ETV Bharat / state

Saugata Roy: ছাত্র সংসদের নির্বাচন করাতে ছাত্রদেরই উদ্যোগ নিতে হবে, বার্তা সৌগতর

author img

By

Published : Jul 17, 2022, 10:38 PM IST

যত দ্রুত সম্ভব রাজ্য়ের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচন (Student Council Election) করানোর পক্ষে সওয়াল করলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy) ৷ বারাসত কলেজের (Barasat College) একটি অনুষ্ঠানে এসে এই বিষয়ে পড়ুয়াদেরই উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি ৷

Saugata Roy comments on Student Council Election at Barasat College
Saugata Roy: ছাত্র সংসদের নির্বাচন করাতে ছাত্রদেরই উদ্যোগ নিতে হবে, বার্তা সৌগতর

বারাসত, 17 জুলাই: রাজ্য়ের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন (Student Council Election) হয়ে যাওয়া উচিত ৷ এমনটাই মনে করেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy) ৷ রবিবার বারাসত কলেজে (Barasat College) আয়োজিত ছাত্র সংগঠনের এক কর্মসূচিতে এসে টিএমসিপি নেতা, কর্মীদের সামনেই কলেজ নির্বাচন না হওয়া নিয়ে নিজের ক্ষোভের কথা তুলে ধরেন তিনি ৷ মঞ্চে দাঁড়িয়েই বলেন,"ছাত্র সংগঠনের তরফ থেকে কেন কলেজ নির্বাচন করার দাবি তোলা হচ্ছে না ? ছাত্রদের কাছ থেকেই তো প্রথমে কলেজ নির্বাচনের প্রস্তাব আসা উচিত সরকারের কাছে ৷"

পাশাপাশি, এদিন টিএমসিপি সদস্যদের নীতি ও আদর্শের পাঠও দেন তৃণমূলের এই বর্ষীয়ান নেতা ৷ সৌগত বলেন, "ছাত্র হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হতে হলে মানুষের সঙ্গে সংযোগ রাখতে হবে ৷ রাজনীতি আর সমাজ গুলিয়ে ফেললে চলবে না ৷ প্রকৃত রাজনীতিবিদ হতে হলে মানুষের কাছে গ্রহণযোগ্য হতে হবে ৷ সোশ্যাল মিডিয়া কখনই সমাজের কারিগর হতে পারে না ৷"

আরও পড়ুন: Saugata Roy: পৌরনির্বাচনে হিংসার অভিযোগ অসত্য, দাবি সৌগতর

দীর্ঘদিন ধরে কলেজ নির্বাচন বন্ধ থাকার বিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায়কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "সরকার এই বিষয়ে চিন্তাভাবনা করছে ৷ আমার ধারণা, ধীরে ধীরে এই প্রক্রিয়া শুরু হবে ৷ যেহেতু কলেজে ছাত্র সংসদের নির্বাচন হয়, সেহেতু ছাত্র সংগঠনকেই এর দাবি জানাতে হবে ৷ কিন্তু, বিগত দিনে কলেজ নির্বাচনে কিছু অশান্তির ঘটনা ঘটেছে ৷ সেই কারণেই হয়তো সমস্ত কিছু খতিয়ে দেখে সরকার নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে ৷"

ছাত্রদের বার্তা সৌগত রায়ের ৷

সৌগত রায়ের মন্তব্যকে সমর্থন জানিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য ৷ তিনি বলেন, "কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হওয়া নিয়ে আমরা আগেই সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছি ৷ করোনা পরিস্থিতির জেরে ছাত্র সংসদের নির্বাচন আপাতত বন্ধ রয়েছে ৷ তবে,আশা করছি শীঘ্রই সরকার এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেবে ৷ আমরাও চাই, সুষ্ঠুভাবে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হোক ৷"

বারাসত, 17 জুলাই: রাজ্য়ের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন (Student Council Election) হয়ে যাওয়া উচিত ৷ এমনটাই মনে করেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy) ৷ রবিবার বারাসত কলেজে (Barasat College) আয়োজিত ছাত্র সংগঠনের এক কর্মসূচিতে এসে টিএমসিপি নেতা, কর্মীদের সামনেই কলেজ নির্বাচন না হওয়া নিয়ে নিজের ক্ষোভের কথা তুলে ধরেন তিনি ৷ মঞ্চে দাঁড়িয়েই বলেন,"ছাত্র সংগঠনের তরফ থেকে কেন কলেজ নির্বাচন করার দাবি তোলা হচ্ছে না ? ছাত্রদের কাছ থেকেই তো প্রথমে কলেজ নির্বাচনের প্রস্তাব আসা উচিত সরকারের কাছে ৷"

পাশাপাশি, এদিন টিএমসিপি সদস্যদের নীতি ও আদর্শের পাঠও দেন তৃণমূলের এই বর্ষীয়ান নেতা ৷ সৌগত বলেন, "ছাত্র হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হতে হলে মানুষের সঙ্গে সংযোগ রাখতে হবে ৷ রাজনীতি আর সমাজ গুলিয়ে ফেললে চলবে না ৷ প্রকৃত রাজনীতিবিদ হতে হলে মানুষের কাছে গ্রহণযোগ্য হতে হবে ৷ সোশ্যাল মিডিয়া কখনই সমাজের কারিগর হতে পারে না ৷"

আরও পড়ুন: Saugata Roy: পৌরনির্বাচনে হিংসার অভিযোগ অসত্য, দাবি সৌগতর

দীর্ঘদিন ধরে কলেজ নির্বাচন বন্ধ থাকার বিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায়কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "সরকার এই বিষয়ে চিন্তাভাবনা করছে ৷ আমার ধারণা, ধীরে ধীরে এই প্রক্রিয়া শুরু হবে ৷ যেহেতু কলেজে ছাত্র সংসদের নির্বাচন হয়, সেহেতু ছাত্র সংগঠনকেই এর দাবি জানাতে হবে ৷ কিন্তু, বিগত দিনে কলেজ নির্বাচনে কিছু অশান্তির ঘটনা ঘটেছে ৷ সেই কারণেই হয়তো সমস্ত কিছু খতিয়ে দেখে সরকার নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে ৷"

ছাত্রদের বার্তা সৌগত রায়ের ৷

সৌগত রায়ের মন্তব্যকে সমর্থন জানিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য ৷ তিনি বলেন, "কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হওয়া নিয়ে আমরা আগেই সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছি ৷ করোনা পরিস্থিতির জেরে ছাত্র সংসদের নির্বাচন আপাতত বন্ধ রয়েছে ৷ তবে,আশা করছি শীঘ্রই সরকার এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেবে ৷ আমরাও চাই, সুষ্ঠুভাবে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হোক ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.