বনগাঁ, 7 জুলাই : কয়েকদিন ধরেই কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণের খবর পাওয়া যাচ্ছে । ক্যাবিনেটে স্থান পেতে পারেন বাংলার একাধিক সাংসদ । আশা করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভার ক্যাবিনেটে জায়গা পেতে পারেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর । এই খবর ঠাকুরবাড়িতে পৌঁছাতেই আনন্দে মাতোয়ারা মতুয়া ভক্তরা । ডঙ্কা-কাশি নিয়ে আনন্দে মেতেছেন তাঁরা । মতুয়াদের দীর্ঘদিনের আন্দোলন সফল হতে চলেছে বলে মনে করছেন ভক্তদের একাংশ । ইতিমধ্যেই শান্তনু ঠাকুরের পরিবার দিল্লিতে পৌঁছে গিয়েছেন বলেও খবর পাওয়া যাচ্ছে ।
আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণের সম্ভাবনা । সেখানে বাংলা থেকেও মন্ত্রিত্বের দৌড়ে এগিয়ে রয়েছেন বনগাঁর সাংসদ তথা মতুয়া মহাসঙ্ঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর । এই খবর প্রকাশ্যে আসতেই বুধবার ঠাকুরবাড়িতে ভিড় জমাতে শুরু করেছেন অগণিত মতুয়া ভক্ত । ডঙ্কা-কাশি বাজিয়ে উল্লাস শুরু করেছেন তাঁরা । হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের মন্দির প্রদক্ষিণ করছেন ভক্তরা । মন্দিরের চলছে বিশেষ পুজো ।
আরও পড়ুন: ভোট-পরবর্তী অশান্তিতে ভাঙে পানিহাটির শ্যামাপ্রসাদের মূর্তি, পুনঃস্থাপন শুভেন্দুর
শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রিত্ব পেলে মতুয়া সম্প্রদায়ের থেকে এই প্রথমবার কেউ কেন্দ্রীয় মন্ত্রী হবেন । মতুয়া ভক্তরা বলছেন, "শান্তনু ঠাকুর মন্ত্রিত্ব পেতে পারেন এটা শুনে আমরা খুব খুশি হয়েছি । মতুয়াদের দীর্ঘদিনের যে নাগরিকত্ব নিয়ে আন্দোলন সেটা সফল হবে বলে মনে করছি আমরা । আজকের দিনটি সমগ্র মতুয়া জাতির জন্য গর্বের দিন ।" এই বিষয়ে বনগাঁর প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর বলেন, "শান্তনু ঠাকুর মন্ত্রিত্ব পেলেই বা কী, আর না পেলেই বা কী? এতদিনে শান্তনু ঠাকুর মতুয়াদের জন্য কিছুই করেননি । মন্ত্রিত্ব পেলে মতুয়াদের থেকে শান্তনুর নিজস্ব লাভ বেশি হবে ।"