ETV Bharat / state

'শেখ শাহজাহান মায়ানমারে পালিয়ে গিয়েছেন', চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর - ED Attack

Shantanu Thakur on ED Attack: পুলিশই সহযোগিতা করে শাহজাহানকে দেশ থেকে বের করে দিয়েছে ৷ এমনই বিস্ফোরক দাবি করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ৷ তিনি আরও দাবি করেন, শেখ শাহজাহান এখন মায়ানমারে ৷

ETV Bharat
শান্তনু ঠাকুর
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 13, 2024, 10:48 PM IST

শান্তনু ঠাকুরের দাবি শেখ শাহজাহান মায়ানমারে পালিয়ে গিয়েছেন

বনগাঁ, 13 জানুয়ারি: শেখ শাহজাহান মায়ানমারে পালিয়ে গিয়েছেন। এমনই দাবি করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ৷ শনিবার উত্তর 24 পরগনার বাগদা ব্লকের ঘুণারমাঠে সাংসদ উন্নয়ন তহবিলে তৈরি একটি পাকা ঘাটের উদ্বোধন করতে আসেন বনগাঁর এই বিজেপি সাংসদ ৷ সেখানেই তিনি শেখ শাহজাহান সম্পর্কে এই দাবি করেন ৷

এছাড়া শুক্রবার মন্ত্রী সুজিত বসু ও তৃণমূল বিধায়াক তাপস রায়ের বাড়িতে ইডি হানা নিয়েও মন্তব্য করেন ৷ তিনি বলেন, "কারও নামে অভিযোগ থাকলে ইডি তাঁর বিষয়ে তদন্ত করে দেখতেই পারে ৷ কিন্তু তিনি যদি দোষী না হন তাহলে যে তাঁকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয় না, সেটা গতকাল প্রমাণিত হয়েছে ৷"

সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান এখনও ফেরার ৷ পুলিশ তাঁকে গ্রেফতার করতে পারেনি ৷ এ বিষয়ে শান্তনু ঠাকুর বলেন, "শেখ শাহজাহান মায়ানমারে পালিয়ে গিয়েছেন ৷ রোহিঙ্গা এবং দুষ্কৃতীদের জোগাড় করতে গিয়েছেন ৷ যে তুলকালাম ঘটিয়েছেন তার দ্বিগুণ তুলকালাম করা যায় কি না সেই চেষ্টা করে বেড়াচ্ছেন ৷ এটা সরকার বিরোধী কাজ ৷ শাহজাহানের কঠিন সাজা হবে ৷ সময় হলেই বুঝতে পারবেন ৷"

5 জানুয়ারি উত্তর 24 পরগনার সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়েছিল ইডি ৷ সেদিন আক্রান্ত হন ইডি আধিকারিকরা ৷ ঘটনার পর 9 দিন পেরিয়ে গেলেও এখন অধরা শাহজাহান ৷ এই ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি ৷ এ নিয়ে সরব হয়েছে বিজেপি ৷ পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে বিরোধী শিবির ৷

এবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরও ৷ শাহজাহান মায়ানমারে পালিয়ে গিয়েছেন বলে দাবি করার পাশাপাশি তিনি বলেন, "পুলিশ শাহজাহানকে খুঁজছে না ৷ খুঁজলে তো পাবে! পুলিশই সহযোগিতা করে ওঁকে দেশের বাইরে বের করে দিয়েছে ৷" ইডির আক্রান্ত হওয়ার ঘটনায় কেন্দ্রীয় এজেন্সির তরফে ইমেল মারফত অভিযোগ দায়ের করা হয় বসিরহাট জেলার পুলিশ সুপারের কাছে ৷ সেই মতো পুলিশ শেখ শাহজাহান এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে এফআইআর করে ন‍্যাজাট থানায় ৷ এই ঘটনায় ন্যাজাট থানার পুলিশ দু'জনকে গ্রেফতার করলেও এখন অধরা শেখ শাহজাহান ৷ এবার তা নিয়েই তোপ দাগলেন শান্তনু।

আরও পড়ুন:

  1. শাহজাহান ঘনিষ্ঠ দু'জনকে গ্রেফতার পুলিশের, হামলার মাস্টারমাইন্ড অধরাই
  2. শাহজাহান-ঘনিষ্ঠ জিয়াসউদ্দিন সন্দেশখালিতেই, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ
  3. শুধু সুজিত কেন, মমতার ফোনে তদন্ত করলেও অনেক তথ্য পাবে ইডি, দাবি দিলীপের

শান্তনু ঠাকুরের দাবি শেখ শাহজাহান মায়ানমারে পালিয়ে গিয়েছেন

বনগাঁ, 13 জানুয়ারি: শেখ শাহজাহান মায়ানমারে পালিয়ে গিয়েছেন। এমনই দাবি করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ৷ শনিবার উত্তর 24 পরগনার বাগদা ব্লকের ঘুণারমাঠে সাংসদ উন্নয়ন তহবিলে তৈরি একটি পাকা ঘাটের উদ্বোধন করতে আসেন বনগাঁর এই বিজেপি সাংসদ ৷ সেখানেই তিনি শেখ শাহজাহান সম্পর্কে এই দাবি করেন ৷

এছাড়া শুক্রবার মন্ত্রী সুজিত বসু ও তৃণমূল বিধায়াক তাপস রায়ের বাড়িতে ইডি হানা নিয়েও মন্তব্য করেন ৷ তিনি বলেন, "কারও নামে অভিযোগ থাকলে ইডি তাঁর বিষয়ে তদন্ত করে দেখতেই পারে ৷ কিন্তু তিনি যদি দোষী না হন তাহলে যে তাঁকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয় না, সেটা গতকাল প্রমাণিত হয়েছে ৷"

সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান এখনও ফেরার ৷ পুলিশ তাঁকে গ্রেফতার করতে পারেনি ৷ এ বিষয়ে শান্তনু ঠাকুর বলেন, "শেখ শাহজাহান মায়ানমারে পালিয়ে গিয়েছেন ৷ রোহিঙ্গা এবং দুষ্কৃতীদের জোগাড় করতে গিয়েছেন ৷ যে তুলকালাম ঘটিয়েছেন তার দ্বিগুণ তুলকালাম করা যায় কি না সেই চেষ্টা করে বেড়াচ্ছেন ৷ এটা সরকার বিরোধী কাজ ৷ শাহজাহানের কঠিন সাজা হবে ৷ সময় হলেই বুঝতে পারবেন ৷"

5 জানুয়ারি উত্তর 24 পরগনার সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়েছিল ইডি ৷ সেদিন আক্রান্ত হন ইডি আধিকারিকরা ৷ ঘটনার পর 9 দিন পেরিয়ে গেলেও এখন অধরা শাহজাহান ৷ এই ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি ৷ এ নিয়ে সরব হয়েছে বিজেপি ৷ পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে বিরোধী শিবির ৷

এবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরও ৷ শাহজাহান মায়ানমারে পালিয়ে গিয়েছেন বলে দাবি করার পাশাপাশি তিনি বলেন, "পুলিশ শাহজাহানকে খুঁজছে না ৷ খুঁজলে তো পাবে! পুলিশই সহযোগিতা করে ওঁকে দেশের বাইরে বের করে দিয়েছে ৷" ইডির আক্রান্ত হওয়ার ঘটনায় কেন্দ্রীয় এজেন্সির তরফে ইমেল মারফত অভিযোগ দায়ের করা হয় বসিরহাট জেলার পুলিশ সুপারের কাছে ৷ সেই মতো পুলিশ শেখ শাহজাহান এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে এফআইআর করে ন‍্যাজাট থানায় ৷ এই ঘটনায় ন্যাজাট থানার পুলিশ দু'জনকে গ্রেফতার করলেও এখন অধরা শেখ শাহজাহান ৷ এবার তা নিয়েই তোপ দাগলেন শান্তনু।

আরও পড়ুন:

  1. শাহজাহান ঘনিষ্ঠ দু'জনকে গ্রেফতার পুলিশের, হামলার মাস্টারমাইন্ড অধরাই
  2. শাহজাহান-ঘনিষ্ঠ জিয়াসউদ্দিন সন্দেশখালিতেই, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ
  3. শুধু সুজিত কেন, মমতার ফোনে তদন্ত করলেও অনেক তথ্য পাবে ইডি, দাবি দিলীপের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.