ETV Bharat / state

বসিরহাটে ইটভাটায় চিমনি বিস্ফোরণ কাড়ল 3 শ্রমিকের প্রাণ, আহত একাধিক - কারখানার চিমনি বিস্ফোরণে মৃত 3 শ্রমিক

Chimney Explosion in North 24 Parganas: ইটভাটায় চিমনি বিস্ফোরণে মৃত তিন শ্রমিক। আহত বহু । ঘটনায় চাঞ্চল্য এলাকায় ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷ ধ্বংসস্তূপের নীচে আর কোনও শ্রমিক আটকে আছে কি না তাও দেখা হচ্ছে ৷

Etv BharatChimney Explosion in North 24 Parganas
চিমনি বিস্ফোরণে মৃত তিন শ্রমিক
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 13, 2023, 10:55 PM IST

Updated : Dec 13, 2023, 11:00 PM IST

বসিরহাটে ইটভাটায় চিমনি বিস্ফোরণে মৃত 3 শ্রমিক

বসিরহাট, উত্তর 24 পরগনা: ইটভাটায় চিমনি বিস্ফোরণে মৃত্যু হল 3 শ্রমিকের । ধ্বংসস্তূপের তলায় আর কেউ চাপা পড়ে রয়েছে কি না সেই দিকটি খতিয়ে দেখা হচ্ছে । বুধবার উত্তর 24 পরগনার বসিরহাট 1নম্বর ব্লকের ইটিন্ডা এলাকায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে । মৃতরা হলেন, হাফিজুল মণ্ডল (35), রাকেশ কুমার(40) এবং অন্য আর এক মৃত শ্রমিকের পরিচয় এখনও জানা যায়নি ৷

স্থানীয় সূত্রে খবর, ইছামতী নদীর তীরে ইটিন্ডা এলাকায় দীর্ঘদিন ধরে একটি ইটভাটা ছিল। প্রতিদিনের মতো বুধবার রাতেও সেখানে চলছিল ইট তৈরির কাজ । সেই সময় হঠাৎই চিমনি বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে । বিস্ফোরণের আওয়াজ পেয়ে স্থানীয় লোকজন উপস্থিত হয় । খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় পুলিশ প্রশাসনও। ধ্বংসস্তূপের নীচ থেকে তড়িঘড়ি জখম শ্রমিকদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে । সেখানেই আহত 3 শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । গুরুতর জখম 5 শ্রমিককে সঙ্কটজনক অবস্থায় স্থানান্তরিত করা হয়েছে কলকাতার আরজিকর হাসপাতালে । এখনও বেশ কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে । এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করা সম্ভব হলেও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।

এদিকে, ঘটনার পরই পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দফতরের লোকজন পৌঁছয় দুর্ঘটনাগ্রস্ত ওই ইটভাটায়। জেসিবি মেশিন দিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করে । ধ্বংসস্তূপের মধ্যে আর কোনও শ্রমিক আটকে রয়েছে কি না, তাও দেখা হচ্ছে । এই বিষয়ে বসিরহাটের পুলিশ সুপার জেবি থমাস কে বলেন, "প্রাথমিকভাবে তিনজনের মৃত্যুর খবর মিলেছে। বাকি জখমদের উদ্ধার করে বসিরহাট হাসপাতালে পাঠানো হয়েছে । কেউ যদি ভিতরে চাপা পড়ে থাকে কিনা তার জন্য জেসিবি দিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে ।"

অন‍্যদিকে,বিষয়টি নিয়ে বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, "এই ধরনের ঘটনা আগে কখনও ঘটেনি। অত‍্যন্ত বেদনাদায়ক ঘটনা। কীভাবে এমন মর্মান্তিক ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে প্রশাসনের তরফে ।"

আরও পড়ুন:

  1. আবারও বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ! বোমার আঘাতে হাতের আঙুল উড়ল নাবালকের
  2. চিমনি থেকে বাতাসে মিশছে কয়লার ছাই! নিঃশ্বাসে বিষ কয়েকহাজার গ্রামবাসীর
  3. ফের একই ঘটনা! বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে জখম এক শিশু-সহ 2 নাবালক

বসিরহাটে ইটভাটায় চিমনি বিস্ফোরণে মৃত 3 শ্রমিক

বসিরহাট, উত্তর 24 পরগনা: ইটভাটায় চিমনি বিস্ফোরণে মৃত্যু হল 3 শ্রমিকের । ধ্বংসস্তূপের তলায় আর কেউ চাপা পড়ে রয়েছে কি না সেই দিকটি খতিয়ে দেখা হচ্ছে । বুধবার উত্তর 24 পরগনার বসিরহাট 1নম্বর ব্লকের ইটিন্ডা এলাকায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে । মৃতরা হলেন, হাফিজুল মণ্ডল (35), রাকেশ কুমার(40) এবং অন্য আর এক মৃত শ্রমিকের পরিচয় এখনও জানা যায়নি ৷

স্থানীয় সূত্রে খবর, ইছামতী নদীর তীরে ইটিন্ডা এলাকায় দীর্ঘদিন ধরে একটি ইটভাটা ছিল। প্রতিদিনের মতো বুধবার রাতেও সেখানে চলছিল ইট তৈরির কাজ । সেই সময় হঠাৎই চিমনি বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে । বিস্ফোরণের আওয়াজ পেয়ে স্থানীয় লোকজন উপস্থিত হয় । খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় পুলিশ প্রশাসনও। ধ্বংসস্তূপের নীচ থেকে তড়িঘড়ি জখম শ্রমিকদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে । সেখানেই আহত 3 শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । গুরুতর জখম 5 শ্রমিককে সঙ্কটজনক অবস্থায় স্থানান্তরিত করা হয়েছে কলকাতার আরজিকর হাসপাতালে । এখনও বেশ কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে । এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করা সম্ভব হলেও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।

এদিকে, ঘটনার পরই পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দফতরের লোকজন পৌঁছয় দুর্ঘটনাগ্রস্ত ওই ইটভাটায়। জেসিবি মেশিন দিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করে । ধ্বংসস্তূপের মধ্যে আর কোনও শ্রমিক আটকে রয়েছে কি না, তাও দেখা হচ্ছে । এই বিষয়ে বসিরহাটের পুলিশ সুপার জেবি থমাস কে বলেন, "প্রাথমিকভাবে তিনজনের মৃত্যুর খবর মিলেছে। বাকি জখমদের উদ্ধার করে বসিরহাট হাসপাতালে পাঠানো হয়েছে । কেউ যদি ভিতরে চাপা পড়ে থাকে কিনা তার জন্য জেসিবি দিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে ।"

অন‍্যদিকে,বিষয়টি নিয়ে বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, "এই ধরনের ঘটনা আগে কখনও ঘটেনি। অত‍্যন্ত বেদনাদায়ক ঘটনা। কীভাবে এমন মর্মান্তিক ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে প্রশাসনের তরফে ।"

আরও পড়ুন:

  1. আবারও বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ! বোমার আঘাতে হাতের আঙুল উড়ল নাবালকের
  2. চিমনি থেকে বাতাসে মিশছে কয়লার ছাই! নিঃশ্বাসে বিষ কয়েকহাজার গ্রামবাসীর
  3. ফের একই ঘটনা! বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে জখম এক শিশু-সহ 2 নাবালক
Last Updated : Dec 13, 2023, 11:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.