ETV Bharat / state

খুনের আশঙ্কা জগদ্দলের বিধায়কের, বাড়ানো হল শ্যামের নিরাপত্তা - অর্জুন সিং

Security Increased for Jagaddal MLA Somenath Shyam: নিরাপত্তা বাড়ানো হল জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের ৷ বৃহস্পতিবার তিনি প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করেছিলেন ৷ যা নিয়ে পুলিশের শীর্ষস্তরে এবং তৃণমূল নেতৃত্বকেও জানিয়েছিলেন ৷ তার পরেই আজ তাঁর নিরাপত্তা বাড়ানো হয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 13, 2024, 3:28 PM IST

খুনের আশঙ্কা জগদ্দলের বিধায়কের

জগদ্দল, 13 জানুয়ারি: ভিকি যাদব-খুনে ব‍্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের সঙ্গে তাঁর দ্বন্দ্ব চলছিলই ৷ তারই মধ্যে এবার বিস্ফোরক দাবি করলেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ‍্যাম ৷ তাঁকে খুনের চক্রান্ত হচ্ছে বলে শোরগোল ফেলে দিয়েছেন ব‍্যারাকপুর শিল্পাঞ্চলে ৷ আর তার পরেই সোমনাথের নিরাপত্তা বাড়ানো হয়েছে ৷

কিন্তু হঠাৎ কেন নিজের জীবনহানির আশঙ্কা করতে গেলেন শাসকদলের বিধায়ক সোমনাথ শ‍্যাম ? কী এমন হল, যে তিনি খুন পর্যন্ত হয়ে যেতে পারেন ? এর উত্তরে ইটিভি ভারতের প্রতিনিধিকে ফোনে জানিয়েছেন, "আমি অন‍্যায়ের প্রতিবাদ করছি ৷ এটা অনেকেরই পছন্দ হচ্ছে না ৷ সেই কারণে খুন হয়ে যেতে পারি ৷"

এ প্রসঙ্গে তৃণমূল কর্মী ভিকি যাদব খুনের ঘটনার প্রসঙ্গও টেনে এনেছেন তৃণমূল বিধায়ক ৷ সোমনাথের কথায়, "আকাশ যাদব খুনের প্রধান সাক্ষী ভিকি যাদব খুন হয়ে গেলেন আততায়ীদের হাতে ৷ যেহেতু আমি এই খুনের প্রতিবাদ করে যাচ্ছি, তাই আমাকেও টার্গেট করা হতে পারে ৷ যে কোনও সময় আমিও খুন হয়ে যেতে পারি ৷" শুধু ভিকি যাদব খুনের ঘটনায় নয় ! এই বিষয়ে তৃণমূল নেতা গোপাল মজুমদারের খুনের ঘটনাটিও তুলে ধরেছেন সোমনাথ শ‍্যাম ৷

তিনি বলেন, "গোপাল মজুমদার খুনের পুনরায় তদন্ত চেয়ে ইতিমধ্যে সরব হয়েছি আমি ৷ এছাড়াও গৌরব প্রসাদ, রাজ পান্ডে এবং ধারু সিংয়ের খুনের চেষ্টার মামলা নিয়ে প্রতিবাদ করছি ৷ তাই আমার খুন না হওয়ার তো কোনও কারণ নেই ! একের পর এক তৃণমূল কংগ্রেসের কর্মী তো খুন হয়ে যাচ্ছেন ৷"

এখানেই প্রশ্ন উঠেছে, জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ‍্যামের সঙ্গে পুলিশের সশস্ত্র নিরাপত্তা কর্মী থাকে সবসময় ৷ তা সত্ত্বেও কেন তিনি খুনের আশঙ্কা প্রকাশ করছেন ? এর উত্তরে শ‍্যাম বলেন, "সেই কারণেই তো আমার নিরাপত্তা বাড়ানো হয়েছে ৷ কোথাও না কোথাও পুলিশেরও মনে শঙ্কা রয়েছে ৷ তারপরও বলব, খুনিরা খুন করার জন্য সবসময় চেষ্টা করে ৷ তাঁদের মুখোশ অথবা চক্রান্ত যখন সামনে চলে আসে । তখন তাঁরা চেষ্টা করে প্রতিবাদী কিংবা সাক্ষীকে দুনিয়া থেকে সরিয়ে দিতে ৷ বিষয়টি ব‍্যারাকপুরের পুলিশ কমিশনার এবং দলের শীর্ষ নেতৃত্বকে জানিয়েছি ৷"

খুনের কোনও হুমকি ফোন পেয়েছেন কিনা, তা জানতে চাইলে তৃণমূল বিধায়ক বলেন, "সেটা এখনই আপনাকে বলছি না ৷ এটা তদন্ত সাপেক্ষ বিষয় ৷ পুলিশ তদন্ত করে দেখছে ৷ তবে, বিভিন্ন সোর্স মারফত খবর আছে, আমার উপর হামলা হতে পারে ৷ তাই পুলিশকে জানিয়েছি ৷"

কোন দিক থেকে খুনের আশঙ্কা রয়েছে ? এই প্রশ্নের উত্তরে সরাসরি কারও নাম নেননি ৷ শুধু বলেন, "সেটা পুলিশ তদন্ত করে দেখবে ৷ আসল সূত্র খুঁজে বের করুক সেটাই আমি চাই ৷ আমি তো দেখেনি ! আমি জ্যোতিষও নই, যে বলে দেব ৷ তবে, নিশ্চিত কোনও না কোনও চক্রান্ত রয়েছে এর পিছনে ৷" সবশেষ সোমনাথ শ্যাম জানিয়েছেন, খুনের আশঙ্কার বিষয়টি জনগণকে জানানো তাঁর নৈতিক দায়িত্ব ৷ কারণ তিনি জনগণের প্রতিনিধি ৷

আরও পড়ুন:

  1. 'কত বড় পেট' ! দুর্নীতি ইস্যুতে অর্জুনকে নিশানা ; পালটা 'শিখণ্ডী' কটাক্ষ সোমনাথকে
  2. সাংসদ-বিধায়কের দ্বৈরথে নতুন মাত্রা ! সোমনাথ শ‍্যাম ঢুকতেই দলীয় বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন অর্জুন সিং
  3. ভিকি যাদব খুনে ধৃত পঙ্কজ সিংয়ের সঙ্গে বিধায়ক সোমনাথ শ‍্যামের ছবি ভাইরাল, আক্রমণ সাংসদ অর্জুনের

খুনের আশঙ্কা জগদ্দলের বিধায়কের

জগদ্দল, 13 জানুয়ারি: ভিকি যাদব-খুনে ব‍্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের সঙ্গে তাঁর দ্বন্দ্ব চলছিলই ৷ তারই মধ্যে এবার বিস্ফোরক দাবি করলেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ‍্যাম ৷ তাঁকে খুনের চক্রান্ত হচ্ছে বলে শোরগোল ফেলে দিয়েছেন ব‍্যারাকপুর শিল্পাঞ্চলে ৷ আর তার পরেই সোমনাথের নিরাপত্তা বাড়ানো হয়েছে ৷

কিন্তু হঠাৎ কেন নিজের জীবনহানির আশঙ্কা করতে গেলেন শাসকদলের বিধায়ক সোমনাথ শ‍্যাম ? কী এমন হল, যে তিনি খুন পর্যন্ত হয়ে যেতে পারেন ? এর উত্তরে ইটিভি ভারতের প্রতিনিধিকে ফোনে জানিয়েছেন, "আমি অন‍্যায়ের প্রতিবাদ করছি ৷ এটা অনেকেরই পছন্দ হচ্ছে না ৷ সেই কারণে খুন হয়ে যেতে পারি ৷"

এ প্রসঙ্গে তৃণমূল কর্মী ভিকি যাদব খুনের ঘটনার প্রসঙ্গও টেনে এনেছেন তৃণমূল বিধায়ক ৷ সোমনাথের কথায়, "আকাশ যাদব খুনের প্রধান সাক্ষী ভিকি যাদব খুন হয়ে গেলেন আততায়ীদের হাতে ৷ যেহেতু আমি এই খুনের প্রতিবাদ করে যাচ্ছি, তাই আমাকেও টার্গেট করা হতে পারে ৷ যে কোনও সময় আমিও খুন হয়ে যেতে পারি ৷" শুধু ভিকি যাদব খুনের ঘটনায় নয় ! এই বিষয়ে তৃণমূল নেতা গোপাল মজুমদারের খুনের ঘটনাটিও তুলে ধরেছেন সোমনাথ শ‍্যাম ৷

তিনি বলেন, "গোপাল মজুমদার খুনের পুনরায় তদন্ত চেয়ে ইতিমধ্যে সরব হয়েছি আমি ৷ এছাড়াও গৌরব প্রসাদ, রাজ পান্ডে এবং ধারু সিংয়ের খুনের চেষ্টার মামলা নিয়ে প্রতিবাদ করছি ৷ তাই আমার খুন না হওয়ার তো কোনও কারণ নেই ! একের পর এক তৃণমূল কংগ্রেসের কর্মী তো খুন হয়ে যাচ্ছেন ৷"

এখানেই প্রশ্ন উঠেছে, জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ‍্যামের সঙ্গে পুলিশের সশস্ত্র নিরাপত্তা কর্মী থাকে সবসময় ৷ তা সত্ত্বেও কেন তিনি খুনের আশঙ্কা প্রকাশ করছেন ? এর উত্তরে শ‍্যাম বলেন, "সেই কারণেই তো আমার নিরাপত্তা বাড়ানো হয়েছে ৷ কোথাও না কোথাও পুলিশেরও মনে শঙ্কা রয়েছে ৷ তারপরও বলব, খুনিরা খুন করার জন্য সবসময় চেষ্টা করে ৷ তাঁদের মুখোশ অথবা চক্রান্ত যখন সামনে চলে আসে । তখন তাঁরা চেষ্টা করে প্রতিবাদী কিংবা সাক্ষীকে দুনিয়া থেকে সরিয়ে দিতে ৷ বিষয়টি ব‍্যারাকপুরের পুলিশ কমিশনার এবং দলের শীর্ষ নেতৃত্বকে জানিয়েছি ৷"

খুনের কোনও হুমকি ফোন পেয়েছেন কিনা, তা জানতে চাইলে তৃণমূল বিধায়ক বলেন, "সেটা এখনই আপনাকে বলছি না ৷ এটা তদন্ত সাপেক্ষ বিষয় ৷ পুলিশ তদন্ত করে দেখছে ৷ তবে, বিভিন্ন সোর্স মারফত খবর আছে, আমার উপর হামলা হতে পারে ৷ তাই পুলিশকে জানিয়েছি ৷"

কোন দিক থেকে খুনের আশঙ্কা রয়েছে ? এই প্রশ্নের উত্তরে সরাসরি কারও নাম নেননি ৷ শুধু বলেন, "সেটা পুলিশ তদন্ত করে দেখবে ৷ আসল সূত্র খুঁজে বের করুক সেটাই আমি চাই ৷ আমি তো দেখেনি ! আমি জ্যোতিষও নই, যে বলে দেব ৷ তবে, নিশ্চিত কোনও না কোনও চক্রান্ত রয়েছে এর পিছনে ৷" সবশেষ সোমনাথ শ্যাম জানিয়েছেন, খুনের আশঙ্কার বিষয়টি জনগণকে জানানো তাঁর নৈতিক দায়িত্ব ৷ কারণ তিনি জনগণের প্রতিনিধি ৷

আরও পড়ুন:

  1. 'কত বড় পেট' ! দুর্নীতি ইস্যুতে অর্জুনকে নিশানা ; পালটা 'শিখণ্ডী' কটাক্ষ সোমনাথকে
  2. সাংসদ-বিধায়কের দ্বৈরথে নতুন মাত্রা ! সোমনাথ শ‍্যাম ঢুকতেই দলীয় বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন অর্জুন সিং
  3. ভিকি যাদব খুনে ধৃত পঙ্কজ সিংয়ের সঙ্গে বিধায়ক সোমনাথ শ‍্যামের ছবি ভাইরাল, আক্রমণ সাংসদ অর্জুনের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.