আমডাঙা, 30 নভেম্বর : কলা চোর সন্দেহে যুবককে ল্যাম্প পোস্টে বেঁধে বেধড়ক মারধর করা হল । উত্তর 24 পরগনার আমডাঙার রায়গেট বাসস্ট্যান্ড এলাকার ঘটনা । পুলিশ ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে ।
আমডাঙা ও বীজপুর সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় চাষিরা কলা চাষ করেন । তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় কলা চুরি হচ্ছে । কিন্তু কে বা কারা তা করছে বোঝা যাচ্ছে না । আজ সকালে এক ব্যক্তি সাইকেলে কলা নিয়ে বড় জাগুলিয়া থেকে কাঁচরাপাড়ার দিকে যাচ্ছিলেন । সেই সময় রায়গেট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ওই ব্যক্তিকে দেখে বাসিন্দাদের সন্দেহ হয় । অসংলগ্ন উত্তর দেওয়ায় সেখান থেকে ওই যুবককে ধরে মণ্ডরী বাসস্ট্যান্ডের কাছে নিয়ে যান স্থানীয়রা । সেখানে একটি ল্যাম্পপোস্টে তাকে বেঁধে ইট ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয় ।
খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । যদিও পুলিশের সামনেই মারধর চলে বলে অভিযোগ । পরে অবশ্য উত্তেজিত জনতাকে সরিয়ে দিয়ে ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ ।