বারাসত, 9 মে : তোলাবাজি ও সিন্ডিকেট ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ করলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী (Sujan chakraborty Criticises Mamata Banerjee)। রবিবার রাতে সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের এক সভায় যোগ দিতে বারাসতে আসেন তিনি । সেই সভামঞ্চ থেকেই মমতা ও অভিষেককে নিশানা করেন সুজন চক্রবর্তী । তিনি বলেন, "মমতার চেয়ে বড় তোলাবাজ নেই এই বাংলাতে । তাঁর ভাইপোও কম যান না । ওনার আবার কয়লা, গরু ও বালি পাচার থেকে তোলা লাগবে ৷ আর সবচেয়ে বড় তোলাবাজ তো নবান্নের মালকিন ৷ তোলাবাজ যদি মাথায় বসে থাকে তাহলে রাজ্যের সর্বনাশ ।"
তোলাবাজ প্রসঙ্গে আক্রমণ করতে গিয়ে সুজন চক্রবর্তী মুখ্যমন্ত্রীর পরিবারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগও করেছেন । টেনে এনেছেন অভিষেকের স্ত্রী রুজিরা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে জারি হওয়া জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানার বিষয়টিও । তাঁর কথায়, "মুখ্যমন্ত্রীর পরিবারের 35টি প্লট রয়েছে কালীঘাট চত্বরে । কীভাবে তা হল ? পাড়ার কাউন্সিলর, তৃণমূল নেতা তোলাবাজি করে তা সকলেই জানে । কিন্তু তাঁদের ঠাকুরদা, ঠাকুরমার মতো যিনি তোলাবাজি করেন, তিনি বসে আছেন নবান্নের 14 তলাতে । দশ বছরে রাজ্যের সর্বনাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । ক্ষমতায় থাকাকালীন বামফ্রন্ট রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করেছিল । কিন্তু তৃণমূল ক্ষমতায় আসতেই মমতার বাহিনী রাজ্যের মাথা নিচু করে দিয়েছে । এখন বাংলার পরিচয় তোলাবাজি আর সিন্ডিকেট রাজ ।"
Sujan Slams Mamata : সবচেয়ে বড় তোলাবাজ নবান্নের মালকিন, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ সুজনের - Sujan Slams Mamata
বারাসতের সভা থেকে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Slams Mamata) ৷
বারাসত, 9 মে : তোলাবাজি ও সিন্ডিকেট ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ করলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী (Sujan chakraborty Criticises Mamata Banerjee)। রবিবার রাতে সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের এক সভায় যোগ দিতে বারাসতে আসেন তিনি । সেই সভামঞ্চ থেকেই মমতা ও অভিষেককে নিশানা করেন সুজন চক্রবর্তী । তিনি বলেন, "মমতার চেয়ে বড় তোলাবাজ নেই এই বাংলাতে । তাঁর ভাইপোও কম যান না । ওনার আবার কয়লা, গরু ও বালি পাচার থেকে তোলা লাগবে ৷ আর সবচেয়ে বড় তোলাবাজ তো নবান্নের মালকিন ৷ তোলাবাজ যদি মাথায় বসে থাকে তাহলে রাজ্যের সর্বনাশ ।"
তোলাবাজ প্রসঙ্গে আক্রমণ করতে গিয়ে সুজন চক্রবর্তী মুখ্যমন্ত্রীর পরিবারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগও করেছেন । টেনে এনেছেন অভিষেকের স্ত্রী রুজিরা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে জারি হওয়া জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানার বিষয়টিও । তাঁর কথায়, "মুখ্যমন্ত্রীর পরিবারের 35টি প্লট রয়েছে কালীঘাট চত্বরে । কীভাবে তা হল ? পাড়ার কাউন্সিলর, তৃণমূল নেতা তোলাবাজি করে তা সকলেই জানে । কিন্তু তাঁদের ঠাকুরদা, ঠাকুরমার মতো যিনি তোলাবাজি করেন, তিনি বসে আছেন নবান্নের 14 তলাতে । দশ বছরে রাজ্যের সর্বনাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । ক্ষমতায় থাকাকালীন বামফ্রন্ট রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করেছিল । কিন্তু তৃণমূল ক্ষমতায় আসতেই মমতার বাহিনী রাজ্যের মাথা নিচু করে দিয়েছে । এখন বাংলার পরিচয় তোলাবাজি আর সিন্ডিকেট রাজ ।"