ETV Bharat / state

SFI initiative to prevent school dropout : স্কুলছুটদের ফেরাতে উদ্যোগী এসএফআই, দুয়ারে অ্যান্টি স্কুল ড্রপ আউট স্কোয়াড

রাজ্যের প্রতিটি জেলায় স্কুলছুট পড়ুয়াদের তালিকা তৈরি করতে সার্ভে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে (SFI initiative to prevent school dropout ) । জেলায় জেলায় এসএফআইয়ের নেতা ও কর্মীরা সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে খোঁজ নিয়ে দেখছেন, ঠিক কী কারণে পড়ুয়ারা স্কুল বিমুখ হয়েছে । এই উদ্যোগের নাম, অ্যান্টি স্কুল ড্রপ আউট স্কোয়াড (SFI start school dropout prevention programme) ৷

sfi start school drop out prevention programme
অ্যান্টি স্কুল ড্রপ আউট স্কোয়াড
author img

By

Published : Dec 11, 2021, 6:03 PM IST

বারাসত, 11 ডিসেম্বর : 20 মাস প‍র খুলেছে স্কুল ৷ গত 16 নভেম্বর থেকে করোনা বিধিনিষেধ মেনে ফের শুরু হয়েছে স্কুলে পঠন পাঠন । আপাতত নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণির পঠনপাঠন চলছে ৷ কিন্তু স্কুল খুলতেই নজরে এসেছে পড়ুয়াদের নিয়মিত অনুপস্থিতি । এতদিন স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীরা শুধু বিদ্যালয়ে যাওয়ার অভ্যাসই হারায়নি, স্কুল খুললেও ওই মুখো হতে চাইছে না পড়ুয়ারা ৷ স্কুল খোলা ইস্তক নাবালিকার বিয়ে, মাতৃত্বের খবর সমাজের বেহাল দশাকে সামনে এসেছে । কিশোর শ্রম বেড়েছে । এই প্রবণতা বাড়ায় চিন্তিত শিক্ষক মহল । উদ্বিগ্ন ছাত্র সংগঠনও । এবার সেই সমস্ত স্কুলছুট পড়ুয়াদের ফের স্কুলের আঙিনায় ফিরিয়ে আনতে বিশেষভাবে উদ্যোগী হল সিপিআইএমের ছাত্র সংগঠন এসএফআই (SFI initiative to prevent school dropout ) ।

ইতিমধ্যে রাজ্যের প্রতিটি জেলায় স্কুলছুট পড়ুয়াদের তালিকা তৈরি করতে সার্ভে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । জেলায় জেলায় এসএফআইয়ের নেতা ও কর্মীরা সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে খোঁজ নিয়ে দেখছেন, ঠিক কী কারণে পড়ুয়ারা স্কুল বিমুখ হয়েছে । এই উদ্যোগের নাম, অ্যান্টি স্কুল ড্রপ আউট স্কোয়াড (Anti school dropout squad by SFI) ৷ খাতায় কলমে স্কুল ড্রপ আউটের পরিসংখ্যান তুলে এনে সরকারের সামনে তা তুলে ধরে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আর্জি জানাবে এসএফআই ৷ তবে এতেও কাজ না হলে আন্দোলনে নামার হুমকি দিচ্ছেন রাজ্য এসএফআই-এর সম্পাদক সৃজন ভট্টাচার্য ।

উত্তর 24 পরগনা, বীরভূমে মতো বেশ কিছু জেলায় ইতিমধ্যেই এই অ্যান্টি স্কুল ড্রপ আউট স্কোয়াড কাজ শুরু করে দিয়েছে ৷ জেলাসদর বারাসতে স্কুলছুট পড়ুয়াদের তালিকা তৈরি করতে পথে নেমে সমীক্ষা চালায় এসএফআইয়ের নেতা ও কর্মীরা (sfi start school dropout prevention programme) ৷

আরও পড়ুন : Model School in Gaighata : সীমান্তে মডেল স্কুল, একটাও স্কুলছুট নেই, বললেন প্রধান শিক্ষক

একইভাবে বোলপুরের দর্জিপাড়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে স্কুলছুট পড়ুয়া ও তাদের পরিজনের সঙ্গে কথা বলেন এসএফআইয়ের সদস্যরা ৷ কী উঠে এল সেই সমীক্ষায় ? এবিষয়ে এসএফআইয়ের রাজ্য কমিটির সদস্য সোমনাথ সৌ বললেন, "অনেকেই পড়াশোনা ছেড়ে কাজে ঢুকে গিয়েছে ৷ অনেকে আবার বিয়ে থা করে সংসার শুরু করেছে ৷ পড়ুয়াদের কারও কাছে মোবাইল নেই ৷ ইন্টারনেটের সমস্যার জন্য অনলাইনের পড়া ঠিকঠাক বুঝে উঠতে পারে না অনেকেই ৷" পড়ুয়াদের সমস্যাগুলি শুধু শোনাই নয়, প্রয়োজনে সহযোগিতা করার আশ্বাসও দেওয়া হয়েছে এসএফআইয়ের তরফে ৷

আরও পড়ুন : School Special : স্কুলছুট রুখতে ছবিতে সাজল অমরপুর প্রাথমিক বিদ্যালয়

বারাসত, 11 ডিসেম্বর : 20 মাস প‍র খুলেছে স্কুল ৷ গত 16 নভেম্বর থেকে করোনা বিধিনিষেধ মেনে ফের শুরু হয়েছে স্কুলে পঠন পাঠন । আপাতত নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণির পঠনপাঠন চলছে ৷ কিন্তু স্কুল খুলতেই নজরে এসেছে পড়ুয়াদের নিয়মিত অনুপস্থিতি । এতদিন স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীরা শুধু বিদ্যালয়ে যাওয়ার অভ্যাসই হারায়নি, স্কুল খুললেও ওই মুখো হতে চাইছে না পড়ুয়ারা ৷ স্কুল খোলা ইস্তক নাবালিকার বিয়ে, মাতৃত্বের খবর সমাজের বেহাল দশাকে সামনে এসেছে । কিশোর শ্রম বেড়েছে । এই প্রবণতা বাড়ায় চিন্তিত শিক্ষক মহল । উদ্বিগ্ন ছাত্র সংগঠনও । এবার সেই সমস্ত স্কুলছুট পড়ুয়াদের ফের স্কুলের আঙিনায় ফিরিয়ে আনতে বিশেষভাবে উদ্যোগী হল সিপিআইএমের ছাত্র সংগঠন এসএফআই (SFI initiative to prevent school dropout ) ।

ইতিমধ্যে রাজ্যের প্রতিটি জেলায় স্কুলছুট পড়ুয়াদের তালিকা তৈরি করতে সার্ভে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । জেলায় জেলায় এসএফআইয়ের নেতা ও কর্মীরা সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে খোঁজ নিয়ে দেখছেন, ঠিক কী কারণে পড়ুয়ারা স্কুল বিমুখ হয়েছে । এই উদ্যোগের নাম, অ্যান্টি স্কুল ড্রপ আউট স্কোয়াড (Anti school dropout squad by SFI) ৷ খাতায় কলমে স্কুল ড্রপ আউটের পরিসংখ্যান তুলে এনে সরকারের সামনে তা তুলে ধরে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আর্জি জানাবে এসএফআই ৷ তবে এতেও কাজ না হলে আন্দোলনে নামার হুমকি দিচ্ছেন রাজ্য এসএফআই-এর সম্পাদক সৃজন ভট্টাচার্য ।

উত্তর 24 পরগনা, বীরভূমে মতো বেশ কিছু জেলায় ইতিমধ্যেই এই অ্যান্টি স্কুল ড্রপ আউট স্কোয়াড কাজ শুরু করে দিয়েছে ৷ জেলাসদর বারাসতে স্কুলছুট পড়ুয়াদের তালিকা তৈরি করতে পথে নেমে সমীক্ষা চালায় এসএফআইয়ের নেতা ও কর্মীরা (sfi start school dropout prevention programme) ৷

আরও পড়ুন : Model School in Gaighata : সীমান্তে মডেল স্কুল, একটাও স্কুলছুট নেই, বললেন প্রধান শিক্ষক

একইভাবে বোলপুরের দর্জিপাড়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে স্কুলছুট পড়ুয়া ও তাদের পরিজনের সঙ্গে কথা বলেন এসএফআইয়ের সদস্যরা ৷ কী উঠে এল সেই সমীক্ষায় ? এবিষয়ে এসএফআইয়ের রাজ্য কমিটির সদস্য সোমনাথ সৌ বললেন, "অনেকেই পড়াশোনা ছেড়ে কাজে ঢুকে গিয়েছে ৷ অনেকে আবার বিয়ে থা করে সংসার শুরু করেছে ৷ পড়ুয়াদের কারও কাছে মোবাইল নেই ৷ ইন্টারনেটের সমস্যার জন্য অনলাইনের পড়া ঠিকঠাক বুঝে উঠতে পারে না অনেকেই ৷" পড়ুয়াদের সমস্যাগুলি শুধু শোনাই নয়, প্রয়োজনে সহযোগিতা করার আশ্বাসও দেওয়া হয়েছে এসএফআইয়ের তরফে ৷

আরও পড়ুন : School Special : স্কুলছুট রুখতে ছবিতে সাজল অমরপুর প্রাথমিক বিদ্যালয়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.