেন্দু অধিকারীর উপরে ভরসা রাখুন ৷ সিএএ লাগু হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা ।"

সৌজন্য সাক্ষাতের পরদিনই মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করার হুঙ্কার শুভেন্দুর

আরও পড়ুন: 'আপনি জাত গোখরো হলে বাংলার মহিলারাও কার্বোলিক অ্য়াসিড তৈরি রেখেছেন !' মিঠুনকে তোপ সায়নীর

পাশাপাশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সিএএ বিরোধী নেত্রী বলেও আক্রমণ করেছেন শুভেন্দু । বলেন,"2021 এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি । সিএএ বিরোধী এই মুখ্যমন্ত্রীকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর কাজটাও আপনাদের শুভেন্দু অধিকারী করে দেখাবে ৷"একইসঙ্গে তিনি দাবি করেন, এনআরসি চাই নাগরিক পঞ্জি, চাই জন্ম নিয়ন্ত্রণ চাই । শুভেন্দু অধিকারীর কথায়, "একমাত্র হিন্দুদের নিজস্ব ভূমি ভারত । ভারতমাতাকে বাঁচাতে হবে । আমাদের আর যাওয়ার জায়গা নেই ৷ একে আমরা অন্য কারোও হাতে ছেড়ে দিতে পারিনা ।"

গাইঘাটা, 26 নভেম্বর: শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অতীত ৷ সেই আলাপচারিতা পর্বের 24 ঘণ্টা কাটতে না-কাটতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ মুখ্যমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার হুঁশিয়ারিও দিলেন (Suvendu Adhikari criticises Mamata Banerjee) ৷ শনিবার ঠাকুরনগরে বিজেপি'র সিএএ সংক্রান্ত জনসভার মঞ্চ থেকে রাজ্যের বিরোধী দলনেতা বলেন,"আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারিয়েছি । গণতন্ত্র জানি । গণতান্ত্রিক পদ্ধতি প্রাক্তন মুখ্যমন্ত্রী করে ছাড়ব তাঁকে ।"

পঞ্চায়েত ভোটের মুখে এদিন ঠাকুরনগরের জনসভার মঞ্চ থেকে মতুয়া সম্প্রদায় ও বিজেপি কর্মীদের সিএএ নিয়ে ফের একবার আশ্বস্ত করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari on CAA) ৷ সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের ডাকা বিজেপির এই জনসভায় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কথার প্রসঙ্গ টেনে এ রাজ্যে সিএএ চালু হওয়ার আশ্বাস দেন তিনি । বলেন,"যেমন কথা তেমন কাজ ৷ 2019 সালের সিএএ আইনে পরিণত হয়েছে ৷ আপনারা শান্তনু ঠাকুর ও শুভেন্দু অধিকারীর উপরে ভরসা রাখুন ৷ সিএএ লাগু হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা ।"

সৌজন্য সাক্ষাতের পরদিনই মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করার হুঙ্কার শুভেন্দুর

আরও পড়ুন: 'আপনি জাত গোখরো হলে বাংলার মহিলারাও কার্বোলিক অ্য়াসিড তৈরি রেখেছেন !' মিঠুনকে তোপ সায়নীর

পাশাপাশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সিএএ বিরোধী নেত্রী বলেও আক্রমণ করেছেন শুভেন্দু । বলেন,"2021 এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি । সিএএ বিরোধী এই মুখ্যমন্ত্রীকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর কাজটাও আপনাদের শুভেন্দু অধিকারী করে দেখাবে ৷"একইসঙ্গে তিনি দাবি করেন, এনআরসি চাই নাগরিক পঞ্জি, চাই জন্ম নিয়ন্ত্রণ চাই । শুভেন্দু অধিকারীর কথায়, "একমাত্র হিন্দুদের নিজস্ব ভূমি ভারত । ভারতমাতাকে বাঁচাতে হবে । আমাদের আর যাওয়ার জায়গা নেই ৷ একে আমরা অন্য কারোও হাতে ছেড়ে দিতে পারিনা ।"

Last Updated : Nov 26, 2022, 8:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.