ETV Bharat / state

বিদ্যুতের দাবিতে অবরোধ, পুলিশের লাঠিচার্জ - লাঠিচার্জ

বিদ্যুতের দাবিতে পথ অবরোধকে কেন্দ্র করে উত্তেজনা মধ্যমগ্রামে ৷ স্থানীয় বাসিন্দাদের উপর লাঠিচার্জের অভিযোগ ওঠে পুলিশের বিরদ্ধে ৷ ঘটনায় তিনজনকে আটক করাকে কেন্দ্র করে বিক্ষোভকারীরা ফের মধ্যমগ্রাম থানার সামনেও বিক্ষোভ দেখান ৷ পরে পুলিশ ওই তিনজনকে ছেড়ে দেয় ৷

madhyamgram
মধ্যমগ্রামে বিদ্যুতের দাবিতে অবরোধ
author img

By

Published : May 23, 2020, 5:51 PM IST

Updated : May 23, 2020, 7:08 PM IST

মধ্যমগ্রাম, 23 মে: বিদ্যুতের দাবিতে পথ অবরোধকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল মধ্যমগ্রামের চৌমাথা এলাকায় । পুলিশের সঙ্গে বচসা ও ধস্তাধস্তিতেও জড়িয়ে পড়ে আন্দোলনকারীরা ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ ৷

ঘটনায় জড়িত তিন আন্দোলনকারীকে আটক করে থানাতে নিয়ে যায় মধ্যমগ্রাম পুলিশ । বিক্ষোভকারীদের আন্দোলনে ঘৃতাহূতির মতো কাজ করে এই ঘটনা ৷ ক্ষুব্ধ বাসিন্দারা আটক ব্যক্তিদের ছাড়াতে ফের মধ্যমগ্রাম থানার সামনে বিক্ষোভ শুরু করে । তুমুল বিক্ষোভের চাপে শেষ পর্যন্ত আটক তিনজনকে ছাড়তে বাধ্য হয় পুলিশ ।

আটকদের ছাড়ার পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হলেও যে কারণে পথ অবরোধ হচ্ছিল, সেই বিদ্যুৎ পরিষেবা কবে স্বাভাবিক হবে, তা নিয়ে কোনও সদুত্তর মেলেনি মধ্যমগ্রাম থানার তরফে । এমনকি লাঠিচার্জের অভিযোগও মানতে চাননি পুলিশ । তাঁরা বলেন,‘‘যশোর রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তায় অবরোধের জেরে যানজটের সৃষ্টি হচ্ছিল । প্রথমে আন্দোলনকারীদের অনুরোধ করা হয় অবরোধ তুলে নেওয়ার জন্য । কিন্তু সেই অনুরোধে আমল না দিয়ে অবরোধ চালিয়ে যাওয়ায় আন্দোলনকারীদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে মাত্র । এর বেশি কিছুই হয়নি সেখানে ।’’

পথ অবরোধ করায় তিনজনকে আটক করে মধ্যমগ্রাম পুলিশ ৷

আমফানের দাপটে গত তিনদিন ধরে বিদ্যুৎ নেই মধ্যমগ্রাম বাদু রোড সংলগ্ন এলাকায় । এর জেরে তীব্র সমস্যার সম্মুখীন হচ্ছেন স্থানীয় বাসিন্দারা । যাঁরা অসুস্থ, তাঁদের অবস্থা আরও সঙ্গীন । বিদ্যুৎ না থাকায় গরমে আরও অসুস্থ হয়ে পড়ছেন রোগীরা বলে অভিযোগ । বিদ্যুৎ সাপ্লাই অফিস থেকে শুরু করে পুলিশ প্রশাসনকে বারবার জানানো হলেও তাঁরা কোনও কর্ণপাত করেনি । এরপরই আজ দুপুরে বাদু রোডের আশেপাশের স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে মধ্যমগ্রামের যশোর রোডের চৌমাথায় অবরোধ করেন । প্রায় আধ ঘণ্টা ধরে চলে এই অবরোধ । অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় যশোর রোডে । খবর পেয়ে ঘটনাস্থানে ছুটে আসে মধ্যমগ্রাম থানার পুলিশ ।

পুলিশ প্রথমে অবরোধকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি বোঝানোর চেষ্টা করেন । অনুরোধ করা হয়, অবরোধ তুলে নেওয়ার জন্য। কিন্তু,তাতে কাজ না হওয়ায় জোর করে অবরোধ তোলার চেষ্টা করে পুলিশ । পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং বচসা,ধস্তাধস্তি শুরু হয় দুইপক্ষের মধ্যে । এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ । জোর করে তিন আন্দোলনকারীকেও আটক করে থানায় নিয়ে যায় পুলিশ ।

এই ঘটনায় আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন আন্দোলনকারীরা । আটকদের ছাড়াতে মধ্যমগ্রাম থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন তারা। তুমুল বিক্ষোভের চাপে আটক তিনজনকে ছাড়তে বাধ্য হয় পুলিশ । আটক এক যুবতী বলেন, ‘‘তিনদিন কেটে গেলেও বিদ্যুৎ আসেনি বাদু রোড সংলগ্ন এলাকায় । পুলিশকে বারবার বলা হলেও তাঁরা কোনও ভ্রুক্ষেপ করেনি । উল্টে আমাদের বলা হয়,আপনারা যা ইচ্ছে তাই করুন । বাড়িতে অসুস্থ লোক রয়েছে । বিদ্যুৎ না থাকলে তাঁদের অবস্থা কি হয়, একবার ভাবুন! আমরা শান্তিপূর্ণ ভাবেই অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছিলাম । কিন্তু পুলিশ এসে আচমকাই লাঠিচার্জ শুরু করে । আমাকেও ধাক্কাধাক্কি ও লাঠি দিয়ে মারধর করা হয়েছে । জোর করে টানতে টানতে থানায় নিয়ে গেছে পুলিশ । এটা কোন ধরনের আচরণ!’’

যদিও লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ । তাঁরা জানিয়েছে,‘‘কোনওরকম জবরদস্তি করা হয়নি আন্দোলনকারীদের সঙ্গে । উল্টে অবরোধ তুলতে গেলে বাসিন্দারাই পুলিশের সঙ্গে বচসা,ধস্তাধস্তি শুরু করে দেয় । তারপরও পুলিশকর্মীরা ধৈর্য সহকারে পরিস্থিতির মোকাবিলা করেছেন ।’’

মধ্যমগ্রাম, 23 মে: বিদ্যুতের দাবিতে পথ অবরোধকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল মধ্যমগ্রামের চৌমাথা এলাকায় । পুলিশের সঙ্গে বচসা ও ধস্তাধস্তিতেও জড়িয়ে পড়ে আন্দোলনকারীরা ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ ৷

ঘটনায় জড়িত তিন আন্দোলনকারীকে আটক করে থানাতে নিয়ে যায় মধ্যমগ্রাম পুলিশ । বিক্ষোভকারীদের আন্দোলনে ঘৃতাহূতির মতো কাজ করে এই ঘটনা ৷ ক্ষুব্ধ বাসিন্দারা আটক ব্যক্তিদের ছাড়াতে ফের মধ্যমগ্রাম থানার সামনে বিক্ষোভ শুরু করে । তুমুল বিক্ষোভের চাপে শেষ পর্যন্ত আটক তিনজনকে ছাড়তে বাধ্য হয় পুলিশ ।

আটকদের ছাড়ার পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হলেও যে কারণে পথ অবরোধ হচ্ছিল, সেই বিদ্যুৎ পরিষেবা কবে স্বাভাবিক হবে, তা নিয়ে কোনও সদুত্তর মেলেনি মধ্যমগ্রাম থানার তরফে । এমনকি লাঠিচার্জের অভিযোগও মানতে চাননি পুলিশ । তাঁরা বলেন,‘‘যশোর রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তায় অবরোধের জেরে যানজটের সৃষ্টি হচ্ছিল । প্রথমে আন্দোলনকারীদের অনুরোধ করা হয় অবরোধ তুলে নেওয়ার জন্য । কিন্তু সেই অনুরোধে আমল না দিয়ে অবরোধ চালিয়ে যাওয়ায় আন্দোলনকারীদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে মাত্র । এর বেশি কিছুই হয়নি সেখানে ।’’

পথ অবরোধ করায় তিনজনকে আটক করে মধ্যমগ্রাম পুলিশ ৷

আমফানের দাপটে গত তিনদিন ধরে বিদ্যুৎ নেই মধ্যমগ্রাম বাদু রোড সংলগ্ন এলাকায় । এর জেরে তীব্র সমস্যার সম্মুখীন হচ্ছেন স্থানীয় বাসিন্দারা । যাঁরা অসুস্থ, তাঁদের অবস্থা আরও সঙ্গীন । বিদ্যুৎ না থাকায় গরমে আরও অসুস্থ হয়ে পড়ছেন রোগীরা বলে অভিযোগ । বিদ্যুৎ সাপ্লাই অফিস থেকে শুরু করে পুলিশ প্রশাসনকে বারবার জানানো হলেও তাঁরা কোনও কর্ণপাত করেনি । এরপরই আজ দুপুরে বাদু রোডের আশেপাশের স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে মধ্যমগ্রামের যশোর রোডের চৌমাথায় অবরোধ করেন । প্রায় আধ ঘণ্টা ধরে চলে এই অবরোধ । অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় যশোর রোডে । খবর পেয়ে ঘটনাস্থানে ছুটে আসে মধ্যমগ্রাম থানার পুলিশ ।

পুলিশ প্রথমে অবরোধকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি বোঝানোর চেষ্টা করেন । অনুরোধ করা হয়, অবরোধ তুলে নেওয়ার জন্য। কিন্তু,তাতে কাজ না হওয়ায় জোর করে অবরোধ তোলার চেষ্টা করে পুলিশ । পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং বচসা,ধস্তাধস্তি শুরু হয় দুইপক্ষের মধ্যে । এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ । জোর করে তিন আন্দোলনকারীকেও আটক করে থানায় নিয়ে যায় পুলিশ ।

এই ঘটনায় আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন আন্দোলনকারীরা । আটকদের ছাড়াতে মধ্যমগ্রাম থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন তারা। তুমুল বিক্ষোভের চাপে আটক তিনজনকে ছাড়তে বাধ্য হয় পুলিশ । আটক এক যুবতী বলেন, ‘‘তিনদিন কেটে গেলেও বিদ্যুৎ আসেনি বাদু রোড সংলগ্ন এলাকায় । পুলিশকে বারবার বলা হলেও তাঁরা কোনও ভ্রুক্ষেপ করেনি । উল্টে আমাদের বলা হয়,আপনারা যা ইচ্ছে তাই করুন । বাড়িতে অসুস্থ লোক রয়েছে । বিদ্যুৎ না থাকলে তাঁদের অবস্থা কি হয়, একবার ভাবুন! আমরা শান্তিপূর্ণ ভাবেই অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছিলাম । কিন্তু পুলিশ এসে আচমকাই লাঠিচার্জ শুরু করে । আমাকেও ধাক্কাধাক্কি ও লাঠি দিয়ে মারধর করা হয়েছে । জোর করে টানতে টানতে থানায় নিয়ে গেছে পুলিশ । এটা কোন ধরনের আচরণ!’’

যদিও লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ । তাঁরা জানিয়েছে,‘‘কোনওরকম জবরদস্তি করা হয়নি আন্দোলনকারীদের সঙ্গে । উল্টে অবরোধ তুলতে গেলে বাসিন্দারাই পুলিশের সঙ্গে বচসা,ধস্তাধস্তি শুরু করে দেয় । তারপরও পুলিশকর্মীরা ধৈর্য সহকারে পরিস্থিতির মোকাবিলা করেছেন ।’’

Last Updated : May 23, 2020, 7:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.