ব্যারাকপুর, ২৮ মার্চ : "আমি একা প্রার্থী নই। বুথের প্রত্যেক কর্মী প্রার্থী। প্রত্যেক বুথের প্রার্থী হলেন নরেন্দ্র মোদি। কেন্দ্রে শক্তিশালী সরকার একমাত্র BJP দিতে পারে।" গতকাল ব্যারাকপুরে নির্বাচনী প্রচারে বেরিয়ে একথা বললেন BJP প্রার্থী শমীক ভট্টাচার্য।
শমীক বলেন, "খড়দার মানুষ যদি বিশ্বাস করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রে সরকার তৈরি করবেন তাহলে তাঁরা আমার বিরুদ্ধে ভোট দেবেন। যদি তাঁরা বিশ্বাস করেন লালকেল্লার রং ৬ মাসে নীল সাদা করে দেওয়া সম্ভব তাহলে আমার বিরুদ্ধে যাবেন। নরেন্দ্র মোদির সরকার কোনও চাপের কাছে নতিস্বীকার করবে না। এই সরকার ২০২০ সালে ভারতবর্ষকে একটি গ্লোবাল প্লেয়ারে রূপান্তরিত করবে।" তিনি আরও বলেন, "আমি BJP-র প্রার্থী। আমার দলের প্রতীক পদ্মফুল। কিন্তু যারা ভোট দিতে পারেননি আমি তাঁদের প্রতিনিধিত্ব করছি। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে থেকে বহু ত্যাগ স্বীকার করেছেন, খুন হয়েছেন, যারা এখন তৃণমূলে ব্রাত্য আমি তাঁদের প্রতিনিধি। যে বামপন্থী কর্মীরা ক্ষমতার অমৃতসুরা পান না করেও অত্যাচারিত হয়েছেন আমি তাঁদের প্রতিনিধিত্ব করছি। আমি তাঁদের কাছে আবেদন জানাচ্ছি। এই লড়াই একটি আগ্রাসী, সর্বভুক রাজনৈতিক শক্তির বিরুদ্ধে সাধারণ মানুষের লড়াই। এই লড়াইয়ে মানুষ জিতবে।"
শমীক ভট্টাচার্য পানিহাটি পানশিলা মোড় থেকে নির্বাচনী প্রচার শুরু করেন। এরপর তিনি খড়দা স্টেশন রোড হয়ে বিভিন্ন অঞ্চলে প্রচার চালান। তাঁর সাথে ছিলেন বহু BJP কর্মী ও সমর্থকরা।