ETV Bharat / state

রাস্তা থেকে প্লাস্টিকের ব্যাগ কুড়িয়ে আনলেন প্রবীণ, বাড়িতে বিস্ফোরণ - খড়দায় বোমা বিস্ফোরণ

মানসিক ভারসাম্যহীন প্রবীণ ব্যক্তির বাড়িতে বিস্ফোরণ ৷ জানা গেছে, রাস্তা থেকে একটি প্লাস্টিকের একটি ব্যাগ কুড়িয়ে এনেছিলেন ওই ব্যক্তি ৷ সেই ব্যাগেই রাখা ছিল বোমা ৷ সেখান থেকেই হয় বিস্ফোরণ ৷

আক্রান্ত পুলিশ কর্মী
author img

By

Published : Aug 2, 2019, 6:52 PM IST

Updated : Aug 2, 2019, 7:05 PM IST

খড়দা, 2 অগাস্ট : বোমা ফেটে জখম হলেন এক প্রবীণ ব্যক্তি ৷ নাম পঞ্চানন চৌকিদার (85) ৷ তিনি অবসরপ্রাপ্ত পুলিশকর্মী ৷ ঘটনাটি খড়দার পাতুলিয়া পুলিশ আবাসনের ৷ বর্তমানে তিনি ব্যারাকপুর B N বসু মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ৷

আরও পড়ুন : হালিশহরে উদ্ধার 6টি বোমা

পঞ্চাননবাবু চাকরি থেকে অবসর নিয়েছেন অনেকদিন আগেই ৷ অবসরের পর থেকেই স্ত্রীর সঙ্গে তিনি খড়দা পাতুলিয়া পুলিশ আবাসনে থাকতেন ৷ বর্তমানে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ৷ রাস্তায় যা পান কুড়িয়ে নিয়ে বাড়ি চলে আসেন । আজও তিনি রাস্তা থেকে কয়েকটি প্লাস্টিকের ব্যাগ বাড়িতে আনেন ৷ সেগুলো নাড়াচাড়া করতে যান ৷ তখনই হয় বিস্ফোরণ ৷ এতে গুরুতর জখম হন পঞ্চাননবাবু । বিস্ফোরণের শব্দ শুনে প্রতিবেশীরা ঘটনাস্থানে আসেন ৷ রক্তাক্ত অবস্থায় পঞ্চাননবাবুকে উদ্ধার করে ভরতি করা হয় ব্যারাকপুর BN বসু মহকুমা হাসপাতালে ৷

বোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থানে আসে খড়দা থানার পুলিশ । তাঁরা পঞ্চাননবাবুর ঘর থেকে আরও দুটি বোমা উদ্ধার করে । পুলিশের অনুমান পঞ্চাননবাবু যে প্লাস্টিক কুড়িয়ে এনেছিলেন তাতেই সম্ভবত তিনটি বোমা রাখা ছিল । সেখান থেকেই একটি ফেটে যায় ৷ বাকি দুটি বোমা নিষ্ক্রিয় করে উদ্ধার করা হয়েছে ।

খড়দা, 2 অগাস্ট : বোমা ফেটে জখম হলেন এক প্রবীণ ব্যক্তি ৷ নাম পঞ্চানন চৌকিদার (85) ৷ তিনি অবসরপ্রাপ্ত পুলিশকর্মী ৷ ঘটনাটি খড়দার পাতুলিয়া পুলিশ আবাসনের ৷ বর্তমানে তিনি ব্যারাকপুর B N বসু মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ৷

আরও পড়ুন : হালিশহরে উদ্ধার 6টি বোমা

পঞ্চাননবাবু চাকরি থেকে অবসর নিয়েছেন অনেকদিন আগেই ৷ অবসরের পর থেকেই স্ত্রীর সঙ্গে তিনি খড়দা পাতুলিয়া পুলিশ আবাসনে থাকতেন ৷ বর্তমানে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ৷ রাস্তায় যা পান কুড়িয়ে নিয়ে বাড়ি চলে আসেন । আজও তিনি রাস্তা থেকে কয়েকটি প্লাস্টিকের ব্যাগ বাড়িতে আনেন ৷ সেগুলো নাড়াচাড়া করতে যান ৷ তখনই হয় বিস্ফোরণ ৷ এতে গুরুতর জখম হন পঞ্চাননবাবু । বিস্ফোরণের শব্দ শুনে প্রতিবেশীরা ঘটনাস্থানে আসেন ৷ রক্তাক্ত অবস্থায় পঞ্চাননবাবুকে উদ্ধার করে ভরতি করা হয় ব্যারাকপুর BN বসু মহকুমা হাসপাতালে ৷

বোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থানে আসে খড়দা থানার পুলিশ । তাঁরা পঞ্চাননবাবুর ঘর থেকে আরও দুটি বোমা উদ্ধার করে । পুলিশের অনুমান পঞ্চাননবাবু যে প্লাস্টিক কুড়িয়ে এনেছিলেন তাতেই সম্ভবত তিনটি বোমা রাখা ছিল । সেখান থেকেই একটি ফেটে যায় ৷ বাকি দুটি বোমা নিষ্ক্রিয় করে উদ্ধার করা হয়েছে ।

Intro:বোমা ফেটে জখম অবসরপ্রাপ্ত এক পুলিশকর্মী। পঞ্চানন চৌকিদার(85)।তিনি ব্যারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তদন্তে খড়দহ থানার পুলিশ।খড়দহের পাতুলিয়া পুলিশ আবাসনের ঘটনা।Body:পুলিশ চাকরি থেকে অবসর নিয়েছেন বহুদিন আগেই।তিন ছেলে কর্মসূত্রে বাইরে থাকেন। তাই অবসরের পর থেকেই স্ত্রী কে নিয়ে খড়দহ পাতুলিয়া পুলিশ আবাসনে থাকতেন পঞ্চানন চৌকিদার। তার বয়স বর্তমানে 85।সামান্য মানসিক ভারসাম্য হারিয়ে গেছে পঞ্চানন বাবুর। রাস্তা থেকে যা পান কুড়িয়ে নিয়ে বাড়ি চলে আসেন।গতকালও রাস্তা থেকে প্লাস্টিকের কিছু ক্যারিব্যাগ কুড়িয়ে বাড়িতে নিয়ে আসার পর সেগুলো নাড়াচাড়া করতেই আচমকাই বিস্ফোরন হয়। এতে গুরুতর জখম হন পঞ্চানন বাবু। বিকট শব্দ পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় ব্যারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বোমা বিস্ফোরণ এর খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়দহ থানার পুলিশ।পুলিশ পঞ্চানন বাবুর ঘর থেকে আরও দুটি বোমা উদ্ধার করেছে।পঞ্চানন বাবু যে প্লাস্টিক কুরিয়ে এনেছিলেন তাতেই সম্ভবত তিনটি বোমা রাখা ছিল। সেখান থেকেই একটি ফেটে যায় বলে মনে করছে পুলিশ। বাকি দুটি বোমা নিষ্ক্রিয় করে উদ্ধার করেছে।Conclusion:এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Last Updated : Aug 2, 2019, 7:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.