ETV Bharat / state

Suvendu Slams Mamata: হিঙ্গলগঞ্জের সভায় শীতবস্ত্র প্রদান নিয়ে মমতাকে মিথ্যাবাদী বললেন শুভেন্দু

উত্তর 24 পরগনার (North 24 Parganas) হিঙ্গলগঞ্জের সভায় শীতবস্ত্র প্রদান নিয়ে যে ঘটনা ঘটেছিল, তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ এই নিয়ে মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী বললেন তিনি ৷

Suvendu Adhikari calls Mamata Banerjee liar regarding winter wear distribution in Hingalganj
Suvendu Slams Mamata: হিঙ্গলগঞ্জের সভায় শীতবস্ত্র প্রদান নিয়ে মমতাকে মিথ্যাবাদী বললেন শুভেন্দু
author img

By

Published : Dec 1, 2022, 2:06 PM IST

Updated : Dec 1, 2022, 4:18 PM IST

কলকাতা, 1 ডিসেম্বর: শীতবস্ত্র প্রদান নিয়ে দু’দিন আগেই উত্তর 24 পরগনার (North 24 Parganas) হিঙ্গলগঞ্জে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সভায় হুলস্থুল পড়েছিল ৷ শীতবস্ত্র সভাস্থলে কেন নিয়ে আসা হয়নি, এই প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী ৷ এবার সেই নিয়ে পালটা সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ সরকারি নির্দেশিকা উল্লেখ করে তাঁর দাবি, ওই দিন সভা থেকে কোনও বিতরণ কর্মসূচি করার কথা ছিল না ৷ মুখ্যমন্ত্রী এই নিয়ে মিথ্যা কথা বলেছেন ৷

গত মঙ্গল ও বুধবার উত্তর 24 পরগনা সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ প্রথমদিন হিঙ্গলগঞ্জের (Hingalganj) সামসেরনগরে প্রশাসনিক সভা করেন ৷ সেই সভায় সাধারণের বিতরণের জন্য শীতবস্ত্র কেন আনা হয়নি, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী ৷ শীতবস্ত্র বিডিও অফিস থেকে মঞ্চে না আসা পর্যন্ত তিনি বসেছিলেন ৷ এই নিয়ে সরকারি আধিকারিকদের প্রকাশ্যেই ভর্ৎসনা করেছিলেন তিনি ৷

বৃহস্পতিবার সেই নিয়ে বেশ কয়েকটি টুইট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ প্রথম টুইটে তিনি সরকারি নির্দেশিকার ছবি পোস্ট করেন ৷ সেই নির্দেশিকা অনুযায়ী, ওই শীতবস্ত্রগুলি 30 নভেম্বর ও 1 ডিসেম্বর উত্তর 24 পরগনার সুন্দরবন অঞ্চলের পঞ্চায়েত থেকে দেওয়ার জন্য বলা হয়েছিল ৷ ওই জেলার অতিরিক্তি জেলাশাসক (বিপর্যয় মোকাবিলা)-র তরফে বিডিওদের তেমনই নির্দেশ দেওয়া হয় ৷

  • CM @MamataOfficial stalled the Hingalganj event & pulled up DM & BDO over their failure to bring to the venue the blankets & winter garments which "she bought for distribution among locals".
    This Govt Order from the ADM to the BDO tells another story & proves that CM was lying:- pic.twitter.com/bj7C4PBLky

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আর নির্দেশিকার সূত্র ধরেই শুভেন্দুর দাবি, সেদিন মঞ্চে দাঁড়িয়ে মিথ্যে বলেছেন মমতা ৷ এর পর মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তাঁর কটাক্ষ, দীর্ঘদিন বিরোধী হিসেবে থাকায় মমতাকে সবসময় ধরনায় বসার সুযোগ খোঁজেন ৷ বিজেপি (BJP) খুব শিগগিরই মমতাকে বিরোধী আসনে পাঠিয়ে দেবে বলেও কটাক্ষ করেছেন নন্দীগ্রামের (Nandigram) বিধায়ক ৷ শুভেন্দুর আরও দাবি, গরিবদরদী সাজার নাটক মঞ্চস্থ করতে গিয়ে জেলাশাক ও বিডিওকে বলির পাঁঠা করেছেন মুখ্যমন্ত্রী ৷

  • In the meantime the District Magistrate & Block Development Officer became the "sacrificial lambs" because CM suddenly wished to deflect off course & execute an "On Stage Drama" to create a "Pro Poor Image" before the upcoming Panchayat Elections.

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: সামসেরনগরে বিতরণের শীতবস্ত্র মঞ্চে না পৌঁছানোয় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

কলকাতা, 1 ডিসেম্বর: শীতবস্ত্র প্রদান নিয়ে দু’দিন আগেই উত্তর 24 পরগনার (North 24 Parganas) হিঙ্গলগঞ্জে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সভায় হুলস্থুল পড়েছিল ৷ শীতবস্ত্র সভাস্থলে কেন নিয়ে আসা হয়নি, এই প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী ৷ এবার সেই নিয়ে পালটা সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ সরকারি নির্দেশিকা উল্লেখ করে তাঁর দাবি, ওই দিন সভা থেকে কোনও বিতরণ কর্মসূচি করার কথা ছিল না ৷ মুখ্যমন্ত্রী এই নিয়ে মিথ্যা কথা বলেছেন ৷

গত মঙ্গল ও বুধবার উত্তর 24 পরগনা সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ প্রথমদিন হিঙ্গলগঞ্জের (Hingalganj) সামসেরনগরে প্রশাসনিক সভা করেন ৷ সেই সভায় সাধারণের বিতরণের জন্য শীতবস্ত্র কেন আনা হয়নি, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী ৷ শীতবস্ত্র বিডিও অফিস থেকে মঞ্চে না আসা পর্যন্ত তিনি বসেছিলেন ৷ এই নিয়ে সরকারি আধিকারিকদের প্রকাশ্যেই ভর্ৎসনা করেছিলেন তিনি ৷

বৃহস্পতিবার সেই নিয়ে বেশ কয়েকটি টুইট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ প্রথম টুইটে তিনি সরকারি নির্দেশিকার ছবি পোস্ট করেন ৷ সেই নির্দেশিকা অনুযায়ী, ওই শীতবস্ত্রগুলি 30 নভেম্বর ও 1 ডিসেম্বর উত্তর 24 পরগনার সুন্দরবন অঞ্চলের পঞ্চায়েত থেকে দেওয়ার জন্য বলা হয়েছিল ৷ ওই জেলার অতিরিক্তি জেলাশাসক (বিপর্যয় মোকাবিলা)-র তরফে বিডিওদের তেমনই নির্দেশ দেওয়া হয় ৷

  • CM @MamataOfficial stalled the Hingalganj event & pulled up DM & BDO over their failure to bring to the venue the blankets & winter garments which "she bought for distribution among locals".
    This Govt Order from the ADM to the BDO tells another story & proves that CM was lying:- pic.twitter.com/bj7C4PBLky

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আর নির্দেশিকার সূত্র ধরেই শুভেন্দুর দাবি, সেদিন মঞ্চে দাঁড়িয়ে মিথ্যে বলেছেন মমতা ৷ এর পর মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তাঁর কটাক্ষ, দীর্ঘদিন বিরোধী হিসেবে থাকায় মমতাকে সবসময় ধরনায় বসার সুযোগ খোঁজেন ৷ বিজেপি (BJP) খুব শিগগিরই মমতাকে বিরোধী আসনে পাঠিয়ে দেবে বলেও কটাক্ষ করেছেন নন্দীগ্রামের (Nandigram) বিধায়ক ৷ শুভেন্দুর আরও দাবি, গরিবদরদী সাজার নাটক মঞ্চস্থ করতে গিয়ে জেলাশাক ও বিডিওকে বলির পাঁঠা করেছেন মুখ্যমন্ত্রী ৷

  • In the meantime the District Magistrate & Block Development Officer became the "sacrificial lambs" because CM suddenly wished to deflect off course & execute an "On Stage Drama" to create a "Pro Poor Image" before the upcoming Panchayat Elections.

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: সামসেরনগরে বিতরণের শীতবস্ত্র মঞ্চে না পৌঁছানোয় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

Last Updated : Dec 1, 2022, 4:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.