ETV Bharat / state

Babul Supriyo Quits Politics : সেলিব্রেটিরা রাজনীতিতে টিকতে পারেন না ; বাবুল প্রসঙ্গে চিরঞ্জিৎ - বাবুল সুপ্রিয়

চিরঞ্জিৎ রাজনীতিতে আসা তারকা ও সাধারণ রাজনীতিবিদের পার্থক্য তুলে ধরেন ৷ বলেন, "সেলিব্রেটিদের রাজনীতি না করলেও চলবে । কিন্তু একজন রাজনীতিবিদকে রাজনীতি করতেই হবে । কারণ, সেটাই তাঁর পেশা । সেলিব্রেটিরা যখনই রাজনীতি থেকে প্রাপ্য সম্মান পাবেন না, তখন তাঁরা রাজনীতি ছেড়ে দিতেই পারেন । যেটা ঘটেছে বাবুলের ক্ষেত্রে ।"

s
s
author img

By

Published : Aug 1, 2021, 4:31 PM IST

বারাসত, 1 অগাস্ট : বাবুলের মতো আমিও রাজনীতির লোক নই । বড় সেলিব্রেটিরা রাজনীতিতে বেশিদিন টিকতে পারেন না ৷ বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) রাজনৈতিক সন্ন্যাস প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য তৃণমূলের তারকা বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তীর (Chiranjeet Chakraborty) । রবিবার বারাসতে একটি অরাজনৈতিক কর্মসূচিতে যোগ দেন তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ । সেখানে বাবুল প্রসঙ্গে নিজের উদাহরণ টেনে বলেন, "এক সময় বলা হয়েছিল আমিও দল ছাড়তে চলেছি । সেই সময় দলের বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায় মন্তব্য করেছিলেন ও (চিরঞ্জিত) তো তারকা । দল ছেড়ে দিতেই পারে ৷ সেটাই হচ্ছে ব্যাপার ৷"

চিরঞ্জিৎ রাজনীতিতে আসা তারকা ও সাধারণ রাজনীতিবিদের পার্থক্য তুলে ধরেন ৷ বলেন, "সেলিব্রেটিদের রাজনীতি না করলেও চলবে । কিন্তু একজন রাজনীতিবিদকে রাজনীতি করতেই হবে । কারণ, সেটাই তাঁর পেশা । সেলিব্রেটিরা যখনই রাজনীতি থেকে প্রাপ্য সম্মান পাবেন না, তখন তাঁরা রাজনীতি ছেড়ে দিতেই পারেন । যেটা ঘটেছে বাবুলের ক্ষেত্রে ।"

এদিন বাবুল সুপ্রিয়র পাশে দাঁড়িয়ে রাজ্য-বিজেপিতে বাবুল-দিলীপ দ্বন্দ্বের প্রসঙ্গও টেনে আনেন তৃণমূল বিধায়ক ৷ বলেন, "বাবুলের মতো সেলিব্রেটিদের স্ট্যাটাস রাজনীতিবিদদের একাংশ মানতে চায় না । বাবুলের স্ট্যাটাসের সঙ্গে দিলীপ ঘোষের স্ট্যাটাস কখনও খাপ খাবে না । ফলে বিবাদ রয়েই যায় । বড় সেলিব্রেটিদের ক্ষেত্রে এটাই হয় । বিবাদের জেরে রাজনীতিতে বেশিদিন টিকতে পারেন না তাঁরা।"

আরও পড়ুন: Babul Supriyo Quits Politics : ইস্তফা দিয়েছেন ? খোঁজ নিন ; বাবুলের ফেসবুক পোস্ট নিয়ে কটাক্ষ দিলীপের

বাবুল সুপ্রিয়র সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের প্রসঙ্গ টেনে চিরঞ্জিৎ চক্রবর্তী বলেন, "অভিনয় জগতের লোক হওয়ায় ওর সঙ্গে আলাপ দীর্ঘদিনের । এক সময় ওর বাড়িতেও গিয়েছিলাম । সেই সময় বাবুলকে বলেছিলাম, ও যেন প্রফেশনাল পরিবর্তন আনে । সেটা হল প্রায় আঠারো বছর পরে । ও যে আশা নিয়ে রাজনৈতিক দলে গিয়েছিল । সেখানে মন্ত্রীত্ব দেওয়া হল ঠিকই । কিন্তু, মন্ত্রীত্ব কেড়ে নেওয়াও হল ৷ যা বাবুলের মতো আবেগপ্রবণ তারকার পক্ষে মেনে নেওয়া সম্ভব না ।" চিরঞ্জীৎ আরও মনে করেন, রাজনীতির কারণে তাঁর গানের ক্ষেত্রের ক্ষতি করেছেন বাবুল ৷

বারাসত, 1 অগাস্ট : বাবুলের মতো আমিও রাজনীতির লোক নই । বড় সেলিব্রেটিরা রাজনীতিতে বেশিদিন টিকতে পারেন না ৷ বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) রাজনৈতিক সন্ন্যাস প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য তৃণমূলের তারকা বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তীর (Chiranjeet Chakraborty) । রবিবার বারাসতে একটি অরাজনৈতিক কর্মসূচিতে যোগ দেন তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ । সেখানে বাবুল প্রসঙ্গে নিজের উদাহরণ টেনে বলেন, "এক সময় বলা হয়েছিল আমিও দল ছাড়তে চলেছি । সেই সময় দলের বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায় মন্তব্য করেছিলেন ও (চিরঞ্জিত) তো তারকা । দল ছেড়ে দিতেই পারে ৷ সেটাই হচ্ছে ব্যাপার ৷"

চিরঞ্জিৎ রাজনীতিতে আসা তারকা ও সাধারণ রাজনীতিবিদের পার্থক্য তুলে ধরেন ৷ বলেন, "সেলিব্রেটিদের রাজনীতি না করলেও চলবে । কিন্তু একজন রাজনীতিবিদকে রাজনীতি করতেই হবে । কারণ, সেটাই তাঁর পেশা । সেলিব্রেটিরা যখনই রাজনীতি থেকে প্রাপ্য সম্মান পাবেন না, তখন তাঁরা রাজনীতি ছেড়ে দিতেই পারেন । যেটা ঘটেছে বাবুলের ক্ষেত্রে ।"

এদিন বাবুল সুপ্রিয়র পাশে দাঁড়িয়ে রাজ্য-বিজেপিতে বাবুল-দিলীপ দ্বন্দ্বের প্রসঙ্গও টেনে আনেন তৃণমূল বিধায়ক ৷ বলেন, "বাবুলের মতো সেলিব্রেটিদের স্ট্যাটাস রাজনীতিবিদদের একাংশ মানতে চায় না । বাবুলের স্ট্যাটাসের সঙ্গে দিলীপ ঘোষের স্ট্যাটাস কখনও খাপ খাবে না । ফলে বিবাদ রয়েই যায় । বড় সেলিব্রেটিদের ক্ষেত্রে এটাই হয় । বিবাদের জেরে রাজনীতিতে বেশিদিন টিকতে পারেন না তাঁরা।"

আরও পড়ুন: Babul Supriyo Quits Politics : ইস্তফা দিয়েছেন ? খোঁজ নিন ; বাবুলের ফেসবুক পোস্ট নিয়ে কটাক্ষ দিলীপের

বাবুল সুপ্রিয়র সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের প্রসঙ্গ টেনে চিরঞ্জিৎ চক্রবর্তী বলেন, "অভিনয় জগতের লোক হওয়ায় ওর সঙ্গে আলাপ দীর্ঘদিনের । এক সময় ওর বাড়িতেও গিয়েছিলাম । সেই সময় বাবুলকে বলেছিলাম, ও যেন প্রফেশনাল পরিবর্তন আনে । সেটা হল প্রায় আঠারো বছর পরে । ও যে আশা নিয়ে রাজনৈতিক দলে গিয়েছিল । সেখানে মন্ত্রীত্ব দেওয়া হল ঠিকই । কিন্তু, মন্ত্রীত্ব কেড়ে নেওয়াও হল ৷ যা বাবুলের মতো আবেগপ্রবণ তারকার পক্ষে মেনে নেওয়া সম্ভব না ।" চিরঞ্জীৎ আরও মনে করেন, রাজনীতির কারণে তাঁর গানের ক্ষেত্রের ক্ষতি করেছেন বাবুল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.