হাবড়া, 21 নভেম্বর : স্কুল খুলেছে এখনও এক সপ্তাহ হয়নি । তার মধ্যেই 15 ডিসেম্বর থেকে দশম ও দ্বাদশ শ্রেণির টেস্ট পরীক্ষার নোটিস জারি হয়েছে । তাতেই প্ল্যাকার্ড হাতে প্রধান শিক্ষকের ঘরের সামনে অবস্থান বিক্ষোভে বসল পড়ুয়ারা (Habra High School student demonstration) । ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার হাবড়া হাইস্কুলে ৷
পড়ুয়াদের দাবি, দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় ঠিকমতো অনলাইনে ক্লাস হয়নি তাদের । শেষ হয়নি পাঠ্যক্রমও । এই অবস্থায় পরীক্ষা দেওয়ার জন্য তারা কেউই প্রস্তুত নয় ৷ তাই আরও কিছুদিন সময় দেওয়ার আর্জি জানাতেই এই বিক্ষোভে সামিল হয়েছে তারা ।
হাবড়া হাইস্কুলের প্রধান শিক্ষক সঞ্জীবন পণ্ডা বলেন, "15 ডিসেম্বর থেকে টেস্ট পরীক্ষা নেওয়ার জন্য আমাদের কাছে সরকারি নির্দেশিকা এসেছে । সেই মতোই নোটিস দেওয়া হয়েছে ৷ এটা স্কুল কর্তৃপক্ষের নিজস্ব সিদ্ধান্ত নয় ৷ পরীক্ষা কবে হবে বা তার সিলেবাসই বা কি হবে, তা ঠিক করে সরকার । সেখানে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান হয়ে আমরা সরকারি নির্দেশিকার বাইরে যেতে পারি না ।"
তবে পড়ুয়াদের অভিভাবকদের সঙ্গেও এদিন কথা বলে আলোচনা করার আশ্বাসও দেন প্রধান শিক্ষক ৷
আরও পড়ুন : Covid Effect On Schools : স্কুলছুটদের স্কুলে ফেরাতে দাসপুরে শুরু ‘দুয়ারে রেজিস্ট্রেশন’