গাইঘাটা, 27 এপ্রিল : "নরেন্দ্র মোদির হাতে দেশ সুরক্ষিত নয় । গত পাঁচ বছরে সবচেয়ে বেশি সেনা জওয়ানের মৃত্যু হয়েছে । দেশের সবচেয়ে বড় দেশদ্রোহী নরেন্দ্র মোদিই ।" আজ উত্তর ২৪ পরগনার গাইঘাটায় নির্বাচনী জনসভায় ঠিক এই ভাষাতেই নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন CPI(M)-র রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র । জনসভায় উপস্থিত ছিলেন বনগাঁ লোকসভা কেন্দ্রের CPI(M) প্রার্থী অলকেশ দাস, প্রাক্তন বিধায়ক পঙ্কজ ঘোষ সহ বামফ্রন্টের অন্যান্য নেতৃত্ব।
আজকের সভায় সূর্যকান্ত মিশ্র বলেন, "কাশ্মীরে জঙ্গিহানায় আমাদের দেশের সেনা জওয়ানদের মৃত্যু হল । কার জন্য হল? রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায় । ইমরান খান আর নরেন্দ্র মোদি পরস্পরকে সুরক্ষিত করছেন । আর অসহায়ভাবে মৃত্যু হচ্ছে আমাদের সেনা জওয়ানদের । তাই আমি বলছি, আমাদের দেশের সবচেয়ে বড় দেশদ্রোহী নরেন্দ্র মোদি ।"
তিনি আরও বলেন, "দিদি প্রতিদিন সকালে ও রাতে রোল কল করেন । তিনি মিলিয়ে দেখেন, সবগুলো আছে তো? BJP-তে চলে যায়নি তো? ওই ধেড়ে ইঁদুরগুলো একবার তৃণমূল একবার BJP করে । ওরা সিন্ডিকেট করে । তোলাবাজি করে । বুথ দখল করে । আসলে জাহাজ ডোবার আগে ধেড়ে ইঁদুরগুলো সবার আগে অন্য জাহাজ খোঁজে।"
পাশপাশি সূর্যকান্তবাবুর গলায় আত্মসমালোচনার সুরও শোনা গেল । তিনি দলের কর্মীদের উদ্দেশে বলেন, "গরিব মানুষ, বেকার যুবক, কৃষক যারা আমাদের উপর অভিমান করে রয়েছেন । আপনারা মাথা নিচু করে তাঁদের কাছে যান । তাঁদের কথা শুনুন ।"