হাবরা, 24 সেপ্টেম্বর : হাবরায় দম্পতি খুনে নয়া মোড় । ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে নিহত দম্পতির জামাই ও এক সুপারি কিলারকে । আজ সাংবাদিক বৈঠকে একথাই জানালেন বারাসত পুলিশ জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় । ধৃতদের নাম বান্টি সাধু ও অজয় দাস। বান্টি নিহত দম্পতির জামাই ।
16 সেপ্টেম্বর ভোররাতে হাবরার টুনিঘাটা গ্রামে খুন হন রামকৃষ্ণ মণ্ডল ও লীলা মণ্ডল । খুনের ঘটনায় পরিবারের তরফে তন্ময় বর নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় । ঘটনার 24 ঘণ্টার মধ্যেই পুলিশ তন্ময়কে গ্রেপ্তার করে। কিন্তু হেপাজতে নিয়ে তন্ময়কে জেরা করে পুলিশ নিশ্চিত হয় , ঘটনার সঙ্গে তন্ময়ের কোনও যোগসূত্র নেই । তাহলে কী কারণে পুলিশ তন্ময়কে গ্রেপ্তার করেছিল ? দম্পতি খুনের পর তাঁদের ছোটো জামাই বান্টি সাধু বারবার তন্ময় বরের বিরুদ্ধে অভিযোগ এনেছিল ৷ সে জানিয়েছিল, তন্ময়ের সঙ্গে রামকৃষ্ণ মণ্ডলের ভাইঝির সম্পর্ক ছিল এবং তা সফল না হওয়ায় তন্ময়ের তাদের পরিবারের উপর রাগ ছিল ৷ আর সেই রাগ থেকেই দু'জনকে খুন করেছে বলে অভিযোগ এনেছিল ৷ এই সূত্র ধরেই পুলিশ তন্ময়কে গ্রেপ্তার করে ৷ কিন্তু জেরায় বুঝতে পারে যে সে এই খুনের সঙ্গে যুক্ত নয় ৷
তারপরই পুলিশ নিহত দম্পতির পরিবারের দিকে নজর দেয় । রামকৃষ্ণ ও লীলার ছোটো জামাই বান্টির আচরণে পুলিশের সন্দেহ হয় । লাগাতার জেরায় স্বীকার করে নেয় , শ্বশুর-শাশুড়িকে সুপারি কিলার দিয়ে সে-ই খুন করেছে। কিন্তু খুনের পিছনে কী কারণ ছিল ? পুলিশের জানিয়েছে , ওই মৃত দম্পতির দুই মেয়ে ৷ বড় মেয়ে ও জামাই মারা গিয়েছেন ৷ আর কেউ ছিল না ৷ সেক্ষেত্রে , শ্বশুর-শাশুড়িকে মেরে সমস্ত সম্পত্তির মালিক হতে চেয়েছিল বান্টি ৷ শ্বশুর-শাশুড়ি মারা যাওয়ার পর সব সম্পত্তি হাতে পেলেই 10 লাখ টাকা দেওয়ার শর্তে হাবরার জয়গাছির বাসিন্দা অজয় দাস নামে সুপারি কিলারকে 10 লাখ টাকা চুক্তিতে নিয়োগ করেছিল বান্টি । পরিকল্পনা মতো 16 সেপ্টেম্বর রাতে অজয় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁদের গুলি করে খুন করেছিল ।
পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন , '’FIR-এ নাম থাকায় আমরা তন্ময় বর নামে এক যুবককে প্রথমে গ্রেপ্তার করেছিলাম । কিন্তু পরে নিশ্চিত হই , সে এই খুনে জড়িত নয় । তারপর তদন্তে জানতে পারি, নিহত দম্পতির জামাই বান্টিই এই খুনের মূল চক্রী । 10 লাখ টাকা দিয়ে সুপারি কিলার ব্যবহার করে শ্বশুর-শাশুড়িকে খুন করেছে । মূলত সম্পত্তির লোভেই সে এই খুন করে । খুনে ব্যবহৃত পিস্তলটি উদ্ধার করা হয়েছে । তন্ময়কে এই মামলা থেকে বাদ দেওয়ার জন্য আইনি নিয়ম অনুসারে আদালতে আবেদন জানানো হবে ।'’