হাসনাবাদ, 6 নভেম্বর : প্রায় 24 ঘণ্টা পরও থমথমে উত্তর 24 পরগনার হাসনাবাদের ভবানীপুর গ্রাম ৷ গতকাল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠেছিল এই গ্রাম ৷ এলাকায় এলোপাথাড়ি গুলি চলেছিল ৷ আক্রান্ত হয়েছিল দু'পক্ষের ছয়জন ৷ ব্যাপক বোমাবাজিও হয় ৷ ঘটনার পরই এলাকায় পুলিশ পিকেট বসানো হয় ৷ এখনও মোতায়েন রয়েছে পুলিশ ৷ গোটা এলাকা থমথমে ৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গতকাল এলাকায় দুষ্কৃতী তাণ্ডবের জেরে সাধারণ মানুষ আতঙ্কিত ৷
ঘটনার সূত্রপাত রাস্তায় লাইট লাগানোকে কেন্দ্র করে ৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, লাইট লাগানো নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয় ৷ এলাকায় বোমাবাজি শুরু হয় । বাড়ি ভাঙচুর করে দুই পক্ষ ৷ একপক্ষ অপরপক্ষকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে ৷ গুলিবিদ্ধ হয় দুপক্ষের মোট ছয়জন ৷ তার মধ্যে রয়েছে একজন মহিলাও ৷ জখমদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয় ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে আসে ৷ তবে পুলিশকে লক্ষ্য করেও বোমা ছোড়া হয় বলে অভিযোগ । চালানো হয় গুলিও ।
পরিস্থিতি বেগতিক দেখে এলাকায় নামানো হয় কমব্যাট ফোর্স ও RAF ৷ গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ বাহিনী ৷ স্থানীয় বাসিন্দা করিম সরদার বলেন, "লাইট লাগানো নিয়ে ঝামেলার সূত্রপাত । পুলিশের সামনেই বোমা-গুলি চলেছে । আমার পরিবারও আক্রান্ত । আমাদের উপর হামলা করা হয়েছে ৷ আমরা দোষীদের শাস্তি চাই ৷"
আক্রান্ত এক যুবকের মা সোফরা বিবি বলেন, "মোট ছয়জনের গুলি লেগেছে ৷ প্রথমে লাইট লাগানো নিয়ে ঝামেলা শুরু হয় ৷ পরে তা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের আকার নেয় ৷"
হাসনাবাদ থানা সূত্রে খবর, এক পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ৷ তার ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে ৷ তবে এখনও পর্যন্ত কোনও অভিযুক্ত ধরা পড়েনি ৷