ETV Bharat / state

Shantanu Thakur Meeting At Thakurnagar : এখনও কেন লাগু হয়নি নাগরিকত্ব সংশোধনী আইন, ঠাকুরনগরে মতুয়াদের প্রশ্নের মুখে শান্তনু - এখনও কেন লাগু হয়নি নাগরিকত্ব সংশোধনী আইন, ঠাকুরনগরে মতুয়াদের প্রশ্নের মুখে শান্তনু ঠাকুর

শনিবার পোর্ট ট্রাস্টের অতিথিশালায় বিজেপির বিক্ষুব্ধ নেতাদের নিয়ে বৈঠকের পর রবিবার দুপুরে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মতুয়া সদস্যদের নিয়ে বৈঠকে বসেন শান্তনু ঠাকুর (Shantanu Thakur arranges a meeting with matua community members)।

Shantanu Thakur Meeting At Thakurnagar
এখনও কেন লাগু হয়নি নাগরিকত্ব সংশোধনী আইন, ঠাকুরনগরে মতুয়াদের প্রশ্নের মুখে শান্তনু ঠাকুর
author img

By

Published : Jan 16, 2022, 11:03 PM IST

বনগাঁ, 16 জানুয়ারি : নাগরিকত্ব আইন লাগু হওয়ার শেষ তারিখ পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কেন লাগু হয়নি নাগরিকত্ব সংশোধনী আইন? মতুয়া সদস্যদের নিয়ে বৈঠকে রবিবার মতুয়াদের এমনই প্রশ্নের মুখে পড়তে হল শান্তনু ঠাকুরকে। সূত্রের খবর, মতুয়াদের এমন প্রশ্নের মুখে যথেষ্ট বিড়ম্বনায় পড়ে যান কেন্দ্রীয় জাহাজ রাষ্ট্রমন্ত্রী। তবে মতুয়াদের দাবি আদায়ের জন্য এদিনের বৈঠক থেকে সমগ্র মতুয়াদের নতুন করে একত্রিত হওয়ার ডাক দেন তিনি।

শনিবার পোর্ট ট্রাস্টের অতিথিশালায় বিজেপির বিক্ষুব্ধ নেতাদের নিয়ে বৈঠকের পর রবিবার দুপুরে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মতুয়া সদস্যদের নিয়ে বৈঠকে বসেন শান্তনু ঠাকুর (Shantanu Thakur arranges a meeting with matua community members)। মতুয়া সদস্যদের পাশাপাশি এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া, বনগাঁ দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী এবং গাইঘাটার বিধায়ক তথা ঠাকুরবাড়ির বড় ছেলে সুব্রত ঠাকুর। প্রায় সাড়ে তিন ঘন্টার বৈঠক শেষে শান্তনু ঠাকুর জানান, "এটা নিছকই মতুয়াদের সাংগঠনিক বৈঠক। এখানে রাজনীতির কোনও ব্যাপার নেই।"

বৈঠক শেষে একই দাবি করেন সুব্রত ঠাকুরও। তিনি বলেন, "আজকের এই বৈঠক মতুয়া মহাসঙ্ঘের রুটিন বৈঠক। বৈঠকে বিভিন্ন বিষয়ের সঙ্গে সিএএ নিয়েও আলোচনা হয়েছে।" তাঁর দাবি, "নাগরিকত্ব সংশোধনী আইন লাগু হওয়ার শেষ তারিখ ছিল 9 জানুয়ারি। কিন্তু এখনও তা হয়নি ৷ এদিনের বৈঠকে সিএএ নিয়ে মতুয়া প্রতিনিধিদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে আমাদের। তাদের জবাবদিহি করতে হয়েছে কোন বাধ্যবাধকতা থেকে এখনও পর্যন্ত আইনটি লাগু হয়নি। মতুয়ারা এর সমাধান চাইছে।"

আরও পড়ুন : Shantanu Thakur Demands : 'বিদ্রোহী' নেতাদের নিয়ে বৈঠক শেষে সাধারণ সম্পাদকের অপসারণ দাবি শান্তনু ঠাকুরের

গাইঘাটার বিধায়ক আরও জানান, "আগামীতে এ বিষয়ে মতুয়া প্রতিনিধিদের সঙ্গে আবারও বৈঠকে বসা হবে। মতুয়াদের দাবি-দাওয়া নিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হবে।"

বনগাঁ, 16 জানুয়ারি : নাগরিকত্ব আইন লাগু হওয়ার শেষ তারিখ পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কেন লাগু হয়নি নাগরিকত্ব সংশোধনী আইন? মতুয়া সদস্যদের নিয়ে বৈঠকে রবিবার মতুয়াদের এমনই প্রশ্নের মুখে পড়তে হল শান্তনু ঠাকুরকে। সূত্রের খবর, মতুয়াদের এমন প্রশ্নের মুখে যথেষ্ট বিড়ম্বনায় পড়ে যান কেন্দ্রীয় জাহাজ রাষ্ট্রমন্ত্রী। তবে মতুয়াদের দাবি আদায়ের জন্য এদিনের বৈঠক থেকে সমগ্র মতুয়াদের নতুন করে একত্রিত হওয়ার ডাক দেন তিনি।

শনিবার পোর্ট ট্রাস্টের অতিথিশালায় বিজেপির বিক্ষুব্ধ নেতাদের নিয়ে বৈঠকের পর রবিবার দুপুরে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মতুয়া সদস্যদের নিয়ে বৈঠকে বসেন শান্তনু ঠাকুর (Shantanu Thakur arranges a meeting with matua community members)। মতুয়া সদস্যদের পাশাপাশি এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া, বনগাঁ দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী এবং গাইঘাটার বিধায়ক তথা ঠাকুরবাড়ির বড় ছেলে সুব্রত ঠাকুর। প্রায় সাড়ে তিন ঘন্টার বৈঠক শেষে শান্তনু ঠাকুর জানান, "এটা নিছকই মতুয়াদের সাংগঠনিক বৈঠক। এখানে রাজনীতির কোনও ব্যাপার নেই।"

বৈঠক শেষে একই দাবি করেন সুব্রত ঠাকুরও। তিনি বলেন, "আজকের এই বৈঠক মতুয়া মহাসঙ্ঘের রুটিন বৈঠক। বৈঠকে বিভিন্ন বিষয়ের সঙ্গে সিএএ নিয়েও আলোচনা হয়েছে।" তাঁর দাবি, "নাগরিকত্ব সংশোধনী আইন লাগু হওয়ার শেষ তারিখ ছিল 9 জানুয়ারি। কিন্তু এখনও তা হয়নি ৷ এদিনের বৈঠকে সিএএ নিয়ে মতুয়া প্রতিনিধিদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে আমাদের। তাদের জবাবদিহি করতে হয়েছে কোন বাধ্যবাধকতা থেকে এখনও পর্যন্ত আইনটি লাগু হয়নি। মতুয়ারা এর সমাধান চাইছে।"

আরও পড়ুন : Shantanu Thakur Demands : 'বিদ্রোহী' নেতাদের নিয়ে বৈঠক শেষে সাধারণ সম্পাদকের অপসারণ দাবি শান্তনু ঠাকুরের

গাইঘাটার বিধায়ক আরও জানান, "আগামীতে এ বিষয়ে মতুয়া প্রতিনিধিদের সঙ্গে আবারও বৈঠকে বসা হবে। মতুয়াদের দাবি-দাওয়া নিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হবে।"

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.