ETV Bharat / state

Minakha Student Death: কালীপুজো রাতে মিনাখায় তুবড়ি ফেটে মৃত্যু 1 কিশোরের - কালীপুজো

তুবড়ি ফেটে এক কিশোরের মৃত্যু (Student Death Due to Firecrackers Blast) ৷ কালীপুজোর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার মিনাখায় (Minakha Student Death) ৷ গলার নলি জ্বলে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷

student-death-due-to-firecrackers-blast-in-north-24-pargana
Student Death Due to Firecrackers Blast in North 24 Pargana
author img

By

Published : Oct 25, 2022, 4:09 PM IST

মিনাখা (উত্তর 24 পরগনা), 25 অক্টোবর: কালীপুজোর রাতে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক নবম শ্রেণির ছাত্রের ৷ তুবড়ি ফাটানোর সময় সেটিতে বিস্ফোরণ হয় ৷ আর তার জেরেই মৃত্যু হয় সায়ন পাত্র নামে ওই কিশোরের (Student Death Due to Firecrackers Blast) ৷ ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার মিনাখার মাঝেপাড়ায় (Minakha Student Death) ৷

পুলিশ সূত্রে খবর, 14 বছরের সায়ন পাত্র তাঁর বাবার মুদিখানার দোকান থেকে বাড়ি ফেরার সময় রাস্তায় বন্ধুদের সঙ্গে বাজি ফাটাচ্ছিল ৷ তখনই একটি তুবড়ি জ্বলন্ত অবস্থায় ফেটে যায় ৷ তুবড়ির একটি অংশ ছিটকে সায়নের গলায় লাগে ৷ গলার ওই অংশে গভীর ক্ষত হয় তার ৷ সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে মাটি লুটিয়ে পড়ে সায়ন পাত্র ৷ তাকে উদ্ধার করে মিনাখা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তবে, হাসপাতালে সায়নকে মৃত ঘোষণা করেন চিকিৎসক ৷ হাসপাতাল সূত্রে খবর, সায়নের গলার নলি জ্বলে গিয়ে রক্তক্ষরণের জেরে তার মৃত্যু হয়েছে ৷

কালীপুজো রাতে মিনাখায় তুবড়ি ফেটে মৃত্যু 1 কিশোরের

আরও পড়ুন: বল ভেবে খেলতে গিয়ে ফাটল বোমা, বিস্ফোরণে শিশুর মৃত্যু, জখম 1

এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে ৷ পুলিশ জানিয়েছে, এই ঘটনা তুবড়ি ফেটে হয়েছে, নাকি অন্যকোনও কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে ৷ এদিন স্থানীয় তৃণমূল নেতৃত্ব মৃত কিশোরের পরিবারের সঙ্গে দেখা করতে যান ৷ তৃণমূল নেতৃত্বকে সামনে পেয়ে, প্রতিবেশীদের তরফে মৃত সায়নের পরিবারকে আর্থিক সাহায্য করার দাবি জানায় ৷ পুরো বিষয়টি খতিয়ে দেখে সায়নের পরিবারকে সাহায্যে আশ্বাস দিয়েছেন তৃণমূলের নেতারা ৷

মিনাখা (উত্তর 24 পরগনা), 25 অক্টোবর: কালীপুজোর রাতে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক নবম শ্রেণির ছাত্রের ৷ তুবড়ি ফাটানোর সময় সেটিতে বিস্ফোরণ হয় ৷ আর তার জেরেই মৃত্যু হয় সায়ন পাত্র নামে ওই কিশোরের (Student Death Due to Firecrackers Blast) ৷ ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার মিনাখার মাঝেপাড়ায় (Minakha Student Death) ৷

পুলিশ সূত্রে খবর, 14 বছরের সায়ন পাত্র তাঁর বাবার মুদিখানার দোকান থেকে বাড়ি ফেরার সময় রাস্তায় বন্ধুদের সঙ্গে বাজি ফাটাচ্ছিল ৷ তখনই একটি তুবড়ি জ্বলন্ত অবস্থায় ফেটে যায় ৷ তুবড়ির একটি অংশ ছিটকে সায়নের গলায় লাগে ৷ গলার ওই অংশে গভীর ক্ষত হয় তার ৷ সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে মাটি লুটিয়ে পড়ে সায়ন পাত্র ৷ তাকে উদ্ধার করে মিনাখা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তবে, হাসপাতালে সায়নকে মৃত ঘোষণা করেন চিকিৎসক ৷ হাসপাতাল সূত্রে খবর, সায়নের গলার নলি জ্বলে গিয়ে রক্তক্ষরণের জেরে তার মৃত্যু হয়েছে ৷

কালীপুজো রাতে মিনাখায় তুবড়ি ফেটে মৃত্যু 1 কিশোরের

আরও পড়ুন: বল ভেবে খেলতে গিয়ে ফাটল বোমা, বিস্ফোরণে শিশুর মৃত্যু, জখম 1

এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে ৷ পুলিশ জানিয়েছে, এই ঘটনা তুবড়ি ফেটে হয়েছে, নাকি অন্যকোনও কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে ৷ এদিন স্থানীয় তৃণমূল নেতৃত্ব মৃত কিশোরের পরিবারের সঙ্গে দেখা করতে যান ৷ তৃণমূল নেতৃত্বকে সামনে পেয়ে, প্রতিবেশীদের তরফে মৃত সায়নের পরিবারকে আর্থিক সাহায্য করার দাবি জানায় ৷ পুরো বিষয়টি খতিয়ে দেখে সায়নের পরিবারকে সাহায্যে আশ্বাস দিয়েছেন তৃণমূলের নেতারা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.