ETV Bharat / state

School Boy Injured in a Blast: বোমা বিস্ফোরণে হাত উড়ল স্কুল পড়ুয়ার, চাঞ্চল্য এলাকায় - বিস্ফোরণে হাত উড়ল স্কুল পড়ুয়ার

বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে জখম স্কুল পড়ুয়া ৷ কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসাধীন ওই পড়ুয়া ৷ ঘটনার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

School Boy Injured in a Blast
বোমা বিস্ফোরণ
author img

By

Published : Jul 30, 2023, 4:43 PM IST

Updated : Jul 30, 2023, 4:59 PM IST

বোমা বিস্ফোরণে হাত উড়ল স্কুল পড়ুয়ার

বসিরহাট, 30 জুলাই: খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে হাত উড়ল স্কুল পড়ুয়ার । ঘটনায় রবিবার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনার বসিরহাটে । বোমাকে বল ভেবে খেলতে গিয়ে এই বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে । বিস্ফোরণে জখম পড়ুয়া ইউসুফ মণ্ডলের ডান হাত ছিন্নবিছিন্ন হয়ে গিয়েছে । গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে।পরে,অবস্থার অবনতি হলে সেখান থেকে জখম ছাত্রকে স্থানান্তরিত করা হয় কলকাতার আর জি কর হাসপাতালে । আপাতত সেখানেই চিকিৎসা চলছে তাঁর । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বসিরহাট পৌরসভা এলাকার 2 নম্বর ওয়ার্ডের গোলবাগানে বাড়ি ইউসুফের । স্থানীয় একটি মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র । এদিন সকালে বাড়ির পাশে একটি বাগানে খেলছিল সে । তখনই পড়ে থাকা গোলাকার বস্তুকে দেখে বল ভেবে খেলতে শুরু করে ৷ সেই সময়ে হঠাৎই সেটি পড়ে গিয়ে বিস্ফোরণ ঘটে । বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে এলাকা । বিকট শব্দ শুনে এলাকার লোকজন ছুটে এসে দেখেন,রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ওই পড়ুয়া । তার আশপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমার স্প্রিন্টার এবং সুতলি । এরপরই তড়িঘড়ি জখম পড়ুয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর,বোমার আঘাতে ন'বছরের ওই বালকের ডান হাত এবং শরীরের বেশকিছু অংশ মারাত্মক জখম হয়েছে । সেখান থেকে তাকে স্থানান্তর করা হয় আরজি কর হাসপাতালে ৷

আরও পডু়ন: হাড়োয়া বোমা বিস্ফোরণে ধৃত 1 তৃণমূল কর্মী, আরও 2 জনের খোঁজে তদন্তকারীরা

এদিকে,কোথা থেকে বোমা এল? কারাই বা বোমা মজুত করল সেখানে? বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান এটি কোনও দুষ্কৃতী দলের কাজ হয়ে থাকতে পারে । তবে, এর পিছনে অন্য রহস্য আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে । ঘটনাস্থলে গিয়ে বোমার স্প্রিন্টারের নমুনাও সংগ্রহ করেছেন তদন্তকারীরা । বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণের ঘটনা এরাজ্যে নতুন কিছু নয় ! আগেও পঞ্চায়েত ভোট ও তার পরবর্তীতে বিভিন্ন সময়ে এই ধরণের ভয়াবহ ঘটনার সাক্ষী থেকেছে পশ্চিমবঙ্গ । তবু আরও একবার নৃশংস অভিজ্ঞতার সাক্ষী থাকতে হল চতুর্থ শ্রেণীর এই ছাত্রকে ।

বোমা বিস্ফোরণে হাত উড়ল স্কুল পড়ুয়ার

বসিরহাট, 30 জুলাই: খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে হাত উড়ল স্কুল পড়ুয়ার । ঘটনায় রবিবার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনার বসিরহাটে । বোমাকে বল ভেবে খেলতে গিয়ে এই বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে । বিস্ফোরণে জখম পড়ুয়া ইউসুফ মণ্ডলের ডান হাত ছিন্নবিছিন্ন হয়ে গিয়েছে । গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে।পরে,অবস্থার অবনতি হলে সেখান থেকে জখম ছাত্রকে স্থানান্তরিত করা হয় কলকাতার আর জি কর হাসপাতালে । আপাতত সেখানেই চিকিৎসা চলছে তাঁর । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বসিরহাট পৌরসভা এলাকার 2 নম্বর ওয়ার্ডের গোলবাগানে বাড়ি ইউসুফের । স্থানীয় একটি মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র । এদিন সকালে বাড়ির পাশে একটি বাগানে খেলছিল সে । তখনই পড়ে থাকা গোলাকার বস্তুকে দেখে বল ভেবে খেলতে শুরু করে ৷ সেই সময়ে হঠাৎই সেটি পড়ে গিয়ে বিস্ফোরণ ঘটে । বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে এলাকা । বিকট শব্দ শুনে এলাকার লোকজন ছুটে এসে দেখেন,রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ওই পড়ুয়া । তার আশপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমার স্প্রিন্টার এবং সুতলি । এরপরই তড়িঘড়ি জখম পড়ুয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর,বোমার আঘাতে ন'বছরের ওই বালকের ডান হাত এবং শরীরের বেশকিছু অংশ মারাত্মক জখম হয়েছে । সেখান থেকে তাকে স্থানান্তর করা হয় আরজি কর হাসপাতালে ৷

আরও পডু়ন: হাড়োয়া বোমা বিস্ফোরণে ধৃত 1 তৃণমূল কর্মী, আরও 2 জনের খোঁজে তদন্তকারীরা

এদিকে,কোথা থেকে বোমা এল? কারাই বা বোমা মজুত করল সেখানে? বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান এটি কোনও দুষ্কৃতী দলের কাজ হয়ে থাকতে পারে । তবে, এর পিছনে অন্য রহস্য আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে । ঘটনাস্থলে গিয়ে বোমার স্প্রিন্টারের নমুনাও সংগ্রহ করেছেন তদন্তকারীরা । বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণের ঘটনা এরাজ্যে নতুন কিছু নয় ! আগেও পঞ্চায়েত ভোট ও তার পরবর্তীতে বিভিন্ন সময়ে এই ধরণের ভয়াবহ ঘটনার সাক্ষী থেকেছে পশ্চিমবঙ্গ । তবু আরও একবার নৃশংস অভিজ্ঞতার সাক্ষী থাকতে হল চতুর্থ শ্রেণীর এই ছাত্রকে ।

Last Updated : Jul 30, 2023, 4:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.