ETV Bharat / state

Snatching Rifle : সীমান্তে মহিলা বিএসএফ জওয়ানকে মারধর করে রাইফেল ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা

ঘোজাডাঙা সীমান্ত পাহারার দায়িত্বে থাকা এক মহিলা বিএসএফের কাছ থেকে রাইফেল ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা (Snatching Rifle in Ghojadanga border)। খোয়া গিয়েছে 20 রাউন্ড কার্তুজও । ঘটনার পর বিএসএফের তৎপরতার কারণে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় ঘোজাডাঙা সীমান্তও । পরে বাণিজ্যের কথা ভেবে ঘোজাডাঙা সীমান্ত খুলে দেওয়া হয় ৷ কয়েকজন সন্দেহভাজনকে আটক করেছে বিএসএফ ।

Snatching Rifle news
মহিলা বিএসএফ জওয়ানকে মারধর করে রাইফেল ছিনতাই
author img

By

Published : May 11, 2022, 6:42 PM IST

বসিরহাট, 11 মে : কী কাণ্ড ! সীমান্ত পাহারার দায়িত্বে থাকা এক মহিলা বিএসএফের থেকে ইনসাস রাইফেল ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা । খোয়া গিয়েছে 20 রাউন্ড কার্তুজও (Snatching Rifle in Ghojadanga border)। এমনই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে বসিরহাটের ঘোজাডাঙা সীমান্তে । ঘটনার পরই নড়েচড়ে বসেছে বিএসএফ কর্তৃপক্ষ । দুষ্কৃতীদের হদিশ পেতে সীমান্ত এলাকায় শুরু হয়েছে চিরুনি তল্লাশি । বিএসএফের তৎপরতার কারণে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় ঘোজাডাঙা সীমান্তও । যার প্রভাব পড়ে সীমান্ত বাণিজ্যে । পরে অবশ্য সীমান্তে বাণিজ্যের কথা ভেবে ঘোজাডাঙা সীমান্ত খুলে দেওয়া হয় বিএসএফের তরফে । সূত্রের খবর, এই ঘটনায় কয়েকজন সন্দেহভাজনকে আটক করেছে বিএসএফ । তাদের জেরা করে ঘটনার কিনারা করার চেষ্টা চলছে ।

আরও পড়ুন : পেট্রাপোল বন্দরে বন্ধ ভারত-বাংলাদেশ সীমান্ত বাণিজ্য

ঘটনার সূত্রপাত বুধবার ভোরের দিকে । ভারত-বাংলাদেশের ঘোজাডাঙা সীমান্তে পাহারা দিচ্ছিলেন বিএসএফের 153 নম্বর ব্যাটেলিয়ানের এক মহিলা জওয়ান । সেই সময় জনা কয়েক দুষ্কৃতী হামলা চালায় তাঁর ওপর । কিছু বুঝে ওঠার আগেই মহিলা জওয়ানকে মারধর করে এবং তাঁর কাছে থাকা ইনসাস রাইফেল ও 20 রাউন্ড কার্তুজ ছিনতাই করে পালিয়ে যায় দুষ্কৃতীরা । এরপর ঘটনাটি জানানো হয় বিএসএফের আধিকারিকদের । খবর পেয়ে তাঁরা চলে আসেন সেখানে । কিন্তু, হদিশ মেলেনি দুষ্কৃতীদের । পলাতক দুষ্কৃতীদের খোঁজ পেতে সীমান্ত জুড়ে শুরু হয় চিরুনি তল্লাশি । চলছে নাকা চেকিংও । এর জেরে কিছুক্ষণের জন্য এদিন বন্ধ হয়ে যায় ঘোজাডাঙা সীমান্ত । যদিও ঘোজাডাঙা সীমান্ত বন্ধের কথা কিংবা তার জেরে বাণিজ্যে প্রভাব পড়ার বিষয়ে মুখ খুলতে চাননি সীমান্তের শুল্ক দফতর অথবা বিএসএফ কর্তৃপক্ষ ।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, এদিন বসিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । কয়েকজন সন্দেহভাজনকে আটক করে তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে । তবে এখনও পর্যন্ত খোয়া যাওয়া ইনসাস রাইফেল কিংবা কার্তুজ কোনও কিছুরই সন্ধান মেলেনি । ঘটনার পিছনে বাংলাদেশি দুষ্কৃতীদের যোগ রয়েছে বলে অনুমান বিএসএফ কর্তৃপক্ষের ।

বসিরহাট, 11 মে : কী কাণ্ড ! সীমান্ত পাহারার দায়িত্বে থাকা এক মহিলা বিএসএফের থেকে ইনসাস রাইফেল ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা । খোয়া গিয়েছে 20 রাউন্ড কার্তুজও (Snatching Rifle in Ghojadanga border)। এমনই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে বসিরহাটের ঘোজাডাঙা সীমান্তে । ঘটনার পরই নড়েচড়ে বসেছে বিএসএফ কর্তৃপক্ষ । দুষ্কৃতীদের হদিশ পেতে সীমান্ত এলাকায় শুরু হয়েছে চিরুনি তল্লাশি । বিএসএফের তৎপরতার কারণে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় ঘোজাডাঙা সীমান্তও । যার প্রভাব পড়ে সীমান্ত বাণিজ্যে । পরে অবশ্য সীমান্তে বাণিজ্যের কথা ভেবে ঘোজাডাঙা সীমান্ত খুলে দেওয়া হয় বিএসএফের তরফে । সূত্রের খবর, এই ঘটনায় কয়েকজন সন্দেহভাজনকে আটক করেছে বিএসএফ । তাদের জেরা করে ঘটনার কিনারা করার চেষ্টা চলছে ।

আরও পড়ুন : পেট্রাপোল বন্দরে বন্ধ ভারত-বাংলাদেশ সীমান্ত বাণিজ্য

ঘটনার সূত্রপাত বুধবার ভোরের দিকে । ভারত-বাংলাদেশের ঘোজাডাঙা সীমান্তে পাহারা দিচ্ছিলেন বিএসএফের 153 নম্বর ব্যাটেলিয়ানের এক মহিলা জওয়ান । সেই সময় জনা কয়েক দুষ্কৃতী হামলা চালায় তাঁর ওপর । কিছু বুঝে ওঠার আগেই মহিলা জওয়ানকে মারধর করে এবং তাঁর কাছে থাকা ইনসাস রাইফেল ও 20 রাউন্ড কার্তুজ ছিনতাই করে পালিয়ে যায় দুষ্কৃতীরা । এরপর ঘটনাটি জানানো হয় বিএসএফের আধিকারিকদের । খবর পেয়ে তাঁরা চলে আসেন সেখানে । কিন্তু, হদিশ মেলেনি দুষ্কৃতীদের । পলাতক দুষ্কৃতীদের খোঁজ পেতে সীমান্ত জুড়ে শুরু হয় চিরুনি তল্লাশি । চলছে নাকা চেকিংও । এর জেরে কিছুক্ষণের জন্য এদিন বন্ধ হয়ে যায় ঘোজাডাঙা সীমান্ত । যদিও ঘোজাডাঙা সীমান্ত বন্ধের কথা কিংবা তার জেরে বাণিজ্যে প্রভাব পড়ার বিষয়ে মুখ খুলতে চাননি সীমান্তের শুল্ক দফতর অথবা বিএসএফ কর্তৃপক্ষ ।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, এদিন বসিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । কয়েকজন সন্দেহভাজনকে আটক করে তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে । তবে এখনও পর্যন্ত খোয়া যাওয়া ইনসাস রাইফেল কিংবা কার্তুজ কোনও কিছুরই সন্ধান মেলেনি । ঘটনার পিছনে বাংলাদেশি দুষ্কৃতীদের যোগ রয়েছে বলে অনুমান বিএসএফ কর্তৃপক্ষের ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.