ETV Bharat / state

ফের আগুন দমদম সংশোধনাগারে, পালটা গুলি পুলিশের - দমদম জেল

CID তদন্তকারী দল চলে যেতেই ফের আগুন দমদম সংশোধনাগারে ৷ পুলিশও পালটা গুলি চালিয়েছে বলে সূত্রের খবর ৷ একাধিক জখম হয়েছে বলে আশঙ্কা ৷

ছবি
ছবি
author img

By

Published : Mar 22, 2020, 4:36 PM IST

Updated : Mar 22, 2020, 4:52 PM IST

দমদম, 22 মার্চ : ফের দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে উত্তেজনা । আজ দুপুরে CID তদন্ত করে চলে যাওয়ার পর থেকে ফের উত্তেজনা তৈরি হয় । সংশোধনাগার সূত্রের খবর, কয়েদিদের মধ্যে কারও কাছে আপত্তিজনক কোনও জিনিস রয়েছে কি না, তা খুঁজতে তৎপর হন কারারক্ষীরা । এর পরেই কারারক্ষীদের সঙ্গে বচসা বাধে কয়েদিদের একাংশের । সূত্রের খবর, সংশোধনাগারের ভিতর কয়েদিরা আগুন লাগিয়ে দিলে পালটা গুলি চালাতে শুরু করে পুলিশ । ঘটনায় ফের বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে বলেও প্রাথমিকভাবে জানা গেছে ।

31 মার্চ পর্যন্ত আদালত বন্ধ থাকায় জামিন পাচ্ছে না একাধিক বন্দী ৷ বাড়ির লোকেদের সঙ্গেও দেখা করতে দেওয়া হচ্ছে না বলে গতকাল অভিযোগ করেছিল সংশোধনাগারের কয়েদিদের একাংশ ৷ আর এই অভিযোগের জেরেই কারারক্ষীদের সঙ্গে বন্দীদের ব্যাপক গন্ডগোল বাধে । চলে ইট-বৃষ্টি । জেলের ভিতর কম্বলের কারখানায় আগুনও ধরিয়ে দেওয়া হয়েছিল । চারটি সিলিন্ডারও বিস্ফোরণ ঘটানো হয়েছিল ।

গুলি ও বোমাবাজির ঘটনায় কমলেশ ও কানা পাপ্পু নামের দুই কয়েদির মৃত্যুও হয়েছে বলে জানা গিয়েছিল । তবে সরকারি রিপোর্টে কোনও মৃত্যুর খবর বলা হয়েছিল না ৷ আর এই নিয়েই শুরু হয়েছিল বিতর্ক ৷ এদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে CID-র বিশেষ তদন্তকারী দল ৷ আজ সেই তদন্ত করে CID আধিকারিকেরা বেড়িয়ে যাওয়ার পরেই ফের আগুন জ্বালিয়ে দেওয়ার খবর প্রকাশ্যে আসে ৷

দমদম, 22 মার্চ : ফের দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে উত্তেজনা । আজ দুপুরে CID তদন্ত করে চলে যাওয়ার পর থেকে ফের উত্তেজনা তৈরি হয় । সংশোধনাগার সূত্রের খবর, কয়েদিদের মধ্যে কারও কাছে আপত্তিজনক কোনও জিনিস রয়েছে কি না, তা খুঁজতে তৎপর হন কারারক্ষীরা । এর পরেই কারারক্ষীদের সঙ্গে বচসা বাধে কয়েদিদের একাংশের । সূত্রের খবর, সংশোধনাগারের ভিতর কয়েদিরা আগুন লাগিয়ে দিলে পালটা গুলি চালাতে শুরু করে পুলিশ । ঘটনায় ফের বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে বলেও প্রাথমিকভাবে জানা গেছে ।

31 মার্চ পর্যন্ত আদালত বন্ধ থাকায় জামিন পাচ্ছে না একাধিক বন্দী ৷ বাড়ির লোকেদের সঙ্গেও দেখা করতে দেওয়া হচ্ছে না বলে গতকাল অভিযোগ করেছিল সংশোধনাগারের কয়েদিদের একাংশ ৷ আর এই অভিযোগের জেরেই কারারক্ষীদের সঙ্গে বন্দীদের ব্যাপক গন্ডগোল বাধে । চলে ইট-বৃষ্টি । জেলের ভিতর কম্বলের কারখানায় আগুনও ধরিয়ে দেওয়া হয়েছিল । চারটি সিলিন্ডারও বিস্ফোরণ ঘটানো হয়েছিল ।

গুলি ও বোমাবাজির ঘটনায় কমলেশ ও কানা পাপ্পু নামের দুই কয়েদির মৃত্যুও হয়েছে বলে জানা গিয়েছিল । তবে সরকারি রিপোর্টে কোনও মৃত্যুর খবর বলা হয়েছিল না ৷ আর এই নিয়েই শুরু হয়েছিল বিতর্ক ৷ এদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে CID-র বিশেষ তদন্তকারী দল ৷ আজ সেই তদন্ত করে CID আধিকারিকেরা বেড়িয়ে যাওয়ার পরেই ফের আগুন জ্বালিয়ে দেওয়ার খবর প্রকাশ্যে আসে ৷

Last Updated : Mar 22, 2020, 4:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.