বাগদা, 10 মে : রাতে স্কুল মাঠে মদের আসর বসিয়েছিলেন প্রাথমিক স্কুলের এক শিক্ষক । পুলিশ গিয়ে বারণ করায় বচসায় জড়িয়ে পড়েন শিক্ষক ও তাঁর দুই সঙ্গী । এই ঘটনায় তাঁদের তিন জনকেই গ্রেফতার করে পুলিশ (School Teacher Arrested for Drink Alcohol at School Playground in Bagdah)।
রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বাগদা (Bagdah News) থানার মামাভাগনে এলাকায় । পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম প্রীতম মণ্ডল ও তাঁর দুই সঙ্গী নীলমণি মণ্ডল এবং নির্মল মণ্ডল । এদের মধ্যে প্রীতম বাগদার নিলাবাকুঠি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ।
প্রতিদিনের মত রবিবার রাতে মামাভাগনে এলাকায় টহল দিচ্ছিল বাগদা থানার পুলিশ । সেই সময় কর্তব্যরত পুলিশ কর্মীরা বাপুজি বিদ্যাপীঠের মাঠে তিন জনকে মদ্যপান করতে দেখেন । পুলিশ গিয়ে তাঁদের স্কুল মাঠে মদ্যপান করতে বারণ করলে, বন্ধ স্কুল মাঠে মদ্যপান বেআইনি নয় বলে পাঠ পড়াতে শুরু করেন কীর্তিমান শিক্ষক । এরপর কর্তব্যরত পুলিশের সঙ্গে অভব্য আচরণ করতে শুরু করেন মদ্যপ শিক্ষক ও তাঁর দুই সঙ্গী । এই ঘটনায় তাঁদের গ্রেফতার করে পুলিশ । ধৃত তিন জনকে সোমবার বনগাঁ মহকুমা আদালতে পাঠায় বাগদা থানার পুলিশ ।
মদের নেশা কাটার পর অনুতাপ প্রকাশ করেন ধৃত শিক্ষক প্রীতম মণ্ডল । তিনি যে ভুল করেছেন তা স্বীকার করে নেন ৷ তবে স্কুল শিক্ষক হয়ে স্কুল প্রাঙ্গণে মদের আসর বসানোয় নিন্দার ঝড় উঠেছে বিভিন্নমহলে ।
আরও পড়ুন : Bangaon Teacher Assult : স্কুলের মধ্যে শিক্ষিকাকে ধর্ষণের চেষ্টা, বনগাঁয় গ্রেফতার প্রধান শিক্ষক