ETV Bharat / state

বনধ ঘিরে বিক্ষিপ্ত অশান্তি, BJP-তৃণমূল সংঘর্ষ ব্যারাকপুরে; জখম 7

BJP-র ডাকা বনধে বিক্ষিপ্ত অশান্তি ব্যারাকপুরে ৷ বনধ ঘিরে ফের BJP-তৃণমূল সংঘর্ষ হয় ৷ জখম হন সাত BJP কর্মী ৷

টায়ার জ্বালিয়ে চলছে অবরোধ
author img

By

Published : Sep 2, 2019, 11:12 AM IST

Updated : Sep 2, 2019, 3:27 PM IST

ব্যারাকপুর, 2 সেপ্টেম্বর : BJP-র ডাকা বনধে বিক্ষিপ্ত অশান্তি ব্যারাকপুরে ৷ বনধ ঘিরে ফের BJP-তৃণমূল সংঘর্ষ হয় ৷ জখম হন সাত BJP কর্মী ৷

গতকাল সাংসদ অর্জুন সিংয়ের উপর হামলার প্রতিবাদে BJP কর্মী-সমর্থকরা 12 ঘণ্টার বনধ ডাকে ব্যারাকপুর শিল্পাঞ্চলে ৷ আজ সকাল থেকেই বনধের সমর্থনে ব্যারাকপুর ঘোষপাড়া রোডের বিভিন্ন এলাকায় অবরোধ করে বনধ সমর্থনকারীরা ৷ ব্যারাকপুর ব্রিজের সামনেও বনধের সমর্থনে অবরোধ চলে ৷ বনধের প্রতিবাদে সরব হয়ে রাস্তায় নামে তৃণমূল ৷ তখনই দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয় ৷ জখম হন সাত BJP কর্মী ৷ তাঁদের ব্যারাকপুর BN বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ অশান্তি এড়াতে এলাকায় টহল দিচ্ছে পুলিশ ৷ অন্যদিকে, শ্যামনগর পোস্ট অফিসের মোড়েও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বনধ সমর্থনকারীরা ৷ পুলিশ পথ অবরোধ তুলতে এলে তাদের সঙ্গে BJP কর্মী-সমর্থকদের হাতাহাতি হয় ৷ এই ঘটনায় পুলিশ বেশ কয়েকজন অবরোধকারীকে আটক করে ৷

আরও পড়ুন : BJP-র ডাকা বনধের প্রভাব; ব্যারাকপুরে বন্ধ জুটমিল, রেল অবরোধ

BJP worker
হাসপাতালে জখম BJP কর্মীরা

অশান্তি এড়াতে এলাকায় চলছে পুলিশি টহল ৷ BJP নেতৃত্বের দাবি, মানুষ স্বতঃস্ফূর্তভাবেই বনধে সামিল হয়েছেন ৷ BJP-র ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভানেত্রী ফাল্গুনি পাত্র বলেন, "গতকালের ঘটনার প্রতিবাদে মানুষ স্বতঃস্ফূর্তভাবে বনধে সামিল হয়েছেন ৷ দোকানপাট বন্ধ রয়েছে ৷ বারবার করে BJP-র কর্মী, বিধায়ক, সাংসদরা প্রশাসন ও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হচ্ছেন ৷ তাই গণতান্ত্রিক পদ্ধতিতে বনধ বা আন্দোলন ছাড়া অন্য কোনও হাতিয়ার আমাদের নেই ৷" পাশাপাশি বনধের সমর্থনে সকাল ছ'টা থেকে কাঁকিনাড়া স্টেশনে এক নম্বর লাইনে আপ ট্রেন আটকে রেল অবরোধ করে BJP কর্মী-সমর্থকরা ৷ যার জেরে শিয়ালদা-রানাঘাট মেইন শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয় ৷ পড়ে রেল অবরোধ তুলে নেয় BJP কর্মী-সমর্থকরা ৷

দেখুন ভিডিয়ো

BJP-র ডাকা বনধে জুটমিলগুলোও সামিল হয়েছে ৷ ভারতীয় মজদুর সংঘের রাজ্য সম্পাদক সঞ্জয় কুমার শা বলেন, "গতকাল অর্জুন সিংয়ের উপর হামলার প্রতিবাদে জুটমিলগুলো 24 ঘণ্টা বন্ধ থাকবে ৷ শ্রমিকরাই স্বতঃস্ফূর্তভাবেই বনধে সামিল হয়েছেন ৷ 12টি জুটমিলই বন্ধ রয়েছে৷ "

গতকাল শ্যামনগরে দলীয় কার্যালয় দখল ঘিরে BJP-তৃণমূল সংঘর্ষ হয় ৷ এই ঘটনার প্রতিবাদে সার্কাস মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায় BJP-র কর্মী-সমর্থকরা ৷ অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে BJP-র কর্মী-সমর্থকদের খণ্ডযুদ্ধ বাধে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে ৷ এলাকায় বোমাবাজিও হয় ৷ অভিযোগ, লাঠির ঘায়ে মাথা ফাটে ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিংয়ের ৷ এই ঘটনার প্রতিবাদেই আজ শিল্পাঞ্চলে 12 ঘণ্টা বনধ ডাকে BJP ৷

ব্যারাকপুর, 2 সেপ্টেম্বর : BJP-র ডাকা বনধে বিক্ষিপ্ত অশান্তি ব্যারাকপুরে ৷ বনধ ঘিরে ফের BJP-তৃণমূল সংঘর্ষ হয় ৷ জখম হন সাত BJP কর্মী ৷

গতকাল সাংসদ অর্জুন সিংয়ের উপর হামলার প্রতিবাদে BJP কর্মী-সমর্থকরা 12 ঘণ্টার বনধ ডাকে ব্যারাকপুর শিল্পাঞ্চলে ৷ আজ সকাল থেকেই বনধের সমর্থনে ব্যারাকপুর ঘোষপাড়া রোডের বিভিন্ন এলাকায় অবরোধ করে বনধ সমর্থনকারীরা ৷ ব্যারাকপুর ব্রিজের সামনেও বনধের সমর্থনে অবরোধ চলে ৷ বনধের প্রতিবাদে সরব হয়ে রাস্তায় নামে তৃণমূল ৷ তখনই দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয় ৷ জখম হন সাত BJP কর্মী ৷ তাঁদের ব্যারাকপুর BN বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ অশান্তি এড়াতে এলাকায় টহল দিচ্ছে পুলিশ ৷ অন্যদিকে, শ্যামনগর পোস্ট অফিসের মোড়েও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বনধ সমর্থনকারীরা ৷ পুলিশ পথ অবরোধ তুলতে এলে তাদের সঙ্গে BJP কর্মী-সমর্থকদের হাতাহাতি হয় ৷ এই ঘটনায় পুলিশ বেশ কয়েকজন অবরোধকারীকে আটক করে ৷

আরও পড়ুন : BJP-র ডাকা বনধের প্রভাব; ব্যারাকপুরে বন্ধ জুটমিল, রেল অবরোধ

BJP worker
হাসপাতালে জখম BJP কর্মীরা

অশান্তি এড়াতে এলাকায় চলছে পুলিশি টহল ৷ BJP নেতৃত্বের দাবি, মানুষ স্বতঃস্ফূর্তভাবেই বনধে সামিল হয়েছেন ৷ BJP-র ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভানেত্রী ফাল্গুনি পাত্র বলেন, "গতকালের ঘটনার প্রতিবাদে মানুষ স্বতঃস্ফূর্তভাবে বনধে সামিল হয়েছেন ৷ দোকানপাট বন্ধ রয়েছে ৷ বারবার করে BJP-র কর্মী, বিধায়ক, সাংসদরা প্রশাসন ও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হচ্ছেন ৷ তাই গণতান্ত্রিক পদ্ধতিতে বনধ বা আন্দোলন ছাড়া অন্য কোনও হাতিয়ার আমাদের নেই ৷" পাশাপাশি বনধের সমর্থনে সকাল ছ'টা থেকে কাঁকিনাড়া স্টেশনে এক নম্বর লাইনে আপ ট্রেন আটকে রেল অবরোধ করে BJP কর্মী-সমর্থকরা ৷ যার জেরে শিয়ালদা-রানাঘাট মেইন শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয় ৷ পড়ে রেল অবরোধ তুলে নেয় BJP কর্মী-সমর্থকরা ৷

দেখুন ভিডিয়ো

BJP-র ডাকা বনধে জুটমিলগুলোও সামিল হয়েছে ৷ ভারতীয় মজদুর সংঘের রাজ্য সম্পাদক সঞ্জয় কুমার শা বলেন, "গতকাল অর্জুন সিংয়ের উপর হামলার প্রতিবাদে জুটমিলগুলো 24 ঘণ্টা বন্ধ থাকবে ৷ শ্রমিকরাই স্বতঃস্ফূর্তভাবেই বনধে সামিল হয়েছেন ৷ 12টি জুটমিলই বন্ধ রয়েছে৷ "

গতকাল শ্যামনগরে দলীয় কার্যালয় দখল ঘিরে BJP-তৃণমূল সংঘর্ষ হয় ৷ এই ঘটনার প্রতিবাদে সার্কাস মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায় BJP-র কর্মী-সমর্থকরা ৷ অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে BJP-র কর্মী-সমর্থকদের খণ্ডযুদ্ধ বাধে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে ৷ এলাকায় বোমাবাজিও হয় ৷ অভিযোগ, লাঠির ঘায়ে মাথা ফাটে ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিংয়ের ৷ এই ঘটনার প্রতিবাদেই আজ শিল্পাঞ্চলে 12 ঘণ্টা বনধ ডাকে BJP ৷

Intro:ব্যারাকপুর বনধে বিক্ষিপ্ত অশান্তি Body:ব্যারাকপুর বনধে বিক্ষিপ্ত অশান্তি ।

ব্যারাকপুর বারাসাত রোড এর উপর ব্যারাকপুর ব্রিজের সামনে বিজেপি কর্মী সমর্থকরা পথ অবরোধ করার সময় এই সংঘর্ষ বাঁধে।বন্ধের সমর্থনে বিজেপি রা রাস্তায় বের হলে তৃণমূলের প্রতিরোধ করতে গেলে এই সংঘর্ষ বাঁধে।অন্যদিকে ঘোষপাড়া রোড এর উপর শ্যামনগর পোষ্ট অফিস মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধে পুলিশ অবরোধ তুলতে এলে দুপক্ষের মধ্যে ধ্বস্তাধ্বস্তি হয়। এখান থেকে পুলিশ বেশ কয়েকজন অবরোধকারীদের আটক করে। Conclusion:এছাড়া তেমন কোন বড় অশান্তির কোন খবর নেই।
Last Updated : Sep 2, 2019, 3:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.