ETV Bharat / state

এবার শীলভদ্র, তৃণমূল ছাড়লেন ব্যারাকপুরের বিধায়ক

author img

By

Published : Dec 18, 2020, 11:04 AM IST

Updated : Dec 18, 2020, 8:05 PM IST

Silbhadra Dutta
শীলভদ্র দত্ত

11:02 December 18

দলের প্রাথমিক সদস্যপদ ত্যাগ করলেন শীলভদ্র দত্ত । তবে বিধায়ক পদ এখনই ছাড়ছেন না তিনি ।

তৃণমূল ছাড়লেন ব্যারাকপুরের বিধায়ক

ব্যারাকপুর, 18 ডিসেম্বর : শুভেন্দু-জিতেন্দ্রর পর এবার দল ছাড়লেন  শীলভদ্র দত্ত । দলের প্রাথমিক সদস্যপদ ত্যাগ করলেন ব্যারাকপুরের বিধায়ক । তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে দল ত্যাগে বিষয়টি জানিয়ে চিঠিও পাঠিয়েঠেন তিনি । ঠিক কী কারণে তিনি ঘাসফুলের জার্সি খুলে রাখলেন, সে বিষয়ে চিঠিতে কোনও আলোকপাত করেননি শীলভদ্রবাবু ।

বেশ কিছুদিন ধরেই বেসুরো গাইতে শুরু করেছিলেন ব্যারাকপুরের বিধায়ক । তবে তৃণমূল ছাড়লেও বিধায়ক পদ এখনই ছাড়ছেন না তিনি । কিছুদিন আগেই বিধানসভার স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিতে এসেছিলেন ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত । সেদিন তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন,"ভোটে লড়তেও পারি । আবার রাজনীতি ছেড়ে দিতেও পারি । তবে তৃণমূলের হয়ে লড়ব না ।" সেদিন থেকেই অনেকে অনুমান করতে শুরু করেছিলেন, এমনই কিছু একটা হতে চলেছে ।

আরও পড়ুন : রাজনীতি ছেড়ে দিতেও পারি, লড়লে তৃণমূলের হয়ে লড়ব না : শীলভদ্র

তবে বিজেপিতে তিনি যোগ দেবেন কি না সেই নিয়ে এখনই কিছু মন্তব্য করতে চাননি ব্যারাকপুরের বিধায়ক । এদিকে আজ রাতেই বাংলায় আসছেন অমিত শাহ । আগামীকাল রাজনৈতিক সমাবেশ রয়েছেন তাঁর । তবে কি অমিত শাহর হাত ধরেই গেরুয়া জার্সি পরতে চলেছেন শীলভদ্র দত্ত ? এই নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা ।

11:02 December 18

দলের প্রাথমিক সদস্যপদ ত্যাগ করলেন শীলভদ্র দত্ত । তবে বিধায়ক পদ এখনই ছাড়ছেন না তিনি ।

তৃণমূল ছাড়লেন ব্যারাকপুরের বিধায়ক

ব্যারাকপুর, 18 ডিসেম্বর : শুভেন্দু-জিতেন্দ্রর পর এবার দল ছাড়লেন  শীলভদ্র দত্ত । দলের প্রাথমিক সদস্যপদ ত্যাগ করলেন ব্যারাকপুরের বিধায়ক । তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে দল ত্যাগে বিষয়টি জানিয়ে চিঠিও পাঠিয়েঠেন তিনি । ঠিক কী কারণে তিনি ঘাসফুলের জার্সি খুলে রাখলেন, সে বিষয়ে চিঠিতে কোনও আলোকপাত করেননি শীলভদ্রবাবু ।

বেশ কিছুদিন ধরেই বেসুরো গাইতে শুরু করেছিলেন ব্যারাকপুরের বিধায়ক । তবে তৃণমূল ছাড়লেও বিধায়ক পদ এখনই ছাড়ছেন না তিনি । কিছুদিন আগেই বিধানসভার স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিতে এসেছিলেন ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত । সেদিন তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন,"ভোটে লড়তেও পারি । আবার রাজনীতি ছেড়ে দিতেও পারি । তবে তৃণমূলের হয়ে লড়ব না ।" সেদিন থেকেই অনেকে অনুমান করতে শুরু করেছিলেন, এমনই কিছু একটা হতে চলেছে ।

আরও পড়ুন : রাজনীতি ছেড়ে দিতেও পারি, লড়লে তৃণমূলের হয়ে লড়ব না : শীলভদ্র

তবে বিজেপিতে তিনি যোগ দেবেন কি না সেই নিয়ে এখনই কিছু মন্তব্য করতে চাননি ব্যারাকপুরের বিধায়ক । এদিকে আজ রাতেই বাংলায় আসছেন অমিত শাহ । আগামীকাল রাজনৈতিক সমাবেশ রয়েছেন তাঁর । তবে কি অমিত শাহর হাত ধরেই গেরুয়া জার্সি পরতে চলেছেন শীলভদ্র দত্ত ? এই নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা ।

Last Updated : Dec 18, 2020, 8:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.