ETV Bharat / state

জন্মাষ্টমীতে স্কুল খোলা, তালা ঝোলাল BJP - তৃণমূল

জন্মাষ্টমীর দিন অশোকনগর হরিপুরের সংস্কৃত সংঘ হাই স্কুল খোলা ছিল । খবর পেয়ে BJP কর্মী-সমর্থকরা প্রধানশিক্ষককে স্কুল বন্ধ করতে বলেন ৷ রাজি না হলে BJP নেতা স্বপন দে-র নেতৃত্বে স্কুলের মেন গেটে তালা লাগিয়ে দেওয়া হয় ।

North 24 parganas
অশোকনগর
author img

By

Published : Aug 12, 2020, 4:14 AM IST

অশোকনগর, 12 অগাস্ট : জন্মাষ্টমীর দিন স্কুল খোলা রাখা ঘিরে বিতর্ক উত্তর 24 পরগনার অশোকনগরে । জাতীয় ছুটির দিনে স্কুল খোলা রাখার প্রতিবাদে স্কুলে বিক্ষোভ দেখাল BJP । শুধু বিক্ষোভ দেখানোই নয় । স্কুলের গেটে তাঁরা তালাও ঝুলিয়ে দেয় ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অশোকনগর হরিপুরের সংস্কৃত সংঘ হাই স্কুল এদিন খোলা ছিল । পঠন-পাঠন না-হলেও প্রধান শিক্ষক প্রবীর সাহা-সহ অন্য শিক্ষকরা এসেছিলেন । তারপরই বিতর্ক ছড়ায় । খবর পেয়ে BJP কর্মী-সমর্থকরা সেখানে জড়ো হন । BJP-র বক্তব্য, জন্মাষ্টমীতে জাতীয় ছুটির দিন । সেদিন কোনওভাবে কোনও সরকারি প্রতিষ্ঠান খোলা রাখা যায় না । BJP কর্মী-সমর্থকরা স্কুলে গিয়ে প্রধান শিক্ষককে গিয়ে কারণ জিজ্ঞাসা করেন । তাঁরা স্কুল বন্ধ করতে বলেন । কিন্তু প্রধান শিক্ষক তাঁদের সাফ জানিয়ে দেন, একাদশ শ্রেণিতে ভর্তি সংক্রান্ত কাজ চলছে । সঙ্গে আরও কিছু কাজ বাকি আছে । তাই স্কুল বন্ধ রাখা সম্ভব নয় । তারপর BJP নেতা স্বপন দে নেতৃত্বে স্কুলের মেন গেটে তালা লাগিয়ে দেওয়া হয় ।

স্বপনবাবু বলেন, "জন্মাষ্টমী তিথিতে জাতীয় ছুটি থাকে । সে রকম দিনে স্কুল খোলা রাখার অর্থ ধর্মীয় ভাবাবেগকে আঘাত করা । তাই, আমরা প্রধান শিক্ষকের কাছে আবেদন করেছিলাম, আজ স্কুল বন্ধ রাখা হোক । কিন্তু তিনি আমাদের আবেদনে কর্ণপাত করেননি । বাধ্য হয়ে স্কুলের গেটে তালা বন্ধ করে দেওয়া হয়েছে ।"

তৃণমূল নেতা তথা অশোকনগর কল্যাণগড় পৌরসভার প্রশাসক প্রবোধ সরকার বলেন, "খুব নিন্দনীয় কাজ করেছে BJP । ভগবান ওদের একার না । আমরাও ভগবান মানি । কিন্তু তার জন্য যে স্কুলের গেটে তালা লাগিয়ে দেবে এটা খুব নিন্দনীয় ঘটনা ।"

স্কুলে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনায় প্রধান শিক্ষক অশোকনগর থানায় অভিযোগ দায়ের করেছেন । পার্থপ্রতিম চক্রবর্তী, শ্যামল মল্লিক ও নীলরতন মিত্র নামে তিন জনকে আটক করেছে অশোকনগর থানার পুলিশ ।

অশোকনগর, 12 অগাস্ট : জন্মাষ্টমীর দিন স্কুল খোলা রাখা ঘিরে বিতর্ক উত্তর 24 পরগনার অশোকনগরে । জাতীয় ছুটির দিনে স্কুল খোলা রাখার প্রতিবাদে স্কুলে বিক্ষোভ দেখাল BJP । শুধু বিক্ষোভ দেখানোই নয় । স্কুলের গেটে তাঁরা তালাও ঝুলিয়ে দেয় ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অশোকনগর হরিপুরের সংস্কৃত সংঘ হাই স্কুল এদিন খোলা ছিল । পঠন-পাঠন না-হলেও প্রধান শিক্ষক প্রবীর সাহা-সহ অন্য শিক্ষকরা এসেছিলেন । তারপরই বিতর্ক ছড়ায় । খবর পেয়ে BJP কর্মী-সমর্থকরা সেখানে জড়ো হন । BJP-র বক্তব্য, জন্মাষ্টমীতে জাতীয় ছুটির দিন । সেদিন কোনওভাবে কোনও সরকারি প্রতিষ্ঠান খোলা রাখা যায় না । BJP কর্মী-সমর্থকরা স্কুলে গিয়ে প্রধান শিক্ষককে গিয়ে কারণ জিজ্ঞাসা করেন । তাঁরা স্কুল বন্ধ করতে বলেন । কিন্তু প্রধান শিক্ষক তাঁদের সাফ জানিয়ে দেন, একাদশ শ্রেণিতে ভর্তি সংক্রান্ত কাজ চলছে । সঙ্গে আরও কিছু কাজ বাকি আছে । তাই স্কুল বন্ধ রাখা সম্ভব নয় । তারপর BJP নেতা স্বপন দে নেতৃত্বে স্কুলের মেন গেটে তালা লাগিয়ে দেওয়া হয় ।

স্বপনবাবু বলেন, "জন্মাষ্টমী তিথিতে জাতীয় ছুটি থাকে । সে রকম দিনে স্কুল খোলা রাখার অর্থ ধর্মীয় ভাবাবেগকে আঘাত করা । তাই, আমরা প্রধান শিক্ষকের কাছে আবেদন করেছিলাম, আজ স্কুল বন্ধ রাখা হোক । কিন্তু তিনি আমাদের আবেদনে কর্ণপাত করেননি । বাধ্য হয়ে স্কুলের গেটে তালা বন্ধ করে দেওয়া হয়েছে ।"

তৃণমূল নেতা তথা অশোকনগর কল্যাণগড় পৌরসভার প্রশাসক প্রবোধ সরকার বলেন, "খুব নিন্দনীয় কাজ করেছে BJP । ভগবান ওদের একার না । আমরাও ভগবান মানি । কিন্তু তার জন্য যে স্কুলের গেটে তালা লাগিয়ে দেবে এটা খুব নিন্দনীয় ঘটনা ।"

স্কুলে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনায় প্রধান শিক্ষক অশোকনগর থানায় অভিযোগ দায়ের করেছেন । পার্থপ্রতিম চক্রবর্তী, শ্যামল মল্লিক ও নীলরতন মিত্র নামে তিন জনকে আটক করেছে অশোকনগর থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.