ETV Bharat / state

Shot in Kamarhati : কামারহাটিতে গুলি, আহত 6; নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ - shot

শাসকদলের কার্যালয়ে তখন চলছে দুয়ারে সরকার কর্মসূচির প্রস্তুতি ৷ ভিড় জমিয়েছিলেন স্থানীয় মহিলারা ৷ সেই সময় বাইকে করে এসে দুষ্কৃতীরা গুলি চালিয়ে চলে যায় বলে জানান স্থানীয়রা ৷ ঘটনাস্থলে বেলঘড়িয়া থানার পুলিশ ৷

কামারহাটি পৌরসভা এলাকায় চলল গুলি
কামারহাটি পৌরসভা এলাকায় চলল গুলিকামারহাটি পৌরসভা এলাকায় চলল গুলি
author img

By

Published : Aug 27, 2021, 11:43 AM IST

কামারহাটি, 27 অগস্ট : বৃহস্পতিবার রাতে উত্তর 24 পরগনার কামারহাটি পৌরসভা এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে চলল গুলি ৷ মহিলা ও শিশু-সহ ঘটনায় আহত ছয়জন ৷ আহতদের সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

স্থানীয় বাসিন্দারা জানান, কামারহাটি পৌরসভার 6 নং ওয়ার্ডের তৃণমূল কার্যালয়ে তখন 'দুয়ারে সরকার' কর্মসূচির প্রস্তুতি চলছিল ৷ এলাকার মহিলারাই ভিড় করেছিলেন সেখানে ৷ বাইরে বৃষ্টি পড়ায় রাস্তাঘাটে খুব বেশি লোকও ছিল না ৷ এমন সময় মুখে কালো কাপড় বেঁধে বাইকে করে কিছু দুষ্কৃতী এসে গুলি চালিয়ে পালিয়ে যায় ৷ এই ঘটনায় মহিলা ও শিশু-সহ মোট ছ'জন আহত হয় ৷

খবর পেয়ে ঘটনাস্থলে বেলঘড়িয়া থানার পুলিশ-সহ আসেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা ৷ তিনি বলেন, "ঠিক কী কারণে এই ঘটনা তা এখনও স্পষ্ট নয় ৷ দোষীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে ৷ পুলিশ এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবে ৷"

কামারহাটি পৌরসভা এলাকায় চলল গুলি
এই বিষয়ে প্রশাসকমণ্ডলীর সদস্য কালামউদ্দিন আনসারি স্পষ্ট করে না বললেও, যাদের নামে তিনি অভিযোগ করেছেন, প্রত্যেকেই তৃণমূল কর্মী-সমর্থক বলে পরিচিত । তাঁর দাবি, এই ঘটনার সঙ্গে যারা যুক্ত পুলিশ তাদের সবাইকে চেনে ৷

পুলিশ ফাঁড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে অবস্থিত তৃণমূল কার্যালয়ে কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন ৷

আরও পড়ুন : PMAY Cut Money : প্রধানমন্ত্রী আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ দেগঙ্গায়

কামারহাটি, 27 অগস্ট : বৃহস্পতিবার রাতে উত্তর 24 পরগনার কামারহাটি পৌরসভা এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে চলল গুলি ৷ মহিলা ও শিশু-সহ ঘটনায় আহত ছয়জন ৷ আহতদের সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

স্থানীয় বাসিন্দারা জানান, কামারহাটি পৌরসভার 6 নং ওয়ার্ডের তৃণমূল কার্যালয়ে তখন 'দুয়ারে সরকার' কর্মসূচির প্রস্তুতি চলছিল ৷ এলাকার মহিলারাই ভিড় করেছিলেন সেখানে ৷ বাইরে বৃষ্টি পড়ায় রাস্তাঘাটে খুব বেশি লোকও ছিল না ৷ এমন সময় মুখে কালো কাপড় বেঁধে বাইকে করে কিছু দুষ্কৃতী এসে গুলি চালিয়ে পালিয়ে যায় ৷ এই ঘটনায় মহিলা ও শিশু-সহ মোট ছ'জন আহত হয় ৷

খবর পেয়ে ঘটনাস্থলে বেলঘড়িয়া থানার পুলিশ-সহ আসেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা ৷ তিনি বলেন, "ঠিক কী কারণে এই ঘটনা তা এখনও স্পষ্ট নয় ৷ দোষীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে ৷ পুলিশ এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবে ৷"

কামারহাটি পৌরসভা এলাকায় চলল গুলি
এই বিষয়ে প্রশাসকমণ্ডলীর সদস্য কালামউদ্দিন আনসারি স্পষ্ট করে না বললেও, যাদের নামে তিনি অভিযোগ করেছেন, প্রত্যেকেই তৃণমূল কর্মী-সমর্থক বলে পরিচিত । তাঁর দাবি, এই ঘটনার সঙ্গে যারা যুক্ত পুলিশ তাদের সবাইকে চেনে ৷

পুলিশ ফাঁড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে অবস্থিত তৃণমূল কার্যালয়ে কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন ৷

আরও পড়ুন : PMAY Cut Money : প্রধানমন্ত্রী আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ দেগঙ্গায়

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.