ETV Bharat / state

Sovandeb on Mamata: দু'একজনের জন্য তৃণমূল কংগ্রেস মন্দির অপবিত্র হতে পারে না, দুর্নীতি প্রসঙ্গে মন্তব্য শোভনদেবের - Sovandeb Chattopadhyay Says over Mamata Banerjee

'মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের মন্দিরের দেবী' দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay Says over Mamata Banerjee)।

Sovandeb on Mamata
শোভনদেব চট্টোপাধ্যায়
author img

By

Published : Mar 26, 2023, 3:18 PM IST

তৃণমূল কংগ্রেসের মন্দিরের দেবী মমতা বললেন শোভনদেব

খড়দা, 26 মার্চ: আগামী 29 তারিখ ছাত্র-যুব তৃণমূল কংগ্রেসের ডাকে শহিদ মিনারে সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল খড়দা রবীন্দ্রভবনে। সেখানে এদিন বক্তব্য রাখতে গিয়ে শোভনদেব চট্টোপাধ্যায় সিপিএম (CPM) আমলে চাকরির দুর্নীতির নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, "একটা মন্দিরে পুরোহিত চোর, দেবতা চোর হয়ে যায় ? দেবতা অপবিত্র হয়ে যায়? তৃণমূল কংগ্রেসের দেবতা যারা, আমরা যাদের ভালোবাসি, শ্রদ্ধা করি। আমি চোর হতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় কেন চোর হবে ? সে তো প্রাণ দিয়ে সারা বাংলার জন্য করেছে। বাংলাকে ভারতবর্ষের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ রাজ্যে পরিণত করেছে। ভোট তো তাঁকেই দেবেন। আরও একবার তাঁকে জিতিয়ে আনবেন।"

তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় 2018 সালে স্বল্পমূল্যের ওষুধের দোকান করে দিয়েছে ৷ মোদি সরকার এখন ওষুধের দোকান করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্প করেছেন, মোদি সরকার বেটি পড়াও, বেটি বাঁচাও প্রকল্প করেছে। কারা নকল করছে ? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প জানার জন্যে 4টি রাজ্যের মন্ত্রীরা এসেছেন। বিহার, ওড়িশা, তেলেঙ্গানা। আমি কৃষি দফতরে আছি। কৃষি বীমা কীভাবে দেওয়া হয় জানতে আসেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের আইডলে পরিণত হয়েছেন।

খড়দার বিধায়ক সিপিএমকে সমর্থন প্রসঙ্গে জানান, যারা ছেলেকে মেরে রক্ত নিয়ে এসে মাকে ভাত মাখিয়ে খেতে বাধ্য করে, তাদেরকে আবার সমর্থন করবেন ? একটা ছাত্র পরিষদের ছেলে বন্দেমাতরম বলেছিল বলে তাঁকে গাছে বেঁধে জ্যান্ত কই মাছ গলায় ঢুকিয়ে দিয়েছিল। রক্ত বেরোতে বেরোতে ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়ল তাকে সমর্থন করবেন? এই সিপিএমকে আবার বিশ্বাস করবেন ? চোর থাকলে আমরা চোর তাড়াব ৷ ডাকাত থাকলে আমরা ডাকাত তাড়াব সবাই মিলে।

আরও পড়ুন: নিজেকে হনুমানের মতো শক্তিশালী বলে তুলনা মদনের

সাংবাদিকদের মুখোমুখি হয়ে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, "বিরোধী দল সিপিএম, কংগ্রেস ও বিজেপি এরা পরিষ্কার করছে সব জায়গায় আমরা পার্টি দেব না। এরা অনৈতিক জোট তৈরি করেছে তাদের এই বক্তব্য খুবই তাৎপর্যপূর্ণ ৷ আমার বিশ্বাস যে এই অনৈতিক জোটকে মানুষ সমর্থন করবে না ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সব প্রকল্প যেভাবে কেন্দ্রীয় সরকারের থেকে পুরস্কার জিতেছে সেই সব দেখে মানুষ বিভ্রান্ত হবে না ৷ তাঁকে পুনরায় আবার নির্বাচিত করবেন ৷ ভুল-ত্রুটি যদি কিছু হয়ে থাকে তাদের বর্জন করা হবে ৷ যারা অন্যায় করেছে, তাদের কোর্ট শাস্তি দেবে, তাদেরকে দল গ্রহণ করবে না ৷ এর জন্য মন্দির খারাপ হয় না, তৃণমূল কংগ্রেস খারাপ হয় না কিংবা পুরোহিত খারাপ হয় না।"

তৃণমূল কংগ্রেসের মন্দিরের দেবী মমতা বললেন শোভনদেব

খড়দা, 26 মার্চ: আগামী 29 তারিখ ছাত্র-যুব তৃণমূল কংগ্রেসের ডাকে শহিদ মিনারে সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল খড়দা রবীন্দ্রভবনে। সেখানে এদিন বক্তব্য রাখতে গিয়ে শোভনদেব চট্টোপাধ্যায় সিপিএম (CPM) আমলে চাকরির দুর্নীতির নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, "একটা মন্দিরে পুরোহিত চোর, দেবতা চোর হয়ে যায় ? দেবতা অপবিত্র হয়ে যায়? তৃণমূল কংগ্রেসের দেবতা যারা, আমরা যাদের ভালোবাসি, শ্রদ্ধা করি। আমি চোর হতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় কেন চোর হবে ? সে তো প্রাণ দিয়ে সারা বাংলার জন্য করেছে। বাংলাকে ভারতবর্ষের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ রাজ্যে পরিণত করেছে। ভোট তো তাঁকেই দেবেন। আরও একবার তাঁকে জিতিয়ে আনবেন।"

তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় 2018 সালে স্বল্পমূল্যের ওষুধের দোকান করে দিয়েছে ৷ মোদি সরকার এখন ওষুধের দোকান করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্প করেছেন, মোদি সরকার বেটি পড়াও, বেটি বাঁচাও প্রকল্প করেছে। কারা নকল করছে ? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প জানার জন্যে 4টি রাজ্যের মন্ত্রীরা এসেছেন। বিহার, ওড়িশা, তেলেঙ্গানা। আমি কৃষি দফতরে আছি। কৃষি বীমা কীভাবে দেওয়া হয় জানতে আসেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের আইডলে পরিণত হয়েছেন।

খড়দার বিধায়ক সিপিএমকে সমর্থন প্রসঙ্গে জানান, যারা ছেলেকে মেরে রক্ত নিয়ে এসে মাকে ভাত মাখিয়ে খেতে বাধ্য করে, তাদেরকে আবার সমর্থন করবেন ? একটা ছাত্র পরিষদের ছেলে বন্দেমাতরম বলেছিল বলে তাঁকে গাছে বেঁধে জ্যান্ত কই মাছ গলায় ঢুকিয়ে দিয়েছিল। রক্ত বেরোতে বেরোতে ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়ল তাকে সমর্থন করবেন? এই সিপিএমকে আবার বিশ্বাস করবেন ? চোর থাকলে আমরা চোর তাড়াব ৷ ডাকাত থাকলে আমরা ডাকাত তাড়াব সবাই মিলে।

আরও পড়ুন: নিজেকে হনুমানের মতো শক্তিশালী বলে তুলনা মদনের

সাংবাদিকদের মুখোমুখি হয়ে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, "বিরোধী দল সিপিএম, কংগ্রেস ও বিজেপি এরা পরিষ্কার করছে সব জায়গায় আমরা পার্টি দেব না। এরা অনৈতিক জোট তৈরি করেছে তাদের এই বক্তব্য খুবই তাৎপর্যপূর্ণ ৷ আমার বিশ্বাস যে এই অনৈতিক জোটকে মানুষ সমর্থন করবে না ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সব প্রকল্প যেভাবে কেন্দ্রীয় সরকারের থেকে পুরস্কার জিতেছে সেই সব দেখে মানুষ বিভ্রান্ত হবে না ৷ তাঁকে পুনরায় আবার নির্বাচিত করবেন ৷ ভুল-ত্রুটি যদি কিছু হয়ে থাকে তাদের বর্জন করা হবে ৷ যারা অন্যায় করেছে, তাদের কোর্ট শাস্তি দেবে, তাদেরকে দল গ্রহণ করবে না ৷ এর জন্য মন্দির খারাপ হয় না, তৃণমূল কংগ্রেস খারাপ হয় না কিংবা পুরোহিত খারাপ হয় না।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.