ETV Bharat / state

ডেঙ্গির মশা মারতে পারেনি, মোদি মারতে গেছে : শমীক - bjp

বিরাটির সভা থেকে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন শমীক ভট্টাচার্য। তিনি বলেন, "যারা ডেঙ্গির মশা মারতে পারে না তারা মোদি মারতে চলে গেছে।"

shamik
author img

By

Published : Mar 27, 2019, 2:07 PM IST

Updated : Mar 27, 2019, 2:33 PM IST

বিরাটি, 27 মার্চ : "যারা ডেঙ্গির মশা মারতে পারেনি তারা মোদি মারতে চলে গেছে।" দমদম লোকসভা কেন্দ্রে নির্বাচনী জনসভা থেকে তৃণমূলকে কটাক্ষ করলেন BJP প্রার্থী শমীক ভট্টাচার্য। প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তুলে শমীক বলেন, "আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির কর্মীরা দিকে-দিকে, অলিতে-গলিতে BJP-র দেওয়াল মুছে দিচ্ছে। তারা দেওয়াল কেড়ে নিচ্ছে। কিন্তু আমরা থেমে নেই। কারণ এই লড়াই ফেসবুক-টুইটারে কদর্য ভাষায় ঘৃণ্য পোস্টের লড়াই নয়। এই লড়াই নীতির লড়াই। কর্মসূচির বিরুদ্ধে আরেকটা পালটা কর্মসূচির লড়াই।"

নরেন্দ্র মোদির দ্বিতীয় ইনিংস কেমন হবে ? এ প্রসঙ্গে শমীক বলেন, "আমরা কেন্দ্রে সরকার গঠন করতে চাই। স্থায়ী সরকার, নির্ণায়ক সরকার। যে সরকারের দিকে তাকিয়ে কেউ বলতে পারবে না এই সরকারের প্রাণ ভোমরা আমার হাতে। আমি চাইলে সরকার উঠবে, আমি চাইলে সরকার বসবে। এই কথা বলে বাংলার মাটিতে অন্য কেউ রাজনীতি করতে পারবে না। পৃথিবীর রাজনীতিতে নরেন্দ্র মোদি একটা নাম। একদিকে নরেন্দ্র মোদি, একদিকে প্রধানমন্ত্রীর চেয়ার আর অন্যদিকে কলকাতায় দেখেছিলেন চাটাই বিছিয়ে নয়জন ঘোরাফেরা করছেন। অর্থাৎ এই লড়াই, চেয়ারের সঙ্গে চাটাইয়ের লড়াই। এই লড়াইয়ে কে জিতবেন কাকে ভোট দেবেন তা বাংলার মানুষ বেছে নেবেন। যদি এখানে তৃণমূল কংগ্রেস বোঝাতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কেন্দ্রে শক্তিশালী স্থায়ী সরকার গঠন করা যেতে পারে, যে সরকার পাঁচ বছর ক্ষমতায় টিকে থাকবে তাহলে এখানে তৃণমূল কংগ্রেস প্রাসঙ্গিক।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

তিনি আরও বলেন, " দিদিমণি আগে থেকে বলছেন আমি দিল্লি যাব। আমরা বারবার তাঁকে বলছি আপনি যাবেন না। আমরা তাঁকে ছাড়ব না। হৃদ মাঝারে রাখিব ছেড়ে দিব না। আমরা আপনাকে ছাড়ব না। দিল্লি যেতে দেব না। আপনার আশপাশে এই যে ভাই ছড়িয়ে আছে চারিদিকে সোনার টুকরো, হীরের টুকরো ছেলে মেয়েরা, এরা আপনাকে দিল্লি পাঠিয়ে দিতে চায়। কিন্তু আপনি দিল্লি চলে গেলে আমরা অনাথ হয়ে যাব, অনাথ। আমরা আপনাকে কিছুটা কমিয়ে দেব। আমরা ওই স্নিগ্ধ গঙ্গার বাতাস লাগিয়ে আপনাকে নবান্নে রেখে দেব। আমরা এখান থেকে আপনাকে দিল্লি যেতে দেব না। এখন নতুন গল্প, দেখা হে পহেলি বার সাজন কী আখো মে পেয়ার। এখন প্রেম জমেছে CPI(M)-তৃণমূলের মধ্যে। গাছের আড়ালে, পর্দার ফাঁকে, মশারির ভিতরে, অন্ধকার গলির মধ্যে। একে অন্যকে ডাকছেন এই এসো, এদিকে এসো। আমরা দেওয়ালে হোয়াইট ওয়াশ করে দিচ্ছি। CPI(M)-র নাম লেখ। লড়াইকে প্রাসঙ্গিক করতে হবে। লড়াই তৃণমূলের সঙ্গে CPI(M)-র।"

বিরাটি, 27 মার্চ : "যারা ডেঙ্গির মশা মারতে পারেনি তারা মোদি মারতে চলে গেছে।" দমদম লোকসভা কেন্দ্রে নির্বাচনী জনসভা থেকে তৃণমূলকে কটাক্ষ করলেন BJP প্রার্থী শমীক ভট্টাচার্য। প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তুলে শমীক বলেন, "আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির কর্মীরা দিকে-দিকে, অলিতে-গলিতে BJP-র দেওয়াল মুছে দিচ্ছে। তারা দেওয়াল কেড়ে নিচ্ছে। কিন্তু আমরা থেমে নেই। কারণ এই লড়াই ফেসবুক-টুইটারে কদর্য ভাষায় ঘৃণ্য পোস্টের লড়াই নয়। এই লড়াই নীতির লড়াই। কর্মসূচির বিরুদ্ধে আরেকটা পালটা কর্মসূচির লড়াই।"

নরেন্দ্র মোদির দ্বিতীয় ইনিংস কেমন হবে ? এ প্রসঙ্গে শমীক বলেন, "আমরা কেন্দ্রে সরকার গঠন করতে চাই। স্থায়ী সরকার, নির্ণায়ক সরকার। যে সরকারের দিকে তাকিয়ে কেউ বলতে পারবে না এই সরকারের প্রাণ ভোমরা আমার হাতে। আমি চাইলে সরকার উঠবে, আমি চাইলে সরকার বসবে। এই কথা বলে বাংলার মাটিতে অন্য কেউ রাজনীতি করতে পারবে না। পৃথিবীর রাজনীতিতে নরেন্দ্র মোদি একটা নাম। একদিকে নরেন্দ্র মোদি, একদিকে প্রধানমন্ত্রীর চেয়ার আর অন্যদিকে কলকাতায় দেখেছিলেন চাটাই বিছিয়ে নয়জন ঘোরাফেরা করছেন। অর্থাৎ এই লড়াই, চেয়ারের সঙ্গে চাটাইয়ের লড়াই। এই লড়াইয়ে কে জিতবেন কাকে ভোট দেবেন তা বাংলার মানুষ বেছে নেবেন। যদি এখানে তৃণমূল কংগ্রেস বোঝাতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কেন্দ্রে শক্তিশালী স্থায়ী সরকার গঠন করা যেতে পারে, যে সরকার পাঁচ বছর ক্ষমতায় টিকে থাকবে তাহলে এখানে তৃণমূল কংগ্রেস প্রাসঙ্গিক।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

তিনি আরও বলেন, " দিদিমণি আগে থেকে বলছেন আমি দিল্লি যাব। আমরা বারবার তাঁকে বলছি আপনি যাবেন না। আমরা তাঁকে ছাড়ব না। হৃদ মাঝারে রাখিব ছেড়ে দিব না। আমরা আপনাকে ছাড়ব না। দিল্লি যেতে দেব না। আপনার আশপাশে এই যে ভাই ছড়িয়ে আছে চারিদিকে সোনার টুকরো, হীরের টুকরো ছেলে মেয়েরা, এরা আপনাকে দিল্লি পাঠিয়ে দিতে চায়। কিন্তু আপনি দিল্লি চলে গেলে আমরা অনাথ হয়ে যাব, অনাথ। আমরা আপনাকে কিছুটা কমিয়ে দেব। আমরা ওই স্নিগ্ধ গঙ্গার বাতাস লাগিয়ে আপনাকে নবান্নে রেখে দেব। আমরা এখান থেকে আপনাকে দিল্লি যেতে দেব না। এখন নতুন গল্প, দেখা হে পহেলি বার সাজন কী আখো মে পেয়ার। এখন প্রেম জমেছে CPI(M)-তৃণমূলের মধ্যে। গাছের আড়ালে, পর্দার ফাঁকে, মশারির ভিতরে, অন্ধকার গলির মধ্যে। একে অন্যকে ডাকছেন এই এসো, এদিকে এসো। আমরা দেওয়ালে হোয়াইট ওয়াশ করে দিচ্ছি। CPI(M)-র নাম লেখ। লড়াইকে প্রাসঙ্গিক করতে হবে। লড়াই তৃণমূলের সঙ্গে CPI(M)-র।"

sample description
Last Updated : Mar 27, 2019, 2:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.