বসিরহাট, 15 মে : ফের বিস্ফোরক মন্তব্য বসিরহাট লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী সায়ন্তন বসুর । তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকাতরানি বলে কটাক্ষ করেন তিনি । গতকাল বসিরহাটের হাসনাবাদে ভোটপ্রচার চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সায়ন্তনবাবু বলেন, "বসিরহাটের দু'টি জায়গায় ডাকাতদের সম্মেলনে ডাকাতরানি বক্তব্য রেখেছিলেন । তারপরে সেই ডাকাতরা আমাদের কার্যকর্তাদের বাড়ি লুট করেছে ।"
প্রসঙ্গত, 11 মে বসিরহাট লোকসভা কেন্দ্রের হাড়োয়া ও হাসনাবাদে দু'টি জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । হাসনাবাদের যে গ্রামে মুখ্যমন্ত্রী সভা করেছিলেন, জনসভার দিনই ওই এলাকায় দিনেদুপুরে দুই BJP কর্মীর বাড়িতে চুরির ঘটনা ঘটে । গতকাল ভোটপ্রচারের সময় ওই দুই কর্মীর বাড়িতে যান সায়ন্তন । ঘটনার পিছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাত রয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি ।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার প্রসঙ্গ উল্লেখ করে সায়ন্তনবাবু বলেন, "ডাকাতদের নিয়ে সম্মেলনে ডাকাতরানি বক্তব্য রেখেছিলেন । আর সেই সভায় যে ডাকাতরা ছিল, তারা গিয়ে ডাকাতি করেছে । কিন্তু পুলিশ এখনও তাদের বিরুদ্ধে অভিযোগ নেয়নি ।"
সায়ন্তনের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে উত্তর 24 পরগনা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "BJP একটি অসভ্য-বর্বরদের দল । ওরা জানে না কীভাবে কথা বলতে হয় । নরেন্দ্র মোদি থেকে অমিত শাহ, দিলীপ ঘোষ থেকে সায়ন্তন বসু - সবাই সমান । ওদের নিয়ে কিছু বলতে আমাদের রুচিতে বাধে । কোনও মন্তব্য করব না।"