ETV Bharat / state

Suvendu Slams Mamata: হিঙ্গলগঞ্জের সভায় শীতবস্ত্র প্রদান নিয়ে মমতাকে মিথ্যাবাদী বললেন শুভেন্দু - বিজেপি

উত্তর 24 পরগনার (North 24 Parganas) হিঙ্গলগঞ্জের সভায় শীতবস্ত্র প্রদান নিয়ে যে ঘটনা ঘটেছিল, তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ এই নিয়ে মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী বললেন তিনি ৷

Suvendu Adhikari calls Mamata Banerjee liar regarding winter wear distribution in Hingalganj
Suvendu Slams Mamata: হিঙ্গলগঞ্জের সভায় শীতবস্ত্র প্রদান নিয়ে মমতাকে মিথ্যাবাদী বললেন শুভেন্দু
author img

By

Published : Dec 1, 2022, 2:06 PM IST

Updated : Dec 1, 2022, 4:18 PM IST

কলকাতা, 1 ডিসেম্বর: শীতবস্ত্র প্রদান নিয়ে দু’দিন আগেই উত্তর 24 পরগনার (North 24 Parganas) হিঙ্গলগঞ্জে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সভায় হুলস্থুল পড়েছিল ৷ শীতবস্ত্র সভাস্থলে কেন নিয়ে আসা হয়নি, এই প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী ৷ এবার সেই নিয়ে পালটা সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ সরকারি নির্দেশিকা উল্লেখ করে তাঁর দাবি, ওই দিন সভা থেকে কোনও বিতরণ কর্মসূচি করার কথা ছিল না ৷ মুখ্যমন্ত্রী এই নিয়ে মিথ্যা কথা বলেছেন ৷

গত মঙ্গল ও বুধবার উত্তর 24 পরগনা সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ প্রথমদিন হিঙ্গলগঞ্জের (Hingalganj) সামসেরনগরে প্রশাসনিক সভা করেন ৷ সেই সভায় সাধারণের বিতরণের জন্য শীতবস্ত্র কেন আনা হয়নি, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী ৷ শীতবস্ত্র বিডিও অফিস থেকে মঞ্চে না আসা পর্যন্ত তিনি বসেছিলেন ৷ এই নিয়ে সরকারি আধিকারিকদের প্রকাশ্যেই ভর্ৎসনা করেছিলেন তিনি ৷

বৃহস্পতিবার সেই নিয়ে বেশ কয়েকটি টুইট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ প্রথম টুইটে তিনি সরকারি নির্দেশিকার ছবি পোস্ট করেন ৷ সেই নির্দেশিকা অনুযায়ী, ওই শীতবস্ত্রগুলি 30 নভেম্বর ও 1 ডিসেম্বর উত্তর 24 পরগনার সুন্দরবন অঞ্চলের পঞ্চায়েত থেকে দেওয়ার জন্য বলা হয়েছিল ৷ ওই জেলার অতিরিক্তি জেলাশাসক (বিপর্যয় মোকাবিলা)-র তরফে বিডিওদের তেমনই নির্দেশ দেওয়া হয় ৷

  • CM @MamataOfficial stalled the Hingalganj event & pulled up DM & BDO over their failure to bring to the venue the blankets & winter garments which "she bought for distribution among locals".
    This Govt Order from the ADM to the BDO tells another story & proves that CM was lying:- pic.twitter.com/bj7C4PBLky

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আর নির্দেশিকার সূত্র ধরেই শুভেন্দুর দাবি, সেদিন মঞ্চে দাঁড়িয়ে মিথ্যে বলেছেন মমতা ৷ এর পর মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তাঁর কটাক্ষ, দীর্ঘদিন বিরোধী হিসেবে থাকায় মমতাকে সবসময় ধরনায় বসার সুযোগ খোঁজেন ৷ বিজেপি (BJP) খুব শিগগিরই মমতাকে বিরোধী আসনে পাঠিয়ে দেবে বলেও কটাক্ষ করেছেন নন্দীগ্রামের (Nandigram) বিধায়ক ৷ শুভেন্দুর আরও দাবি, গরিবদরদী সাজার নাটক মঞ্চস্থ করতে গিয়ে জেলাশাক ও বিডিওকে বলির পাঁঠা করেছেন মুখ্যমন্ত্রী ৷

  • In the meantime the District Magistrate & Block Development Officer became the "sacrificial lambs" because CM suddenly wished to deflect off course & execute an "On Stage Drama" to create a "Pro Poor Image" before the upcoming Panchayat Elections.

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: সামসেরনগরে বিতরণের শীতবস্ত্র মঞ্চে না পৌঁছানোয় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

কলকাতা, 1 ডিসেম্বর: শীতবস্ত্র প্রদান নিয়ে দু’দিন আগেই উত্তর 24 পরগনার (North 24 Parganas) হিঙ্গলগঞ্জে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সভায় হুলস্থুল পড়েছিল ৷ শীতবস্ত্র সভাস্থলে কেন নিয়ে আসা হয়নি, এই প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী ৷ এবার সেই নিয়ে পালটা সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ সরকারি নির্দেশিকা উল্লেখ করে তাঁর দাবি, ওই দিন সভা থেকে কোনও বিতরণ কর্মসূচি করার কথা ছিল না ৷ মুখ্যমন্ত্রী এই নিয়ে মিথ্যা কথা বলেছেন ৷

গত মঙ্গল ও বুধবার উত্তর 24 পরগনা সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ প্রথমদিন হিঙ্গলগঞ্জের (Hingalganj) সামসেরনগরে প্রশাসনিক সভা করেন ৷ সেই সভায় সাধারণের বিতরণের জন্য শীতবস্ত্র কেন আনা হয়নি, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী ৷ শীতবস্ত্র বিডিও অফিস থেকে মঞ্চে না আসা পর্যন্ত তিনি বসেছিলেন ৷ এই নিয়ে সরকারি আধিকারিকদের প্রকাশ্যেই ভর্ৎসনা করেছিলেন তিনি ৷

বৃহস্পতিবার সেই নিয়ে বেশ কয়েকটি টুইট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ প্রথম টুইটে তিনি সরকারি নির্দেশিকার ছবি পোস্ট করেন ৷ সেই নির্দেশিকা অনুযায়ী, ওই শীতবস্ত্রগুলি 30 নভেম্বর ও 1 ডিসেম্বর উত্তর 24 পরগনার সুন্দরবন অঞ্চলের পঞ্চায়েত থেকে দেওয়ার জন্য বলা হয়েছিল ৷ ওই জেলার অতিরিক্তি জেলাশাসক (বিপর্যয় মোকাবিলা)-র তরফে বিডিওদের তেমনই নির্দেশ দেওয়া হয় ৷

  • CM @MamataOfficial stalled the Hingalganj event & pulled up DM & BDO over their failure to bring to the venue the blankets & winter garments which "she bought for distribution among locals".
    This Govt Order from the ADM to the BDO tells another story & proves that CM was lying:- pic.twitter.com/bj7C4PBLky

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আর নির্দেশিকার সূত্র ধরেই শুভেন্দুর দাবি, সেদিন মঞ্চে দাঁড়িয়ে মিথ্যে বলেছেন মমতা ৷ এর পর মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তাঁর কটাক্ষ, দীর্ঘদিন বিরোধী হিসেবে থাকায় মমতাকে সবসময় ধরনায় বসার সুযোগ খোঁজেন ৷ বিজেপি (BJP) খুব শিগগিরই মমতাকে বিরোধী আসনে পাঠিয়ে দেবে বলেও কটাক্ষ করেছেন নন্দীগ্রামের (Nandigram) বিধায়ক ৷ শুভেন্দুর আরও দাবি, গরিবদরদী সাজার নাটক মঞ্চস্থ করতে গিয়ে জেলাশাক ও বিডিওকে বলির পাঁঠা করেছেন মুখ্যমন্ত্রী ৷

  • In the meantime the District Magistrate & Block Development Officer became the "sacrificial lambs" because CM suddenly wished to deflect off course & execute an "On Stage Drama" to create a "Pro Poor Image" before the upcoming Panchayat Elections.

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: সামসেরনগরে বিতরণের শীতবস্ত্র মঞ্চে না পৌঁছানোয় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

Last Updated : Dec 1, 2022, 4:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.