ETV Bharat / state

গাইঘাটায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত কিশোরী - গাইঘাটা

চলতি মাসেই ডেঙ্গিতে অক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল এক যুবতির ৷ এবার মৃত্যু হল এক কিশোরীর ৷

মৃত কিশোরী
author img

By

Published : Aug 22, 2019, 7:12 PM IST

গাইঘাটা, 22 অগাস্ট : ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক কিশোরীর ৷ নাম অনুশা সরকার (13) ৷ বাড়ি গাইঘাটা থানার ডুমা পঞ্চায়েতের মনমোহনপুর গ্রামে ৷ অনুশা স্থানীয় মনমোহনপুর হাইস্কুলের ক্লাস নাইনের ছাত্রী ছিল৷

গত শনিবার থেকে জ্বরে ভুগছিল অনুশা ৷ মঙ্গলবার রক্ত পরীক্ষা করে জানা যায় সে ডেঙ্গিতে আক্রান্ত ৷ এরপর তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভরতি করা হয় ৷ বৃহস্পতিবার ভোররাতে সেখানে মৃত্যু হয় তার ৷

গত জুলাই থেকে হাবড়া ও পার্শ্ববর্তী এলাকায় ডেঙ্গি ছড়িয়ে পড়ে । তারপর থেকে হাবড়া হাসপাতালে ডেঙ্গি রোগীর সংখ্যা বেড়েই চলেছে । ডেঙ্গি ছড়িয়ে পড়েছে গাইঘাটা, বনগাঁ ও দেগঙ্গাতেও । বাড়ছে মৃতের সংখ্যাও । সরকারি হিসেবে ডেঙ্গিতে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ছয় । কিন্তু বেসরকারি মতে সেই সংখ্যা 20 ছাড়িয়েছে ।

4 অগাস্ট ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল অঙ্কিতা সিকদার নামে এক যুবতির ৷ অঙ্কিতা হাবড়ার শ্রীচৈতন্য কলেজের ইংরেজি অনার্সের ছাত্রী ছিল । তারপরই প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গি মোকাবিলায় উদ্যোগ নেওয়া হয় ৷ রাজ্য সরকার উত্তর 24 পরগনা জেলায় ডেঙ্গি মোকাবিলায় বরাদ্দ করেছে 76 লাখ টাকা ৷ ইতিমধ্যেই রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা হাবড়া ও বনগাঁ হাসপাতালে দু'দফায় ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখে এসেছে ৷ তবুও আটকানো যাচ্ছে না ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৷

গাইঘাটা, 22 অগাস্ট : ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক কিশোরীর ৷ নাম অনুশা সরকার (13) ৷ বাড়ি গাইঘাটা থানার ডুমা পঞ্চায়েতের মনমোহনপুর গ্রামে ৷ অনুশা স্থানীয় মনমোহনপুর হাইস্কুলের ক্লাস নাইনের ছাত্রী ছিল৷

গত শনিবার থেকে জ্বরে ভুগছিল অনুশা ৷ মঙ্গলবার রক্ত পরীক্ষা করে জানা যায় সে ডেঙ্গিতে আক্রান্ত ৷ এরপর তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভরতি করা হয় ৷ বৃহস্পতিবার ভোররাতে সেখানে মৃত্যু হয় তার ৷

গত জুলাই থেকে হাবড়া ও পার্শ্ববর্তী এলাকায় ডেঙ্গি ছড়িয়ে পড়ে । তারপর থেকে হাবড়া হাসপাতালে ডেঙ্গি রোগীর সংখ্যা বেড়েই চলেছে । ডেঙ্গি ছড়িয়ে পড়েছে গাইঘাটা, বনগাঁ ও দেগঙ্গাতেও । বাড়ছে মৃতের সংখ্যাও । সরকারি হিসেবে ডেঙ্গিতে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ছয় । কিন্তু বেসরকারি মতে সেই সংখ্যা 20 ছাড়িয়েছে ।

4 অগাস্ট ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল অঙ্কিতা সিকদার নামে এক যুবতির ৷ অঙ্কিতা হাবড়ার শ্রীচৈতন্য কলেজের ইংরেজি অনার্সের ছাত্রী ছিল । তারপরই প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গি মোকাবিলায় উদ্যোগ নেওয়া হয় ৷ রাজ্য সরকার উত্তর 24 পরগনা জেলায় ডেঙ্গি মোকাবিলায় বরাদ্দ করেছে 76 লাখ টাকা ৷ ইতিমধ্যেই রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা হাবড়া ও বনগাঁ হাসপাতালে দু'দফায় ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখে এসেছে ৷ তবুও আটকানো যাচ্ছে না ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৷

Intro:ডেঙ্গুতে মৃত্যু হল আরও এক মেধাবী ছাত্রীর


গাইঘাটাঃ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও এক মেধাবী ছাত্রীর। চলতি মাসের প্রথম সপ্তাহে হাবড়া শ্রীচৈতন্য কলেজের ইংরেজি অনার্সের এক ছাত্রীর ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল। মাস না ঘুরতেই সেই ডেঙ্গুতে মৃত্যু হল গাইঘাটার আরও এক মেধাবী ছাত্রীর। মৃতের নাম অনুশা সরকার ( ১৩)। ডেঙ্গু নিয়ে রাজ্য সরকার যতই মোকাবিলার ঢাক পেটাক না কেন, বিপদ যে আষ্টেপৃষ্ঠে বেঁধে রয়েছে, মৃত্যু মিছিলেই তার প্রমাণ মিলছে।

গাইঘাটা থানার ডুমা পঞ্চায়েতের মনমোহনপুর গ্রামে বাড়ি অনিশার। সে স্থানীয় মনমোহনপুর হাইস্কুলের নবম শ্রেণিতে পড়ত। বরাবর সে স্কুলে ফার্স্ট হত। গত শনিবার থেকে সে জ্বরে ভুগছিল। মঙ্গলবার রক্ত পরীক্ষায় তার শরীরে ডেঙ্গুর জীবাণু পাওয়া যায়। তড়িঘড়ি তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বুধবার রাত তিনটে নাগাদ বনগাঁ হাসপালেই তার মৃত্যু হয়।

প্রসঙ্গত গত জুলাই মাস থেকে হাবড়া-সহ পার্শ্ববর্তী এলাকায় ডেঙ্গু ছড়িয়ে পড়ে। তারপর থেকে হাবড়া হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। ডেঙ্গু ছড়িয়ে পড়েছে গাইঘাটা, বনগাঁ ও দেগঙ্গাতেও। বাড়ছে মৃতের সংখ্যাও। সরকারি হিসেবে ডেঙ্গুতে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ছয়। কিন্তু বেসরকারি মতে সেই সংখ্যা ২০ ছাড়িয়ে গিয়েছে। চলতি অগস্ট মাসের প্রথম সপ্তাহে হাবড়ার আক্রামপুর গ্রামের বাসিন্দা অঙ্কিতা শিকদার নামে ইংরেজি অনার্সের এক ছাত্রীর মৃত্যু হয়েছিল। তারপর অবশ্য প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু মোকাবিলায় তোড়জোড় শুরু হয়েছে। রাজ্য সরকার উত্তর ২৪ পরগনায় ডেঙ্গু মোকাবিলায় ৭৬ লক্ষ টাকা বরাদ্দ করেছে। খোদ রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী দু'দফায় হাবড়া ও বনগাঁ হাসপাতালে ডেঙ্গু পরিস্থিতি দেখে গিয়েছেন। তবু আটকানো যাচ্ছে না মৃত্যুমিছিল। ইংরেজি অনার্সের অঙ্কিতার পর ফের মৃত্যু হল মেধাবী ছাত্রী অনিশারও।Body:ডেঙ্গুতে মৃত্যু হল আরও এক মেধাবী ছাত্রীর


গাইঘাটাঃ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও এক মেধাবী ছাত্রীর। চলতি মাসের প্রথম সপ্তাহে হাবড়া শ্রীচৈতন্য কলেজের ইংরেজি অনার্সের এক ছাত্রীর ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল। মাস না ঘুরতেই সেই ডেঙ্গুতে মৃত্যু হল গাইঘাটার আরও এক মেধাবী ছাত্রীর। মৃতের নাম অনুশা সরকার ( ১৩)। ডেঙ্গু নিয়ে রাজ্য সরকার যতই মোকাবিলার ঢাক পেটাক না কেন, বিপদ যে আষ্টেপৃষ্ঠে বেঁধে রয়েছে, মৃত্যু মিছিলেই তার প্রমাণ মিলছে।

গাইঘাটা থানার ডুমা পঞ্চায়েতের মনমোহনপুর গ্রামে বাড়ি অনিশার। সে স্থানীয় মনমোহনপুর হাইস্কুলের নবম শ্রেণিতে পড়ত। বরাবর সে স্কুলে ফার্স্ট হত। গত শনিবার থেকে সে জ্বরে ভুগছিল। মঙ্গলবার রক্ত পরীক্ষায় তার শরীরে ডেঙ্গুর জীবাণু পাওয়া যায়। তড়িঘড়ি তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বুধবার রাত তিনটে নাগাদ বনগাঁ হাসপালেই তার মৃত্যু হয়।

প্রসঙ্গত গত জুলাই মাস থেকে হাবড়া-সহ পার্শ্ববর্তী এলাকায় ডেঙ্গু ছড়িয়ে পড়ে। তারপর থেকে হাবড়া হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। ডেঙ্গু ছড়িয়ে পড়েছে গাইঘাটা, বনগাঁ ও দেগঙ্গাতেও। বাড়ছে মৃতের সংখ্যাও। সরকারি হিসেবে ডেঙ্গুতে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ছয়। কিন্তু বেসরকারি মতে সেই সংখ্যা ২০ ছাড়িয়ে গিয়েছে। চলতি অগস্ট মাসের প্রথম সপ্তাহে হাবড়ার আক্রামপুর গ্রামের বাসিন্দা অঙ্কিতা শিকদার নামে ইংরেজি অনার্সের এক ছাত্রীর মৃত্যু হয়েছিল। তারপর অবশ্য প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু মোকাবিলায় তোড়জোড় শুরু হয়েছে। রাজ্য সরকার উত্তর ২৪ পরগনায় ডেঙ্গু মোকাবিলায় ৭৬ লক্ষ টাকা বরাদ্দ করেছে। খোদ রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী দু'দফায় হাবড়া ও বনগাঁ হাসপাতালে ডেঙ্গু পরিস্থিতি দেখে গিয়েছেন। তবু আটকানো যাচ্ছে না মৃত্যুমিছিল। ইংরেজি অনার্সের অঙ্কিতার পর ফের মৃত্যু হল মেধাবী ছাত্রী অনিশারও।Conclusion:ডেঙ্গুতে মৃত্যু হল আরও এক মেধাবী ছাত্রীর


গাইঘাটাঃ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও এক মেধাবী ছাত্রীর। চলতি মাসের প্রথম সপ্তাহে হাবড়া শ্রীচৈতন্য কলেজের ইংরেজি অনার্সের এক ছাত্রীর ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল। মাস না ঘুরতেই সেই ডেঙ্গুতে মৃত্যু হল গাইঘাটার আরও এক মেধাবী ছাত্রীর। মৃতের নাম অনুশা সরকার ( ১৩)। ডেঙ্গু নিয়ে রাজ্য সরকার যতই মোকাবিলার ঢাক পেটাক না কেন, বিপদ যে আষ্টেপৃষ্ঠে বেঁধে রয়েছে, মৃত্যু মিছিলেই তার প্রমাণ মিলছে।

গাইঘাটা থানার ডুমা পঞ্চায়েতের মনমোহনপুর গ্রামে বাড়ি অনিশার। সে স্থানীয় মনমোহনপুর হাইস্কুলের নবম শ্রেণিতে পড়ত। বরাবর সে স্কুলে ফার্স্ট হত। গত শনিবার থেকে সে জ্বরে ভুগছিল। মঙ্গলবার রক্ত পরীক্ষায় তার শরীরে ডেঙ্গুর জীবাণু পাওয়া যায়। তড়িঘড়ি তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বুধবার রাত তিনটে নাগাদ বনগাঁ হাসপালেই তার মৃত্যু হয়।

প্রসঙ্গত গত জুলাই মাস থেকে হাবড়া-সহ পার্শ্ববর্তী এলাকায় ডেঙ্গু ছড়িয়ে পড়ে। তারপর থেকে হাবড়া হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। ডেঙ্গু ছড়িয়ে পড়েছে গাইঘাটা, বনগাঁ ও দেগঙ্গাতেও। বাড়ছে মৃতের সংখ্যাও। সরকারি হিসেবে ডেঙ্গুতে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ছয়। কিন্তু বেসরকারি মতে সেই সংখ্যা ২০ ছাড়িয়ে গিয়েছে। চলতি অগস্ট মাসের প্রথম সপ্তাহে হাবড়ার আক্রামপুর গ্রামের বাসিন্দা অঙ্কিতা শিকদার নামে ইংরেজি অনার্সের এক ছাত্রীর মৃত্যু হয়েছিল। তারপর অবশ্য প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু মোকাবিলায় তোড়জোড় শুরু হয়েছে। রাজ্য সরকার উত্তর ২৪ পরগনায় ডেঙ্গু মোকাবিলায় ৭৬ লক্ষ টাকা বরাদ্দ করেছে। খোদ রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী দু'দফায় হাবড়া ও বনগাঁ হাসপাতালে ডেঙ্গু পরিস্থিতি দেখে গিয়েছেন। তবু আটকানো যাচ্ছে না মৃত্যুমিছিল। ইংরেজি অনার্সের অঙ্কিতার পর ফের মৃত্যু হল মেধাবী ছাত্রী অনিশারও।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.