কলকাতা, 31 মে : ছাড়া হবে না কাউকেই । জগদ্দলে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আর তারপরই 'অতি সক্রিয়' প্রশাসন । বৃহস্পতিবার রাতেই গ্রেপ্তার করা হয় 10 জনকে । এদের মধ্যে 2 জনকে পুলিশ ব্যক্তিগত বন্ডে ছেড়ে দেয় । পাশাপাশি, পুরো বিষয়টি নিয়ে রিপোর্ট তলব করল নবান্ন ।
গতকাল ঘর ছাড়াদের ঘরে ফেরানোর কর্মসূচি ছিল নৈহাটিতে । সেই কর্মসূচিতে যোগ দেওয়ার পথে জগদ্দল এবং নৈহাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের সামনে জয় শ্রীরাম ধ্বনি তুলতে থাকেন কয়েকজন । যদিও মুখ্যমন্ত্রীর অভিযোগ, জয় শ্রীরাম ধ্বনির সঙ্গে দেওয়া হয়েছে গালিগালাজ । বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী । উপস্থিত পুলিশ ও নিরাপত্তারক্ষীদের কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন । আর তারপরই যেন কোমর বাঁধল পুলিশ ও প্রশাসন ।
মমতা বলেছিলেন, বাড়ি বাড়ি ঢুকে নাকা চেকিং করতে । সূত্রের খবর, সেই নির্দেশ মাফিকই না কি শুরু হয় তল্লাশি । 8 জনকে গ্রেপ্তার করে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ । একই সঙ্গে পুলিশ সূত্রে খবর, আরও কয়েকজন পলাতক । তাদের বিরুদ্ধে শুরু হয়েছে অভিযান । দ্রুত অভিযুক্তদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে । প্রশাসনের একটি মহলের মত, জয়শ্রীরাম বলার জন্য নয়, মুখ্যমন্ত্রীকে গালিগালাজ-অপমান-হুমকি দেওয়ার জন্যই এই পদক্ষেপ ।
যদিও, যদি বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজা চরমে উঠেছে । প্রশাসন যতই মুখ্যমন্ত্রীর নিরাপত্তার বিষয়টিতে জোর দিক না কেন । বিরোধীদের দাবি কিন্তু, সম্পূর্ণ আলাদা । এক্ষেত্রে তারা রাজনৈতিক অভিসন্ধির দিকে আঙুল তুলছে ।
এই সংক্রান্ত খবর : গাড়ির সামনে ফের জয় শ্রীরাম ধ্বনি, মেজাজ হারালেন মমতা